• অনুরাগে রাধা বেথিত অন্তরে
    অনুরাগে রাধা বেথিত অন্তরে পাইয়া বিষম জ্বালা। ক্ষেণে কত শত উঠে অনুরথ দেখিয়া কদম্ব-তলা।। সেই সে যমুনা জলকেলি-পথ ঘাটের মাঝারে গিয়া। পূরব পীরিতি যেখানে করিল দেখি পড়ে মূরছিয়া।। যেখানে বসন হরণ করিল রসিক নাগর কান। তা দেখি কিশোরী সকল বিসরি উঠিল দারুণ মান।। যেখানে সঙ্কেত দেখিল বেকত ধরিয়া মাধবীডাল। বিষম বিরহ তাহে উপজিল নয়নে বহয়ে […] keyboard_arrow_right
  • অনুরাগে রাধা বেথিত অন্তরে
    অনুরাগে রাধা বেথিত অন্তরে পাইয়া বিষম জ্বালা। ক্ষেণে কত শত উঠে অনুরথ দেখিয়া কদম্বতলা।। সেই সে যমুনা জল-কেলিপথ ঘাটের মাঝারে গিয়া। পূরব পীরিতি যেখানে করিল দেখি পড়ে মূরছিয়া।। যেখানে বসন হরণ করিল রসিক নাগর কান। তা দেখি কিশোরী সকল বিসরি উঠিল দারুণ মান।। যেখানে সঙ্কেত দেখিল বেকত ধরিয়া মাধবী-ডাল। বিষম বিরহ তাহে উপজিল নয়নে বহয়ে […] keyboard_arrow_right
  • অনেক সাধের পরাণ-বঁধুয়া
    “অনেক সাধের পরাণ-বঁধুয়া নয়ানে লুকায়ে থোব। প্রেম-চিন্তামণির শোভা গাঁথিয়া হিয়ার মাঝারে লব।। তুমি হেন ধন দিয়াছি যৌবন কিনেছি বিশাখা জানে। কিবা ধনে আর অধিকার কার এ বড় গৌরব মনে।। বাড়িতে বাড়িতে ফল না বাড়িতে গগনে চড়ালে মোরে। গগন হইতে ভূমে না ফেলাও এই নিবেদন তোরে।। এই নিবেদন গলায় বসন দিয়া কহি শ্যাম-পায়।” চণ্ডীদাস কয়– “জীবন-মরণে […] keyboard_arrow_right
  • অনেক সাধের পরাণ-বঁধুয়া
    অনেক সাধের পরাণ-বঁধুয়া নয়ানে লুকায়ে থোব। প্রেম-চিন্তামণির শোভা গাঁথিয়া হিয়ার মাঝারে লব।। তুমি হেন ধন দিয়াছি যৌবন কিনেছি বিশাখা জানে। কিনা ধনে আর অধিকার কার এ বড় গৌরব মনে।। বাড়িতে বাড়িতে ফল না বাড়িতে গগনে চড়ালে মোরে। গগন হইতে ভূমে না ফেলাও এই নিবেদন তোরে।। এই নিবেদন গলায় বসন দিয়া কহি শ্যাম পায়। চণ্ডীদাস কয় […] keyboard_arrow_right
  • অপরূপ মোহন শ্যাম
    অপরূপ মোহন শ্যাম। কিশোর বয়স অনুপাম।। সভাজন মাঝে বৈঠল দোন ভাই। সকল সভাজন চীত চোরাই।। হেরইতে অধিক অধিক পরকাশ। চাঁদবদনে কত মধুরিম হাস।। নয়ন যুগল নীল কমল সমান। হেরইতে যুবতিক অখির পরাণ।। তিলক বিরাজিত ভাঙ-বিভঙ্গ। ফুলধনু করে লেই মুরছে অনঙ্গ।। নিতি নিতি ঐছন করত বিলাস । এক মুখে কি কহিব গোবিন্দদাস। keyboard_arrow_right
  • অপরূপ তুয়া মুরলি ধ্বনি
    অপরূপ তুয়া মুরলি ধ্বনি। লালসা বাড়ল শবদ শুনি।। কিরূপে এরূপ দেখিয়া সেহ। উদবেগে ধনি না ধরে দেহ।। জাগিয়া জাগিয়া হইল খীন। অসিত চান্দের উদয় দিন।। জড়িত হৃদয় ঝরয়ে স্বেদ। অতি বেয়াকুল করেয় খেদ।। পাণ্ডুর বরণ বিয়াধি-বাধা। মুরছি নিশ্বাস হরল রাধা।। অব যদি তুহুঁ মিলহ তায়। গোকুল-মঙ্গল সভাই গায়।। জ্ঞানদাস কহে শুনহে শ্যাম। জীবন-ঔখদ তোহারি নাম।। keyboard_arrow_right
  • অবলা কি জানি গুণ ধরে
    অবলা কি জানি গুণ ধরে। রসিকমুকুটমণি নাগর হইয়া গো এত না আদর কেনে করে।।ধ্রু।। মোর অঙ্গসঙ্গ আশে লালসা পাইয়া বৈসে রসে পহুঁ বোলে জিলুঁ জিলুঁ। নিজ অনুগত জনে গণিয়া রাখিহ মনে এ তনু তোমারে দিলুঁ দিলুঁ।। আউলাঞা কবরীভার বেশ করে বারে বার বসন পরায় কুতূহলে। বসাঞা আপন উরে নূপুর পরায় মোরে চরণ পরশে কর-তলে।। বঁধুয়া […] keyboard_arrow_right
  • অরুণ নয়নে ধারা বহে
    অরুণ নয়নে ধারা বহে। অবনত মাথে গোরা রহে।। ছায়া দেখি চমকিত মনে। ভূমে গড়ি যায় ক্ষণে ক্ষণে।। কমলপল্লব বিছাইয়া। রহে পহুঁ ধেয়ান করিয়া।। বিরলে বসিয়া একেশ্বরে। বাসকসজ্জার ভাব করে।। বাসুদেব ঘোষ তা দেখিয়া। বোলে কিছু চরণে ধরিয়া।। keyboard_arrow_right
  • আচার্য্য মন্দিরে ভিক্ষা করিয়া চৈতন্য
    আচার্য্য মন্দিরে ভিক্ষা করিয়া চৈতন্য। পতিত পাতকী দুখী করিলেন ধন্য।। চন্দনে শোভিত অঙ্গ অরুণ বসন। সংকীর্ত্তন মাঝে নাচে অদ্বৈতজীবন।। মুকুন্দ মাধবানন্দ গায় উচ্চস্বরে। নিতাই চৈতন্য নাচে অদ্বৈত মন্দিরে।। আচার্য্য গোসাঞি নাচে দিয়া করতালি। চির দিনে মোর ঘরে গোরা বনমালী।। কহয়ে নয়নানন্দ গদাধরের পাছে। কিবা ছিল কিবা হৈল আর কিবা আছে।। keyboard_arrow_right
  • আজু কি আনন্দ ভেল প্রথম মিলনে
    আজু কি আনন্দ ভেল প্রথম মিলনে। তিলে তিলে কত অভিলাষ উঠে মনে।। কত না মিনতি করি ধরি ধনী পায়। হিয়ার মাঝারে রাখি চাঁদমুখ চায়।। অধরে অধর দিতে অবশ হইল। রাই কোলে করি কানু অঙ্গ গড়াইল।। নিকুঞ্জমন্দিরে কিবা শয়নমাধুরী। নরহরি ইহা কি দেখিব আঁখি ভরি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ