• শুনিয়া মায়ের বাণী কহে প্রভু গুণমণি
    শুনিয়া মায়ের বাণী কহে প্রভু গুণমণি শুন মাতা আমার বচন। জন্মে জন্মে মাতা তুমি তোমার বালক আমি এই সব বিধির লিখন।। ধ্রুবের জননী ছিল পুত্রকে বৈরাগ্য দিল ভজে তেঁই দেব চক্রপাণি। রঘুনাথ ছাড়ি ভোগে বনে বনে ফিরে দুঃখে ঝুরে সদা কৌশল্যা জননী।। তবে শেষে দ্বাপরে কৃষ্ণ গেলা মধুপুরে ঘরে নন্দরাণী নন্দ পিতা। সর্ব্ব পরে এই […] keyboard_arrow_right
  • শুনিয়া রাধার বিনয়-বচন
    শুনিয়া রাধার বিনয়-বচন কহিতে লাগিলা তায়। তোমার পীরিতে এ দেহ সঁপেছি এ কথা কহিব কায়।। তোমা না দেখিয়া আঁখির পলক যদি বা নাহিক দেখি। দেখিলে জুড়াই না দেখিলে মরি শুন শশধরমুখি।। হাসিয়া হাসিয়া নাগর রসিয়া তুষিতে লাগল তায়। রসাল বচনে করিয়া সেচনে কটাক্ষ নয়নে চায়।। যা হল তা হল মনে না ভাবিহ শুনহ সুন্দরী রাধা। […] keyboard_arrow_right
  • শুনিয়া রাধার বিনয়-বচন
    শুনিয়া রাধার বিনয়-বচন কহিতে লাগিলা তায়। “তোমার পীরিতে এ দেহ সঁপেছি এ কথা কহিব কায়।। তোমা না দেখিয়া আঁখির পলক যদি না নাহিক দেখি। দেখিলে জুড়াই না দেখিলে মরি শুন শশধরমুখি।।” হাসিয়া হাসিয়া নাগর রসিয়া তুষিতে লাগল তায়। রসাল বচনে করিয়া সেচনে কটাক্ষ নয়নে চায়।। “যা হল তা হল মনে না ভাবিহ শুনহ সুন্দরী রাধা। […] keyboard_arrow_right
  • শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা
    শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা কহে তুমি যাহ পুনর্ব্বার। যাঁহা যজ্ঞপত্নী রহে কহ কৃষ্ণ অন্ন চাহে শুনিলে নৈরাশ নহে আর।। শুনি আর বার ধাই যজ্ঞপত্নী স্থানে যাই কৃষ্ণআজ্ঞা কহিলা সত্বর। কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে ইথে মোরে কি কহ উত্তর।। শুনি কৃষ্ণপরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ থরে থরে থালী সাজাইয়া। দিব্য অন্ন ভরি ভরি […] keyboard_arrow_right
  • শুনিয়া সখীগণে ধাওয়াধাই যাই
    শুনিয়া সখীগণে ধাওয়াধাই যাই। দেখয়ে অচেতনে আছয়ে রাই।। ধনি ভেল মুরছিত হরল গেয়ান। দশনে দশনে লাগি মুদল নয়ান।। কেহু কেহু চন্দন লেপই অঙ্গে। কেহু কেহু রোয়ত বিরহ-তরঙ্গে।। কেহু কেহু তুলা ধরি পরখত শাস। কেহু নলিনীদলে করত বাতাস।। কেহু কেহু রাই লই বৈঠায়ত কোর। এ পাপপিরীতি লাগি ঐছন ভোর।। ভালে ভালে গেল সোই নিঠুর মাধাই। জিবইতে […] keyboard_arrow_right
  • শুনিয়াছি শিশুকালে পুতনা বধেছ হেলে
    শুনিয়াছি শিশুকালে পুতনা বধেছ হেলে তৃণাবর্তের লয়েছ পরাণ। এখনি নন্দের বাড়ি দেখিয়াছি গড়াগড়ি এখনি সাধিতে আইলা দান।। হে দেহে নন্দের সুত কে তোমায় করিলে মহাদানী।। দণ্ডে কাচ নানা কাচ না ছাড় রমণী-পাছ, বুঝালে না বুঝ হিতবাণী।। কাড়ি নিব পীতধড়া আউলাইয়া ফেলিব চূড়া বাঁশিটি ভাসাইয়া দিব জলে। কুবোল বলিবা যদি মাথায় ঢালিব দধি বসিতে না দিব […] keyboard_arrow_right
  • শুনিয়াছি সাধুমুখে বলে সর্বজন
    শুনিয়াছি সাধুমুখে বলে সর্বজন। শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ।। হা হা প্রভু সনাতন গৌর পরিবার। সবে মিলি বাঞ্ছা পূর্ণ করহ আমার।। শ্রীরূপের কৃপা যেন আমা প্রতি হয়। সে পদ আশ্রয় যার, সেই মহাশয়।। প্রভু লোকনাথ কবে সঙ্গে লঞা যাবে। শ্রীরূপের পদপদ্মে মোরে সমপিবে।। হেন কি হইবে মোর নর্ম সখীগণে। অনুগত নরোত্তমে করিবে শাসনে।। keyboard_arrow_right
  • শুনিয়ে আভীরিণী চিতগত বোল
    শুনিয়ে আভীরিণী চিতগত বোল। মাধব কহে কেন এত উতরোল।। হাম মাথুর নাহি করব পয়ান। দৃঢ়তর বচন বিচল নাহি জান।। অবহুঁ বিরহ-দুখ দূরে দেহ ডারি। কবহু না যাওব তুয়া গুণ ছোড়ি।। কত পরবোধই রসময় কান। যৈছে অবলাকুল প্রবোধই মান।। সকল সমাধিয়ে চলল মুরারি। চণ্ডীদাস তহি হৃদয়ে বিচারি।। keyboard_arrow_right
  • শুনিয়ে আভীরিণী-চিতগত-বোল
    শুনিয়ে আভীরিণী-চিতগত-বোল। মাধব কহে –“কেন এত উতরোল।। হাম মথুরা নাহি করব পয়ান। দৃঢ়তর বচন বিচল নাহি জান।। অবহুঁ বিরহ-দুখ দুরে দেহ ডারি। কবহু না যাওব তুয়া-গুণ ছোড়ি।।” কত পরবোধই রসময় কান। যৈছে অবলাকুল প্রবোধই মান।। সকল সমাধিয়ে চলল মুরারি। চণ্ডীদাস তহি হৃদয়ে বিচারি।। keyboard_arrow_right
  • শুনিয়ে রাধার বাণী সখী কহে ভালে জানি
    শুনিয়ে রাধার বাণী সখী কহে ভালে জানি সকল কহিয়ে ভালমতে। শ্রবণ ভরিয়া শুন বিষাদ ভাবিছ কেন বুঝিয়ে করিবে যাহা চিতে।। মোরে সে ভেজল কান আইল তোমার স্থান রাধারে তুষিবে ভালমতে। পেয়ে দশমীর দশা পাছে হবে ফলভাষা তুরিতে চলিয়ে যাহ পথে।। পাছে ধনী তেজে প্রাণ পাইয়া বিরহ-বাণ তেঁই আমি আসিল তুরিত। কহিলা নাগররাজ যাইব গোকুল-মাঝ দেখিব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ