না জানে পীরিতি যারা নাহি পায় তাপ। পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।। সই, পীরিতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহি যে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচন-জ্বালা । কত বা সহিবে দুখ পরাধীন বালা।। পীরিতি বেয়াধি যদি অন্তরে সামাইল। ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে মরণ করে লউক শমন।।
keyboard_arrow_right