শুনিয়াছি শিশুকালে পুতনা বধেছ হেলে তৃণাবর্তের লয়েছ পরাণ। এখনি নন্দের বাড়ি দেখিয়াছি গড়াগড়ি এখনি সাধিতে আইলা দান।। হে দেহে নন্দের সুত কে তোমায় করিলে মহাদানী।। দণ্ডে কাচ নানা কাচ না ছাড় রমণী-পাছ, বুঝালে না বুঝ হিতবাণী।। কাড়ি নিব পীতধড়া আউলাইয়া ফেলিব চূড়া বাঁশিটি ভাসাইয়া দিব জলে। কুবোল বলিবা যদি মাথায় ঢালিব দধি বসিতে না দিব […]
keyboard_arrow_right