• শুন নব রামা ঐ পরসঙ্গ
    শুন নব রামা ঐ পরসঙ্গ না কহ আমার কাছে। আন কথা কহ এ যন্ত্র বাজাহ ও বোল কি বোল আছে।। যে জন কুজন সে নহে সরল গাও গাও কিছু শুনি। এ কথা শুনিয়া হাসিয়া হাসিয়া বীণা কাঁধে নিল গুণী।। গাইতে লাগিল হিল্লোল নায়ক রাগিণী ভুঞ্জায় তায়। মধুর মধুর তান মান রাগ এ স্বর মধুর প্রায়।। […] keyboard_arrow_right
  • শুন নব রামা ওই পরসঙ্গ
    “শুন নব রামা ওই পরসঙ্গ না কহ আমার কাছে। আন কথা কহ এ যন্ত্র বাজাহ ও বোল কি বোল আছে।। যে জন কুজন সে নহে সরল গাও গাও কিছু শুনি।” এ কথা শুনিয়া হাসিয়া হাসিয়া বীণা কাঁধে নিল গুণী।। গাইতে লাগিল হিল্লোল নায়ক রাগিণী ভুঞ্জায় তায়। মধুর মধুর তাল মান রাগ সে স্বর মধুর প্রায়।। […] keyboard_arrow_right
  • শুন মাধব কি কহব রাইক তাপ
    শুন মাধব কি কহব রাইক তাপ। কত বেরি মুরছই কত বেরি বিলপই কতবিধ করত প্রলাপ।। খেণে অছু কহই দেখ ইহ শ্যামর মথুরা-নাগর ধূত। উঠি বেগে বান্ধহ ললিত-মুকুতা-পাশে নাহি যায় করিয়া আকূত।। ঐছন কতবিধ করু তুয়া অনুভব প্রেমহি কত উনমাদ। হেরইতে ঐছন কান্দয়ে সখিগণ কত কত করত বিষাদ।। এ সব বিপতি সময় ব্রজনন্দন যাই সকল করু […] keyboard_arrow_right
  • শুন শুন শুন সুজন কানাই
    শুন শুন শুন,সুজন কানাই,তুমি সে নুতন দানী। বিকি কিনির দান,গোরস জানিয়ে,বেশের দান নাহি শুনি।। সীথের সিন্দুর,নয়নে কাজর,রঙ্গন আলতা পায়। একি বিকির ধন,নারীর বেশন,তাহে কার কিবা দায়।। মণি অভরণ,সুরঙ্গ শাড়ী,কোন জন নাহি পরে। যদি দানের হেন গতি,তুমি ত গোকুলপতি,দান সাধিহ ঘরে ঘরে।। আমরা চলিতে,না জানি চাহিতে,সে কেনে তোমারে বাজে। গোবিন্দদাস কহে,কেমনে জানিবে,পরের মনের কাজে।। keyboard_arrow_right
  • শুন শুন সখি তোহারে কহিয়ে
    শুন শুন সখি তোহারে কহিয়ে আজুক রভস কেলি। পিয়ার সহিতে খেলিতে খেলিতে ভৈগেলুঁ একই মেলি।। আবির লইয়া নয়ানে দেওল করে কচালিয়ে আঁখি। হেনই সময়ে বয়ান চুম্বয়ে তারে কেহুঁ নাহি দেখি।। পিচকারি যেন বরখিয়ে ঘন অরুণ বরণ নীর। পুরুষ কি নারী চিনিতে না পারি ঐছন ভেল গভীর।। হেন বেলে পিয়া নিয়ড়ে আসিয়া হাসিয়া কয়ল কোর। এ […] keyboard_arrow_right
  • শুন শুন সুন্দরি করি নিবেদন
    শুন শুন সুন্দরি করি নিবেদন। কৃপা করি এ অধীনে দেহ আলিঙ্গন।। চরণেতে নিবেদন করি প্রেমমই। জন্মে জন্মে আমি যেন তুয়া দাস হই।। দোহেঁ দোহঁ সম্ভাষণে হইলা বিভোর। চান্দঅমিয়া যেন পিবয়ে চকোর।। দরশনে পরশনে দোহাঁর আনন্দ। রাইচাঁদে বিলসয়ে চকোরগোবিন্দ।। কমলে ভ্রমর যেন মাতিয়া রহিল। জগন্নাথ বোলে ঐছে মিলন হইল।। উৎসঃ শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত ‘বৈষ্ণব পদাবলী’ গ্রন্থ […] keyboard_arrow_right
  • শুন শুন হে পরাণপিয়া
    শুন শুন হে পরাণপিয়া। চির দিন পরে পাইয়াছি লাগি আর না দিব ছাড়িয়া।।ধ্রু।। তোমায় আমায় একই পরাণ ভালে সে জানিয়ে আমি। হিয়ায় হইতে বাহির হইয়া কি রূপে আছিলা তুমি।। যে ছিল আমার করমে দুখ সকল করিলুঁ ভোগ। আর না করিব আঁখির আড় রহিব একই যোগ।। খাইতে শুইতে তিলেক পলকে আর না যাইব ঘর। কলঙ্কিনী করি […] keyboard_arrow_right
  • শুনইতে রাই বচন অধরামৃত
    শুনইতে রাই বচন অধরামৃত বিদগধ রসময় কান। আপনাক ভাবে ভাব প্রকাশিতে ধনী অনুমতি ভেল জান।। সুন্দরি যে কহিলে গৌর স্বরূপ। কোই নাহি জানয়ে কেবল তুয়া প্রেম বিনে মোহে করবি হেন রূপ।। কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ কি কহব না পাইয়ে ওর।। ভাবিয়ে দেখিনু মনে […] keyboard_arrow_right
  • শুনি কাকবানি কহে বিনোদিনি
    শুনি কাকবানি কহে বিনোদিনি– “হরি কি আঅব ঘরে। এ ঘর হইতে ওঘর বৈঠল বুঝিনু কাজের ছলে।। মাথুর তেজিয়া সে বিনোদিয়া আসিব বলিতে উড়ে । কাক-কলরব আহার বাটিল ওষ্ঠ হৈতে খসি পড়ে।। সুভাসুভ দেখি শুনহ যুবতি মাধব আয়ব গেহা। পুন সুভদিন দেখি তার চিন আজু সে বুঝল নেহা।।” দেখিয়া আনন্দ হইল রাধার কানাই আসিব ঘর। তুরিতে […] keyboard_arrow_right
  • শুনি ধনি-শিরোমণি মাধব-লেহ
    শুনি ধনি-শিরোমণি মাধব-লেহ। ভূললি তনু মন ধন জন গেহ।। অপরূপ প্রেমকো রঙ্গে। পহিরি না পাবই আভরণ অঙ্গে।। উথলল মনমথ-সিন্ধু-হিলোল। ভরমে উঘাড়ত মরমকো বোল।। রস ভরে মন্থর চলই না পারি। নিন্দই যৌবন জঘনকো ভারি।। কত শত মনোরথ আগে আগুসার। দামোদর সঙ্গে রঙ্গে করু অভিসার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ