• কুবলয় হাতী ধায় বেগে অতি
    কুবলয় হাতী ধায় বেগে অতি মারিতে এ দুই ভাই। গরজি গরজি দশন ফিরজি দু ভাই চিরিতে যায়।। লটাপটি শুণ্ডে যেন বাহুদণ্ডে প্রচণ্ড প্রতাপভরে। গিয়া সে কানুর ধরল দু বাহু অতি সে নিবিড় সরে।। ধরি করিশুণ্ড দু ভাই প্রচণ্ড উথারি দশন দুই। কুবলয় পায় অতি অনুশয় দশন এই দুই লই।। দেখিল পড়ল কুবলয়-বল কংসের হইল ভয়। […] keyboard_arrow_right
  • কুবলয় হাতী ধায় বেগে অতি
    কুবলয় হাতী ধায় বেগে অতি মারিতে এ দুই ভাই। গরজি গরজি দশন ফিরজি দু’ভাই চিরিতে চায়।। লটাপটি শুণ্ডে যেন বাহুদণ্ডে প্রচণ্ড প্রতাপভরে। গিয়া সে কানুর ধরল দু’ বাহু অতি সে নিবিড় সরে।। ধরি করিশুণ্ড দু’ ভাই প্রচণ্ড উথারি দশন দুই । কুবলয়-পায় অতি অনুশয় দশন এ দুই লই।। দেখিয়া পড়ল কুবলয়-বল কংসের হইল ভয়। স্থির […] keyboard_arrow_right
  • কুসুমিত কাননে কাতর কান
    কুসুমিত কাননে কাতর কান। কামিনি লাগি কত করু অনুমান।। কি করব কহ মোর সুবল সাঙ্গাতি। কলাবতি কাহে অবধি করু আতি।। দারুণ গুরুজন কিয়ে করু রাধা। কিয়ে লাগি মানিনি ভৈ গেল রাধা।। তপনক তাপে কিয়ে চলই না পার। গুরুয়া নিতম্ব পীন কুচযুগ ভার।। স্বজন সহিতে কিয়ে বাড়ল নেহ। ইথে কিয়ে ধনি নাহি তেজল গেহ।। বিপদ সম্পদ […] keyboard_arrow_right
  • কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে
    কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে। কত সুরধনী বহে অরুণ নয়নে।। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়। ধূলায় ধূসর তনু ভূমে গড়ি যায়।। মানে মলিন মুখ কিছুই না ভায়। রজনী দিবস গোরা জাগিয়া গোঙায়।। ক্ষণে চমকিত অঙ্গ ধরণ না যায়। মনোভাব গোরাচাঁদের বাসু ঘোষ গায়।। keyboard_arrow_right
  • কৃষ্ণ হলধর বিমুখ অন্তর
    কৃষ্ণ হলধর বিমুখ অন্তর লাজেতে না সরে বাণী। আন ছলা করি কহেন বচন কেহ সে নাহিক জানি।। উঠ উঠ বলি কহে বসুদেব শুনহ বচন মোর। তোমার নিবিড় পীরিতি আরতি আন কি জানয়ে ওর।। নন্দ যশোমতী স্নেহের পীরিতি কহিতে কহিব কত। এ মহীমণ্ডলে নাহিক গণনা আদর পীরিতি যত।। স্নেহ ভাবে ভাল পাওল সম্পদ তুমি সে পবিত্র […] keyboard_arrow_right
  • কৃষ্ণ হলধর বিমুখ অন্তর
    কৃষ্ণ হলধর বিমুখ অন্তর লাজেতে না সরে বাণী। আন ছলা করি কহেন বচন– “কেহ সে নাহিক জানি।।” “উঠ, উঠ”, –বলি কহে বাসুদেব– “শুনহ বচন মোর। তোমার নিবিড় পীরিতি আরতি আন কি জানয়ে ওর।। নন্দ যশোমতী স্নেহের পীরিতি কহিতে কহিব কত। এ মহীমণ্ডলে নাহিক গণনা আদর পীরিতি যত।। স্নেহভাবে ভাল পাওল সম্পদ্‌ তুমি সে পবিত্র লেখি। […] keyboard_arrow_right
  • কেন না কানুর সনে পিরীতি করিনু
    কেন না কানুর সনে পিরীতি করিনু। না ঘুচে দারুণ নেহা ঝুরিয়া মরিনু।। আর জ্বালা সৈতে নারি কত উঠে তাপ। বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ।। জন্ম হইতে কুল গেল ধর্ম্ম গেল দূরে। নিশি দিশি প্রাণ মোর কানু গুণে ঝুরে।। নিষেধিলে নাহি মানে ধরম বিচার। বুঝিনু পিরীতের হয় স্বতন্ত্র আচার।। করমের দোষ এ জনমে কিবা করে। […] keyboard_arrow_right
  • কেন বা কানুর সনে পীরিতি করিনু
    কেন বা কানুর সনে পীরিতি করিনু। না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিনু।। আর জ্বালা সইতে নারি কত উঠে তাপ। বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ।। জনম হৈতে কুল গেল ধরম গেল দূরে। নিশি দিন মোর মনে কানু লাগি ঝুরে।। নিষেধিলে নাহি মানে ধরম বিচার। বুঝিনু পীরিতের হয় স্বতন্ত্র আচার।। করমের দোষ রে জনমে কিবা করে। […] keyboard_arrow_right
  • কেন বা কানুর সনে পীরিতি করিলুঁ
    কেন বা কানুর সনে পীরিতি করিলুঁ। না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিলুঁ।। আর জ্বালা সইতে নারি কত উঠে তাপ। বচন নিঃসৃত নহে বুকে খাইল সাপ।। জনম হৈতে কুল গেল,ধরম গেল দূরে। নিশি দিন মোর মন কানু লাগি ঝুরে।। নিষেধিলে নাহি মানে ধরম-বিচার। বুঝিলুঁ পীরিতি হয় স্বতন্ত্র আচার।। করম-দোষে জনমে মোর এই ফল ধরে। কহে বড়ু […] keyboard_arrow_right
  • কেনে মান করিনু লো সই
    কেনে মান করিনু লো সই। গোরা গুণনিধি গেল কই।। তেজিলাম যদি বঁধুয়ায়। কেনে প্রাণ নাহি বাহিরায়।। আমি ত তেজিনু গৌরহরি। তোরা কেনে না রাখিলি ধরি।। এবে গেহ দেহ শূন ভেল। গৌর বৈমুখ ভৈ গেল।। এবে কেন মিছা হা হুতাশ। বাসু কহে পূরিবেক আশ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ