• তুয়া গুণে কুলবতী বরত-সমাপনি
    তুয়া গুণে কুলবতী- বরত-সমাপনি গুরু-গৌরব-ভয় ছোড়ি। গুরুজন-দিঠি- কন্টক তরি আওলি মনহিঁ মনোরথ ভোরি।। শুন মাধব ! তোহে সোঁপলু ব্রজবালা। মরকত মদন কোই জনু পূজই দে নব-কাঞ্চন-মালা।। তুহুঁ অতি চপল চরিত জনু ষট্‌পদ কমলিনী বিপিন-গেয়ারী। মৃদুল শিরীষ কুসুম জনু তোড়বি লহু লহু করবি সঞ্চারি।। তরুণী সমাজে শুনি জনু দুরজন হাসি না দেই করতালি। দূতীকো মিনতি এতহুঁ […] keyboard_arrow_right
  • তোমার গরবে গরবিনি হাম
    তোমার গরবে গরবিনি হাম রূপসী তোমার রূপে। হেন মনে লয় ও দুটি চরণ সদা লয়্যা রাখি বুকে।। অন্যের আছয়ে অনেক জন আমার কেবলি তুমি। পরাণ হইতে শত শত গুণে প্রিয়তম করি মানি।। শিশুকাল হৈতে মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। সখীগণ গণে জীবন অধিক পরাণ বঁধুয়া তুমি।। নয়ন-অঞ্জন অঙ্গের ভূষণ তুমি সে কালিয়া চান্দা। জ্ঞানদাস কহে […] keyboard_arrow_right
  • তোমারে ছাড়িতে নারিব কালিয়া
    “তোমারে ছাড়িতে নারিব কালিয়া যে বল সে বল মোরে। তোমার কারণে পরাণ তেজিব গিয়ে যমুনার তীরে।। মরিলে তরিব মুরতি হইব নন্দের নন্দন কান। দেখিবে বেকত নহে আনমত এ কথা না হবে আন।। নন্দের নন্দন হইব যখন তোমারে করিব রাই। বিরহ বেদন দিব সে ঐছন যেমন বেদনা পাই।। পরের বেদন না বুঝ এমন পরিণামে পাবে সাখী। […] keyboard_arrow_right
  • তোমারে ছাড়িতে নারিব কালিয়া
    তোমারে ছাড়িতে নারিব কালিয়া যে বল সে বল মোরে। তোমার কারণে পরাণ তেজিব গিয়ে যমুনার নীরে।। মরিলে তরিব মূরতি হইব নন্দের নন্দন কান। দেখিবে বেকত নহে আনমত এ কথা না হবে আন।। নন্দের নন্দন হইব যখন তোমারে করিব রাই। বিরহ-বেদন দিব সে ঐছন যেমন বেদনা পাই।। পরের বেদন না বুঝ এখন পরিণামে পাবে সাখী। আন […] keyboard_arrow_right
  • দানী কহে ফির ফির না শুনয়ে রাই
    দানী কহে ফির ফির না শুনয়ে রাই। বাহু পসারিয়া দানী রাখল তাই।। কহে কিয়ে পসারে বিথারি দেখি এথা। আগে বুঝি নিব দান পাছে কব কথা।। যত আভরণ গায় বেশ ভূষা আছে।। সব লেখা করি দান দেহ মোর কাছে।। নিতি নিতি গতায়াত কর এই ঠাঙি। এ পথে মদনরাজ কভু শুন নাই।। কত ভঙ্গে কথা কহ ভয় […] keyboard_arrow_right
  • দিনে দিনে আইসে নাথ আমার বাড়ীর খবর
    দিনে দিনে আইসে নাথ আমার বাড়ীর খবর। কি লৈয়া যাইমু আমি, আমার শূন্য দুটি কর। ধু নাথ রে বণিজ কারণে আইলুম না বুঝিলুঁ ভাও। শুকাইল যমুনার জল চড়ে লাগিল নাও।। নাথ রে তর নাই, কূল নাই, ধরিবারে ঠাঁই। বল বুদ্ধি হারাই আমি ভাসিয়া বেড়াই।। কলি হৈল বলী ধর্ম নাহি মনে। বলবুদ্ধি হারাই আমি ফিরি বনে […] keyboard_arrow_right
  • দু বাহু পসারি আগে যায় নন্দরানী
    দু বাহু পসারি আগে যায় নন্দরানী। ধরিতে ধরিতে ধার না দেয় নীলমণি।। গৃহে পড়ি গড়ি যায় দধি নবনীত। কোপ-নয়নে রাণী চাহে চারি ভীত।। হেদে রে নবনী-চোরা বলি পাছে ধায়। এ ঘর ও ঘর করি গোপাল লুকায়।। লড়ি হাতে নন্দরাণী যার খেদাড়িয়া। অখিল-ভুবন-পতি যায় পালাইয়া।। এ তিন ভুবনে যারে ভয় দিতে নারে। সে হরি পালাঞা যায় […] keyboard_arrow_right
  • দুই করে ধরি অক্রূর গোহারি
    দুই করে ধরি অক্রূর গোহারি করল নিজহি কোড়। আলিঙ্গন দিয়া শ্রীঅঙ্গ স্পর্শিয়া সুখের নাহিক ওর।। শ্রীঅঙ্গ পরশে প্রেমের অবশে উঠল অক্রূর রায়। ভোজন অবশেষ যে কিছু আছিল পাওল আনন্দে তায়।। রথ চালাইল মথুরার মুখে যমুনা হইল পার। মথুরা নগর প্রবেশিল গিয়ে রসের আনন্দ সার।। শিঙ্গা মুরলীর গানে উতরোল মথুরা নগর ধ্বনি। নগরের লোক বাহির হইয়া […] keyboard_arrow_right
  • দুই করে ধরি অক্রূর-গোহারি
    দুই করে ধরি অক্রূর-গোহারি করল নিজহি কোড়। আলিঙ্গন দিয়া শ্রীঅঙ্গ স্পর্শিয়া সুখের নাহিক ওর।। শ্রীঅঙ্গ-পরশে প্রেমের আবেশে উঠল অক্রূর রায়। ভোজন-অবশেষ যে কিছু আছিল পাওল আনন্দে তায়।। রথ চালাইয়া মথুরার মুখে যমুনা হইল পার। মথুরা-নগর প্রবেশিল গিয়ে রসের আনন্দ সার।। শিঙ্গা মুরলির গানে উতরোল মথুরা-নগর-ধ্বনি। নগরের লোক বাহির হইয়া দেখয়ে গোকুলমণি।। মথুরা-নাগরী নয়ন পসারি দেখে […] keyboard_arrow_right
  • দুয়ারের আগে ফুলের বাগান
    দুয়ারের আগে ফুলের বাগান কিসের লাগিয়া কলুঁ । মধু খাই খাই ভ্রমর মাতল বিরহ-জ্বালাতে মলু।। জাতি রুইনু যূথি রুইনু রুইনু সুগন্ধ মালতী। ফুলের বাসে নিদঁ নাহি আসে পুরুষ নিঠুর জাতি।। কুসুম তুলিয়া বোঁটা তেয়াগিয়া শেজ বিছাইনু কেনে। যদি শুই তায় কাঁটা ভুঁকে গায় রসিক নাগর বিনে। চান্দ ঝলমল দিক্‌ নিরমল পিককুল তারা বোলে। কোন্‌ গুণবতী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ