সব গোপীগণে কমল-নয়ানে কহিল একটি বাণী। “হেন শুন অসি,” — কহে হাসি হাসি এক মনে অনুমানি।। কহে গোপীগণ হরষ বদন কহেন নাগর রায়। “কি হেতু হৃদয় করল নাগর কহ না শুনিতে তায়।।” “মনের বেদনা মরমের খেলা কহিল সবার কাছে। এক অভিলাষ মনের মানস ইহাই কহিতে আছে।” “কহ না বিচারি,”– কহিল নাগরী চাহিয়া নাগর-পানে। কহিতে লাগিলা […]
keyboard_arrow_right