• শুন সহচরি না কর চাতুরী
    শুন সহচরি না কর চাতুরী সহজে দেহ উত্তর। কি জাতি মূরতি কানুর পীরিতি কোথায় তাহার ঘর।। চলে কি বাহনে টিকে কোন্‌ স্থানে সৈন্যগণ কেবা সঙ্গে। কোন্‌ অস্ত্র ধরে পারাপার করে কেমনে প্রবেশে অঙ্গে।। পাইয়া সন্ধান হব সাবধান না লব তাহার বা। নয়নে শ্রবণে বচনে ত্যজিব সোঙরি তাহার পা।। সখী কহে সার দেখি নিরাকার স্বরূপ কহিবে […] keyboard_arrow_right
  • শুন সুনাগর করি জোড় কর
    শুন সুনাগর করি জোড় কর এক নিবেদিয়ে বাণী। এই কর মেনে ভাঙ্গে নাহি যেনে নবীন পীরিতিখানি।। কুল শীল জাতি ছাড়ি নিজ পতি কালি দিয়ে দুই কুলে। এ নব যৌবন পরশ-রতন সঁপেছি চরণতলে।। তিন হি আঁখর করিয়ে আদর শিরেতে লয়েছি আমি। অবলার আশ না কর নৈরাশ সদাই পূরিবে তুমি।। তুমি রসরাজ রসের সমাজ কি আর বলিব […] keyboard_arrow_right
  • শুন সুনাগর, করি জোড় কর
    “শুন সুনাগর, করি জোড় কর এক নিবেদিয়ে বাণী। এই কর মেনে ভাঙ্গে নাহি যেনে নবীন পীরিতি খানি।। কুল শীল জাতি ছাড়ি নিজ পতি কালি দিয়ে দুই কূলে । এ নব যৌবন পরশ-রতন সঁপেছি চরণ-তলে।। তিন হি আঁখর করিয়ে আদর শিরেতে লয়েছি আমি। অবলার আশ না কর নৈরাশ সদাই পূরিবে তুমি।। তুমি রসরাজ রসের সমাজ কি […] keyboard_arrow_right
  • শুন সুনাগরী রাই
    শুন সুনাগরী রাই। তোমার মহিমা এ রস-চাতুরী সদা মুরলীতে গাই।। সদা লই নাম অতি অনুপাম করে নিশি দিশি জপি। রাধা নাম দুটি প্রেমের অঙ্কুর আপন হৃদয়ে রোপি।। উঠিতে বসিতে আন নাহি চিতে নিরন্তর তোমা দেখি। যেন সে চাঁদের চকোর লালসে সদাই বসিয়া থাাকি।। তেন মোর মন লুবধ চরিত পরাণ তোমার পাশে। মনমথ হাতী অঙ্কুশ না […] keyboard_arrow_right
  • শুন সুনাগরী রাই
    “শুন সুনাগরী রাই। তোমার মহিমা এ রস মাধুরি সদা মুরলীতে গাই।। সদা লই নাম অতি অনুপাম করে নিশি দিশি জপি । রাধা নাম দুটি প্রেমের অঙ্কুর আপন হৃদয়ে রোপি।। উঠিতে বসিতে আন নাহি চিতে নিরন্তর তোমা দেখি। চান্দের লালসে যেমন চকোর তেমতি বসিয়া থাকি।। তেন মোর মন লুব্ধ চকোর পরাণ তোমার পাশে। মনমথ হাতী অঙ্কুশ […] keyboard_arrow_right
  • শুন সুন্দর শ্যাম ব্রজবিহারী
    শুন সুন্দর শ্যাম ব্রজবিহারী। হৃদি মন্দিরে রাখি তোমারে হেরি।। গুরু গঞ্জন চন্দন অঙ্গভূষা। রাধাকান্ত নিতান্ত তব ভরসা।। সম শৈল কুল মান দূর করি। তব চরণে শরণাগত কিশোরী।। আমি কুরূপা গুণহিনি গোপনারী। তুমি জগরঞ্জন মোহন বংশিধারী।। আমি কুলটা কলঙ্কি সৌভাগ্যহিনি। তুমি রসপণ্ডিত রসিকচূড়ামণি।। গোবিন্দদাস কহে শুন শ্যামরায়। তুয়া বিনে মোর মনে আন নাহি ভায়।। keyboard_arrow_right
  • শুন হলধর ভাই
    শুন হলধর ভাই। কেমন করিয়া নন্দের বিদায় কহিব কহ ত ভাই।। এ কথা শুনিয়া মোহিত হইয়া রোদন যশোদা-সুত। হলধর পাশে নিশ্বাস এড়ই তরল করল চিত।। নন্দ হেন পিতা কি কহিব কথা যার স্নেহে নাহি সীমা। বহু সুখ অতি কি তার পীরিতি যশোমতী অতি সমা।। যশোদার স্নেহ কি করিব এহ এ দেহ পূরিত সুখে। এ জন […] keyboard_arrow_right
  • শুন হলধর ভাই
    “শুন হলধর ভাই। কেমন করিয়া নন্দের বিদায় কহিব কহত ভাই।।” এ কথা শুনিয়া মোহিত হইয়া রোদল যশোদা-সুত। হলধর-পাশে নিশ্বাস এড়ই তরল করল চিত।। “নন্দ হেন পিতা কি কহিব কথা যার স্নেহে নাকি সীমা। বহু সুখ অতি কি তার পীরিতি যশোমতী অতি সমা।। যশোদার স্নেহ কি কহিব এহ এ দেহ পূরিত সুখে। এ জন বিদায় কেমনে […] keyboard_arrow_right
  • শুন হে কমল-আঁখি
    শুন হে কমল-আঁখি। এ দেহ সেখানে পরাণ এখানে শুধু দেহ আছে সাখী।। সকল তেজিয়ে শরণ লয়েছি ও দুটি কমল পায়। ঠেলিয়া না ফেল ওহে বাঁশীধর যে তোর উচিত হয়।। তিলেক না দেখি ও মুখমণ্ডল মরমে না শুনে আন। দেখিলে জুড়ায় এ পাপ পরাণ ধড়ে আসি রহে প্রাণ।। যেমন ঘরের দীপ নিভাইলে অন্ধকার হেন বাসি। তেন […] keyboard_arrow_right
  • শুন হে কমলআঁখি
    “শুন হে কমলআঁখি। এ দেহ সেখানে পরাণ এখানে শুধু দেহ আছে সাখী।। সকল তেজিয়া শরণ লয়েছি ও দুটী কমল পায়। ঠেলিয়া না ফেল ওহে বাঁশীধর যে তোর উচিত হয় । তিলেক না দেখি ও মুখমণ্ডল মরমে না শুনে আন। দেখিলে জুড়ায় এ পাপ পরাণ ধড়ে আসি রহে প্রাণ।। যেমন ঘরের দীপ নিভাইলে অন্ধকার হেন বাসি।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ