• শুনইতে গৌরাঙ্গ-খেদ
    শুনইতে গৌরাঙ্গ-খেদ মঝু বুক নহে কাহে ভেদ।। রোই কহয়ে শুন মাই। বিরহ-জ্বরহি জ্বরি যাই।। পুট-পাক শত-গুণ লেখ। মঝু তাপ আগে সোই রেখ।। কালকটু শত-গুণ মান। সো নহ অছুক সমান।। বজরক শত-গুণ আগি। সো ইহ আগে রহু ভাগি।। হৃদয়-নিমগন শেল। তা সঞে অধিকহ ভেল।। শত-গুণ বিসুচি বেয়াধি। তা সঞে ইহ বড় আধি।। গৌরক শুনি ইহ ভাষ। […] keyboard_arrow_right
  • শুনইতে রাই বচন অধরামৃত
    শুনইতে রাই বচন অধরামৃত বিদগধ রসময় কান। আপনাক ভাবে ভাব প্রকাশিতে ধনী অনুমতি ভেল জান।। সুন্দরি যে কহিলে গৌর স্বরূপ। কোই নাহি জানয়ে কেবল তুয়া প্রেম বিনে মোহে করবি হেন রূপ।। কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ কি কহব না পাইয়ে ওর।। ভাবিয়ে দেখিনু মনে […] keyboard_arrow_right
  • শুনইতে রাইক ঐছন বাণি
    শুনইতে রাইক ঐছন বাণি। ললিতা যতনহি তুলসিকে আনি।। তাম্বূলবীড় আর কুসুমক দাম। দেই পাঠাওল নাগর ঠাম।। তুলসী গমন কয়ল বন মাঝ। খোঁজই কাহাঁ নব নাগররাজ।। নাগরশেখর সহচর মেল। গোধন সঙ্গে রঙ্গে করু কেলি।। ছল করি সুবল সখা লই কান। রাই কুণ্ডতীরে করল পয়ান।। কুণ্ডক শোভা হেরি মন ভোর। বৈঠল সুবল সখা করি কোর।। রাইক পন্থ […] keyboard_arrow_right
  • শুনইতে সব অঙ্গ উলসিত মোর
    শুনইতে সব অঙ্গ উলসিত মোর। ভেটব সমর ধীর সখি তোর।। সঙ্গক রঙ্গ হৃদয়ে মঝু আছ। আগে তুহু সরবি সরব হাম পাছ।। এ সখি রঙ্গিণী তুহু নাহি ডরবি। হামারি বীরপণ হেরি কিয়ে মরবি সিংহ মতঙ্গ কুরঙ্গ নহে কোই। ত্রিভুবনমোহন সোহন হোই।। ঋতুপতি কোটী ছোটী করি মান। মনমথ কোটী মথন হাম কান।। কি করব অলিকুল মন্ত্র উচার। […] keyboard_arrow_right
  • শুনইতে সুন্দরি উলসিত চীত
    শুনইতে সুন্দরি উলসিত চীত। ছল করি পূছই রতিরস রীত।। কি কহলি সহচরি দারুণ বাত। কুলবতি-সঙ্গতি উপপতি সাথ।। পহিলহিঁ পুরুষ পরশ নাহি মোর। এ কি অপরূপ বচন সব তোর।। সহচরি কহে শুন রসবতি রাই। যতনহিঁ প্রেম রতন ধন পাই।। সুপুরুষ পিরীতি বিরতি হএ যার। কী ফল জীবন যৌবন তার।। তুহুঁ যদি সুন্দরি সুরত না জান। মনমথ […] keyboard_arrow_right
  • শুনগো ননদী জাল কোকিল স্বরে বলে
    শুনগো ননদী জাল কোকিল স্বরে বলে। কাঙ্খে কলসী লৈয়া চল যমুনার জলে।। যাইবে কিনা যাইবে সই বল জলদি করি । শুননি বাজায় বন্ধে মোহন মূররী।। রাধায় বলে ননদী জাল জল ভরিলে দ্বোনা। বুঝি তোমরা কানেশুন মনে ভাবনা।। চল চল সব সখী ভরি গিয়া জল। যমুনাতে নামিলে তনু হৈব শীতল।। ননদীয়ে বলে তুম রাধা বিনোদিনী। শ্যামের […] keyboard_arrow_right
  • শুনগো পরাণদুতি অবে কি করব
    শুনগো পরাণদুতি অবে কি করব। কালা যদি না আইল নিশ্চয় মরব।। এ বেশ-ভূষণ আমি না রাখিব গাএ। যদি না পাই অব শ্যাম হত্যা দিব তাএ।। তাহার মিলিবা আশে সেজাইলুঁ শেজ। অবে কেন না আইল সে নাগররাজ।। জানিলুঁ জানিলুঁ সখি সে শঠ-পিরীতি।। আমাকে কহিঞা গিল কোন্ নাগরী কতি।।(কাছে ?) সে কালিয়া চান্দ সঙ্গে যে পিরীতি কএ। […] keyboard_arrow_right
  • শুনগো বড়াই মোর
    “শুনগো বড়াই মোর। আজু শুভদিন হইল আমার বঁধুয়া পাইনু কোড়।। যাহার লাগিয়া এত পরমাদ সে সব সফল মানি। মনের বাসনা পূরিল আমার বাটে পানু যদুমণি।। আয়ানে যাইয়া এই কহ গিয়া ‘রাধারে সুঁপিল শ্যামে। রাধা বটে রাধা তার রাঙ্গা পায়ে পশিল মনের সনে।। আর কিবা মোর এ ঘর-করণে ধরম সরম কাজ। কুলশীল মোর যে হকু সে […] keyboard_arrow_right
  • শুনগো সজনি পরমাদ শুনি
    “শুনগো সজনি পরমাদ শুনি রাধার ঐছন দশা।” বিরহে আকুল রসময় কান সঘনে নিশ্বাস নাসা।। করেতে আছিল মোহন মুরলী তাহা না পড়িল কতি। কমলনয়নে লোর বহি ঘনে ভাসিয়া চলিল তথি।। অঙ্গের সৌরভ এ চূয়া চন্দন ভূষণ কৌস্তূভমণি। এ সব তিতিয়া চলল ভাসিয়া বিরহে চতুরমণি।। “সে মোর প্রেয়সী প্রেমময়ী রাধা শুধুই সুধার বাশি। দাঁড়ায়ে দেখই ও মুখমণ্ডল […] keyboard_arrow_right
  • শুনগো মরম সখি
    “শুনগো মরম সখি। এই শুন শুন মধুর মুরলী ডাকয়ে কমলআঁখি ।। ধৈরজ না ধরে প্রাণ কেমন করে ইহার উপায় বল। আর কিয়ে জীব গোপের রমণী বৃন্দাবনে যাব চল।।” এই অনুমান করে গোপীগণ শুনি সে বাঁশীর গীত। “শুধু তনু দেখ এই তনু মোর তথায় আছয়ে চিত।” মুগধ রমণী কুলের কামিনী না জানে আপন পথ। যেনক চাঁদের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ