• এ ধনি না করু পসাহন আন
    এ ধনি না করু পসাহন আন। এতহুঁ নেহারি মুগধ মধুসূদন দিন রজনী নাহি জান।। সিন্দুর তরুণ অরুণ-রুচি-রঞ্জিত ভাল সুধাকর কাঁতি। সো ঘন চিকুর- তিমির ঘন চুম্বিত ইহ অতি অপরূপ ভাতি।। লোচন-যুগল কমল কিয়ে কুবলয় খঞ্জন চারু চকোর। কাজর জালে পড়ত কিয়ে সংশয় ততহি ভ্রমই অলি জোর।। তবহু যে হাসি অধর দরশায়সি অরুণিম কৌমুদী-কাঁতি। মোহিত জনকে […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া
    এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন গোপের নারী। “বড় অদভুত শুনিল বেকত ইহা পরমাদ বড়ি।।” ভাল ভাল বলি বলে গোপীগণ “যাহাই করিবে তুমি। সেই সত্য ফল সেই সে সুদিন কি আর বলিব আমি।।” কেহ বলে–“শুন নাগর মোহন না দেখি না শুনি কানে । রাধারে রাজত্ব দিবে সে বেকত দেখি যে মনের সনে।।” আনন্দ অথির হইয়া […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া
    এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন গোপের নারী। বড় অদভুত শুনিল বেকত ইহা পরমাদ বড়ি।। ভাল ভাল বলি বলে গোপীগণ বাহাই করিবে তুমি। সেই সত্য ফল সেই সে সুদিন কি আর বলিব আমি।। কেহ বলে শুন নাগর মোহন না দেখি না শুনি কাণে। রাধারে রাজত্ব দিব সে বেকত দেখিয়ে মনের সনে।। আনন্দ অথির হইয়া নাগরী […] keyboard_arrow_right
  • এই পরমাদ ব্যথিত হইলা
    এই পরমাদ ব্যথিত হইলা নাগর রসিক রায়। রাই-ভাবে তনু পূরিত হইয়া তাম্বুল নাহিক খায়।। বিসরি সকল পূরব পীরিতি এবে ভেল অভিমান। কহে সুনাগর চতুর-শেখর দূতি যাহ রাধাঠাম।। রাই মানাইয়া আনিবে যতনে তবে সে জীয়ই কান। তুরিত গমন করহ এখন ইহাতে না হয় আন।। বড় অভিমানী রাই বিনোদিনী বসিয়া মাধবী মাঝ। সঙ্কেত-মুরলী ডাকিল সুস্বরে অনেক মানের […] keyboard_arrow_right
  • এই পরমাদ ব্যথিত হইলা
    এই পরমাদ ব্যথিত হইলা নাগর রসিক রায়। রাই ভাবে তনু পূরিত হইয়া তাম্বুল নাহিক খায়।। বিসরি সকল পূরব পীরিতি এবে ভেল অভিমান। কহে সুনাগর চতুর শেখর– “দূতী যাহ রাধা ঠাম।। রাই মানাইয়া আনিবে যতনে তবে সে জীয়ই কান। তুরিত গমন করহ এখন ইহাতে না হয় আন।। বড় অভিমানী রাই বিনোদিনী বসিয়া মাধবী-মাঝ। সঙ্কেতে মুরলী ডাকিল […] keyboard_arrow_right
  • এই মত সব গোপের রমণী
    এই মত সব গোপের রমণী চলিল নাগরী রামা। রাই পাশে গিয়া চলিল ধাইয়া সঙ্কেত বনহি ধামা।। চল চল ধনি রাই প্রেমমণি চল চল যাব বনে। রসের আবেশে কহে নবরামা কহিছে ধনীর স্থানে।। ইথে ধ্বনি আসি রাধার শ্রবণে পশিল যতনে তাই। তরল কথন রমণী অন্তর কহেন সুন্দরী রাই।। পুন শুন শুন ডাকে ঘন ঘন মধুর মুরলী-তান। […] keyboard_arrow_right
  • এই মত সব গোপেরি রমণী
    এই মত সব গোপেরি রমণী চলিল নাগরী রামা। রাই পাশে গিয়া চলিল ধাইয়া সঙ্কেত বনহি ধামা।। “চল চল ধনি রাই প্রেমমণি চল চল যাব বন।” রসের আবেশে কহে নব রামা কহিছে ধনীর স্থানে।। ইথে ধ্বনি আসি রাধার শ্রবণে পশিল যতনে তাই। তরল কথন রমণী-অন্তর কহেন সুন্দরী রাই।। “পুনঃ শুন শুন ডাকে ঘন ঘন মধুর মুরলী […] keyboard_arrow_right
  • এক পরে আছইতে আন ভেল রীত
    এক পরে আছইতে আন ভেল রীত। তনু মন জীবন এক পিরীতি।। কষিল কনক ভেল আন স্বভাব। আছএ আলাপ দেখই নাহি পাব।। এ সখি এ সখি কি বলিব আন। ধিক্ ধিক্ কহইতে আছএ পরাণ।।ধ্রু।। অনিমিখ নয়নে রহত মঝু আগে। অব দূর দরশনে বহু পুণভাগে।। সেবলুঁ সুরতরু ফল দূরে গেল। হাতক রতন কোন্ হরি নেল।। সায়র নিকট […] keyboard_arrow_right
  • একবার চাহ মায়ের পানে
    একবার চাহ মায়ের পানে। কে তোরে যুকতি দিল নিশ্চয় আমারে বল এই সে আছিল তোর মনে।। গোকুলের যত লোক পাইয়া দারুণ শোক তখনি মরিব তুয়াগুণে। ব্রজশিশু যত জনে ভাবিতে তোমার গুণে তারা এবে তেজিব পারণে।। গোঠেমাঠে ধেনু সনে কে আর ফিরিবে বনে কে আর করিবে নানা খেলা। আর না শুনিব বাণী মধুর বচনখানি কে আর […] keyboard_arrow_right
  • একবার চাহ মায়ের পানে
    “একবার চাহ মায়ের পানে। কে তোরে যুকতি দিল নিশ্চয় আমারে বল এই সে আছিল তোর মনে।। গোকুলের যত লোক পাইয়া দারুণ শোক তখনি মরিব তুয়া গুণে। ব্রজশিশু যত জনে ভাবিতে তোমার গুণে তারা এবে তেজিব পরাণে।। গোঠে মাঠে ধেনু সনে কে আর ফিরিবে বনে কে আর করিবে নানা খেলা। আর না শুনিব বাণী মধুর বচনখানি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ