• শুন গো বড়াই হেথা
    শুন গো বড়াই হেথা। কহ কহ শুনি সে জন কেমন তার পরসঙ্গ কথা।। কোন নাম তার সে কোন দেবতা সে কেনে ঘাটেতে বসি। বড়াই কহিছে এখনি জানিবে সঙ্গে আছে তার বাঁশী।। বাঁশীর নিশান জানিয়া তখন হাসি বিনোদিনী রাধা। ”তাসনে কিসের পরিচয় মোর কি আর করহ বাধা”।। ”সে জন চাতুরী তাহার মাধুরী তার নাম কালা কানু।। […] keyboard_arrow_right
  • শুন গো মরম-সখি
    শুন গো মরম-সখি। কানুর পীরিতে পরাণ না রহে বড় পরমাদ দেখি।। কিবা সে কুদিনে দেখিলুঁ সেজনে নয়ান পসারি দুটি। সেই দিন হতে আন নাহি চিতে পীরিতি-আনলে ছুটি।। আন সে আনলে বারি ঢালি দিলে তখনি নিবায়ে যায়। মনের আগুন নিবাইব কিসে দ্বিগুণ জ্বলয়ে তায়।। বন পুড়িছে যে বনের আগুনে দেখয়ে জগৎ-লোকে। এ বড় বিষম শুন গো […] keyboard_arrow_right
  • শুন ধনী রাই, তান কিছু গাই
    “শুন ধনী রাই, তান কিছু গাই রাগেতে রাগিণী মেলা। গাইতে গাইতে মুগধ হইলা নন্দের নন্দন কালা।। পুনঃ কহে শ্যাম ‘অতি অনুপাম শুনিতে মধুর ধ্বনি। রাধা রাধা বলি ডাকিছে বীণাটি মুগধ হইল শুনি।।’ এই রস তান অনেক সন্ধান শুনিল রসিক শ্যাম। অতি বড় সুখী সুখেতে মোহিত গাইতে রাধার নাম।। ভাবে গদ্‌গদ অতি সে আমোদ সে হেন […] keyboard_arrow_right
  • শুন ধনী রাধা রূপের গরব
    “শুন ধনী রাধা, রূপের গরব না কর আমার পাশে। গুণ নাহি যার কিবা রূপ তার সে রূপ গুনি যে কিসে।। দেখিতে সুন্দর সোনার বরণ যেমন সোণের ফুল। রূপ আছে তার গুণ নাহি আর ফেলায় করিয়া দূর।। কেহ নাহি পরে নাহিক সুগন্ধ তাহার ঐছন রীতে। নির্গুণে কি করে, গুণকে আদরে বুঝহ আপন চিতে।। তালফল যেন দেখিতে […] keyboard_arrow_right
  • শুন ধনী রাধা রূপের গরব
    ”শুন ধনী রাধা রূপের গরব কহনা আমার কাছে। গুণ নাহি যার কিবা রূপ তার শুন কহি তোর কাছে।। দেখিতে সুন্দর সোণার বরণ উত্তম সোণার ফুল। রূপ আছে তাথে গুণ নাহি তার ফেলায় করিয়া দূর।। কেহ নাহি পরে নহি বাস গন্ধ তার বা ঐছন রীত। নির্গুণে কে করে গুণকে আদর বুঝহ আপন চিত।। তাল ফল যেন […] keyboard_arrow_right
  • শুন বসুদেব রাঅ
    “শুন বসুদেব রাঅ। এমত ছাআলে এ মহিমণ্ডলে না দেখি কনহু ঠাই।। নব জলধর করে ঢল ঢল বরণ অঞ্জন সম । নীল জে মুকুর অতসীর ফুল তেমতি দেখএ ভ্রম।। নয়ান খঞ্জন পাখীয়া সমান চৌরস কপাল-পাটী। তাহে নানা চিত্র বিচিত্র লিখন বিহে সে লিখন কটী।। মুখ শশধর নাসা সে সুন্দর জেমত কিরের চঞ্চু । দশন কুন্দের কালিকা […] keyboard_arrow_right
  • শুন মাই রে কাহে লাগি এ প্রেম বারাইলা
    শুন মাই রে কাহে লাগি এ প্রেম বারাইলা। ঘরি এক বুলি বন্ধু গেলা মোর নখে কথ জুগ ভেলা। ধু চান্দ নন্দনে ন জুরাএ পিআ বিনে মোর মন (ন ?) ভা এ। এখেলা মন্দিরে বসি জাগি। পিআ বিনে মোর মনে (মনে ?) আগি। কহে তুফানদ্দিন এহি মানসে । পাইবা রসবতি মানসে। keyboard_arrow_right
  • শুন মাধব অব নাহি জিয়ত রাধা
    শুন মাধব অব নাহি জিয়ত রাধা। সোঙরি তোহারি গুণ অন্তরে পুন পুন বাচল মদন কি বাধা।। ক্ষণে ক্ষণে উঠল ক্ষণে ক্ষণে বৈঠত তেজি শয়ন সুখ রঙ্গ। ক্ষেণে ক্ষেণে কহে ধনি রমণি-শিরোমণি কবে হবে তাকর সঙ্গ।। রাইক এসব বিরহক বেদন শুনইতে নন্দকিশোর। মদন কলারসে অন্তর জর জর রভসে প্রেমরসে ভোর।। তবহি কহে হরি শুন শুন সহচরি […] keyboard_arrow_right
  • শুন লো স্বজনি কিছুই না জানি
    শুন লো স্বজনি, কিছুই না জানি, কি বুধি করিব আমি। তরিতে নারিব,দৈবে মরিব, নিশ্চয় জানিহ তুমি।। শয়নে স্বপনে, শ্যাম বঁধুর সনে, সুখে গিয়াছিনু নিদ। পাঁজর কাটি শ্যাম বঁধুরে কেবা, দিয়া নিল সিঁদ।। শয়নে স্বপনে, ঘরেতে পিরীতি, করিনু শ্যামের সনে। সেই হইতে মোর, চিত বেয়াকুল, কিছুই না লয় মনে।। তোমারে কহিনু সখি, পিরীতির এই রীতি, সদাই […] keyboard_arrow_right
  • শুন শুন এ সখি নিবেদন তোয়
    শুন শুন এ সখি নিবেদন তোয়। মরমক বেদন জানসি মোয়।। বৈঠয়ে নাহ চতুরগণ মাঝ। ঐছে কহবি যৈছে না হোয় লাজ।। সখিগণ মাঝে চতুরি তোহে জানি। আদর রাখি মিলায়বি আনি।। অব বিরচহ তুহুঁ সো পরবন্ধ। কানুক যৈছে হোয়ে নিরবন্ধ।। জীবন রহিতে নাহ যদি পাব। গোবিন্দদাস তব তুয়া যশ গাব।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ