• নয়ন-পুতলী রাধা মোর
    নয়ন-পুতলী রাধা মোর। হিয়া মাঝে রাধিকা উজোর।। আগে মোর রাধিকা রঙ্গিণী। পিছে রাধা মন-বিমোহিনী।। ডাহিনেতে রহ রাধা মোর। বামে রাধা দেখি হোই ভোর।। খিতিতল দেখোঁ রাধাময়। গগনেতে রাধিক-উদয়।। এ যদুনন্দন মনে জাগে। কি না করে নব-অনুরাগে।। keyboard_arrow_right
  • না কহ না কহ সখি না কহিও আর
    না কহ না কহ সখি না কহিও আর। সকল ছাড়িয়া যারে সার করিয়াছি গো সে ত না হইল আপনার ।।ধ্রু।। কুল শীল তেয়াগিয়া যার নাম ধেয়াইয়া জাগি নিশি বসিয়া কাননে। সে জন আমারে ছাড়ি আনে বিলসয়ে গো এত কিয়ে সহয়ে পরাণে।। আমি ত অবলা জাতি আর তাহে কুলবতী আমরা কি প্রেম অনুরাগী। কত প্রেমবতী সনে […] keyboard_arrow_right
  • না গুণিয়ে আপনার দুখ
    না গুণিয়ে আপনার দুখ। কথি রহু নাহ কুশলে যদি থাকই তবহুঁ হৃদয়ে মঝু সুখ।।ধ্রু।। ঐছন আদর- বাদর নাগর পাছে না পায়ই আন। কি জানি কোমলতনু দুরবল হোয়ই ইথে লাগি বিদরে পরাণ।। ভবনে যশোমতি আদরে সিঞ্চই রঙ্গি সখাগণ সঙ্গে। কুঞ্জে সখীগণ কতহুঁ সমাদরে সিঞ্চই শ্যাম সুঅঙ্গে।। একে মধুপুর ক্রূর সব জনমন কি রসে রিঝায়ব শ্যাম। নীলাম্বর […] keyboard_arrow_right
  • না জানি কি জানি মোর ভেল
    না জানি কি জানি মোর ভেল। ভাবিতে গৌরাঙ্গ গুণ তনু মোর গেল।। গোরাগুণ সোঙরিয়া কাঁদে বৃক্ষলতা। গুণ সোঙারিয়া কাঁদে বনের দেবতা।। গোরা গুণ সোঙরিয়া গলয়ে পাথরে। গুণ সোঙারিয়া কেহ নাহি রয় ঘরে।। বাসুদেব ঘোষ গুণ সোঙারিয়া কাঁদে। পশু পাখী কাঁদে গুণে স্থির নাহি বাঁধে।। keyboard_arrow_right
  • না জানে পিরীতি যারা নাহি পায় তাপ
    না জানে পিরীতি যারা নাহি পায় তাপ। পরবশ পিরীতি আঁধার ঘরে সাপ।। সই পিরীতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহিতে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচন জ্বালা। কত না সহিব দুখ পরাধিনী বালা।। পিরীতি বেয়াধি যদি অন্তরে সাম্ভাইল। ঔষধ খাইতে তবে পরাণ জরি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে এ মন করে লউক শমন।। keyboard_arrow_right
  • না জানে পীরিতি যারা নাহি পায় তাপ
    না জানে পীরিতি যারা নাহি পায় তাপ। পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।। সই, পীরিতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহি যে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচন-জ্বালা । কত বা সহিবে দুখ পরাধীন বালা।। পীরিতি বেয়াধি যদি অন্তরে সামাইল। ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে মরণ করে লউক শমন।। keyboard_arrow_right
  • না জানে পীরিতি যারা নাহি পায় তাপ
    না জানে পীরিতি যারা নাহি পায় তাপ। পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।। সই,পীরিতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহি যে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচনজ্বালা। কত বা সহিবে দুখ পরাধীন বালা।। পীরিতি-বেয়াধি যদি অন্তরে সামাইল। ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে মরণ করে লউক শমন।। keyboard_arrow_right
  • না দেখিয়ে রথ আর না দেখিয়ে ধূল
    না দেখিয়ে রথ আর না দেখিয়ে ধূল। নিচয়ে জানিলুঁ মোহে বিধি প্রতিকূল।। কহি ভেল মুরছিত রাই ভূমিতলে। শ্বাস-রহিত দেখি সখি করু কোলে।। উচ-সরে কান্দি কহে ওহে রাই প্রাণ। শ্রবণে ঐছে কোই কহে ঘনশ্যাম।। কোই কোই করতহিঁ হৃদি শির ঘাত। কোই কোই কহ কিয়ে বজর নিপাত।। তৈখনে যৈছন বিরহ-সম্বাদ। রাধামোহন পহু রস-মরিযাদ।। keyboard_arrow_right
  • না বুঝিএ অন্তর কোপে নিরন্তর
    না বুঝিএ অন্তর কোপে নিরন্তর বচন না সঞ্চরু বয়ানে। সহজই কোঙলি মলিনি ভেল অতিশয় ধারা শত ঝরু নয়ানে।। মাধব রাধা পরবোধ না ভেল। কতএ বিচারি চরণ ধরি বোললুঁ তবহুঁ উতরে নাহি দেল।।ধ্রু।। সঘন নিশাস উদাসল কুন্তল আকুল পুন পুন গোরি। কনক মুকুর নিয়ড়ে জনু মরকত ঐছন ভেলি কত বেরি।। এক কর মুঠি বান্ধি মুখ মুদল […] keyboard_arrow_right
  • না যাইও যমুনাজলে তরুয়া কদমতলে
    না যাইও যমুনাজলে তরুয়া কদম্বতলে চিকণকালা করিয়াছে থানা। নব জলধর রূপ মুনি মন মোহে গো তেঞি জলে যেতে করি মানা।। ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহয়ে মদন জিতি চাঁদ জিতি মলয়জ ভালে। ভুবনবিজয়ী মালা মেঘে সৌদামিনী কলা শোভা করে শ্যামচাঁদের গলে।। নয়নকটাশক্ষ বাণে হিয়ার ভিতরে হানে আর তাহে মুরলীর তান। শুনিয়া মুরলী গান ধৈরজ না ধরে প্রাণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ