• না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে
    না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে চিকণকালা করিয়াছে থানা। নবজলধর রূপ মুনির মন মোহে গো, তেঁই জলে যেতে করি মানা।। ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহিয়া মদন জিতি চাঁদ জিতি মলয়জ ভালে। ভুবনবিজয়ী মালা মেঘে সৌদামিনী কলা শোভা করে শ্যাম-চাঁদের গলে।। নয়ান কটাক্ষ ছাঁদে হিয়ার ভিতরে হানে আর তাহে মুরলীর তান। শুনিয়া মুরলীর গান ধৈরজ না ধরে […] keyboard_arrow_right
  • নাগর পাইয়া নাগরী সকল
    নাগর পাইয়া নাগরী সকল সুখের নাহিক ওর। যেন বা কে ধন পাইয়া তেমন বঁধূয়া করিল কোর।। নয়নের তারী খসিয়া গেছিল আসিয়া বসিল পুনঃ। জল ছাড়া হয়ে শফরী বিকল সে জল পাইল হেন।। যেমন চাঁদের রসের বিহনে চকোর অবশ হয়ে। রস পেয়ে যেন পরাণে জিয়ল তেন সে শ্যামেরে পেয়ে।। যেন মেঘরস লাগিয়া চাতক পিয়াসে পিঙ সে […] keyboard_arrow_right
  • নাগর পাইয়া নাগরীসকল
    নাগর পাইয়া নাগরীসকল সুখের নাহিক ওর। যেন বা কে ধন পাইয়া তেমন বঁধুয়া করিল কোর।। নয়নের তারা খসিয়া গেছিল আসিয়া বসিল পুনঃ। জল ছাড়া হয়ে শফরী বিকল সে জল পাইল হেন।। যেমন চাঁদের রসের বিহনে চকোর অবশ হয়ে। রস পেয়ে যেন পরাণে জিয়ল তেন সে শ্যামেরে পেয়ে।। যেন মেঘরস লাগিয়া চাতক পিয়াসে পিউ সে পিউ। […] keyboard_arrow_right
  • নাগর-কোরে ভোরি বর-নাগরি
    নাগর-কোরে ভোরি বর-নাগরি অনিমিখ হরিমুখ চাই। দারুণ বিধি যব নিমিখ ঘটাওল বিরহ বেয়াকুলি রাই।। হরি হরি কি কহব প্রেমতরঙ্গ। নাগর-কোরে বৈঠি ধনি কহতহিঁ কবে হব শ্যামর সঙ্গ।। সো মুখচান্দ ছান্দ কিএ হেরব মধুরিম হাস বিকাশ। পুন কিএ কুঞ্জ- শেজ পর বৈঠব বিদগধ নাগর পাশ।। সদয় হৃদয় বিধি দেওল রসনিধি কোনে চোরাওল মোর। দীনবন্ধু কহে ধনি […] keyboard_arrow_right
  • নাগরি নাগর রাই রসরাজে
    নাগরি নাগর রাই রসরাজে। রঙ্গে মিলল দুহুঁ মণ্ডলিমাঝে।। অতি রসে পুলকিত অঙ্গ। উপজত কত কত মদনতরঙ্গ।। বিগলিত কেশ বেশ ভেল ভঙ্গ। রতিরস আবেশে বাঢ়ল দুহুঁ রঙ্গ।। রাসে রসিকবর বিলসই রাধা। গৌর আধ তনু শ্যামর আধা।। দুহুঁ সুখে আপনে নাহি রস ওর। হেম মরকত জনু লাগল জোড়।। ভুজে ভুজে বেঢ়ি অধররস নেল। দুহু মুখচান্দে দুহু চুম্বন […] keyboard_arrow_right
  • নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি
    নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি মাএর সুখে ডাঁড়াইল। করতলে কর জুড়ি মলিন বদন করি গদ গদ কহিতে লাগিল।। জননি গো নাচিঞা চরণ হল্য ভারি। এই না ক্ষুধার বেলা খস্যা পড়ে পীত ধরা আর আমি নাচিতে না পারি।। ক্ষীর সর দেহ যদি তবে নাচি নিরবধি ঘন ঘন চরণ তুলিঞা। ঝুনুর ঝুনুর স্বর বাজিবে নূপুর মোর […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ-মন্দিরে রাই প্রবেশিলা রঙ্গে
    নিকুঞ্জ-মন্দিরে রাই প্রবেশিলা রঙ্গে। আপনার বরণ দেখয়ে শ্যাম-অঙ্গে।। আন রমণী বলি নিবারল দীঠ। ফিরিয়া চলিলা ধনী শ্যাম করি পীঠ।। আকুল গোকুলচাঁদ পসারিয়া বাহু। শরদের চাঁদ যেন গরাসয়ে রাহু।। দরশে বিরস কেন কিয়ে অপরাধ। চান্দ বিনে চকোর না জিয়ে তিল আধ বলরাম দাস কহে শুন বিনোদিনি। শ্যাম-অঙ্গ কত কোটি দরপণ জিনি।। keyboard_arrow_right
  • নিজ মন্দির তেজি চললি বররঙ্গিনী
    নিজ মন্দির তেজি চললি বররঙ্গিনী নন্দ-মহল গেহ যাই। ঝলমল করত অঙ্গমণিভূষণ বদনকিরণ তাহ ছাই।। যশোমতি নিরখি আনন্দ। কত কত চাঁদ চরণে পড়ি কান্দয়ে মনমথে লাগল ধন্দ।। সুবাসিত অন্ন ব্যঞ্জন অতি সুমধুর পাক কয়ল তহিঁ গোই। নিতি নিতি ঐছন করত গতাগতি লখই না পারই কোই।। চন্দন ঘোরি কুঙ্কুম তহিঁ রাখল কর্পূর তাম্বূল মুখ-রাস। সুবাসিত বারি ঝারি […] keyboard_arrow_right
  • নিজ-মন্দিরে ধনি বৈঠলি বিরহিনি
    নিজ-মন্দিরে ধনি বৈঠলি বিরহিনি প্রিয়-সহচরি-মুখ চাহি। যাঁহা যদুনন্দন করত গোচারণ তুরিতে গমন করু তাঁহি।। সজনী খনিক বিলম্ব জনি। সহচরি-হাত মাথে ধরি সুন্দরি বোলত মধুরিম বাণি।। বংশীবট-তট কদম্ব নীকট খোঁজবি ধীর সমীর। সঙ্কেত কেলি নিকুঞ্জ কুসুম বন সুশিতল কুণ্ডক তীর।। কালিন্দি-পুলিন সঘন বৃন্দাবন নিধুবনে কেলিবিলাস। কুঞ্জ নিকুঞ্জ-বন গোবর্দ্ধন কানন সঙ্গে চলু গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • নিজগণ সঙ্গে রঙ্গে কত ধায়ত
    নিজগণ সঙ্গে রঙ্গে কত ধায়ত আর কত কুলবতী নারী। জয় জয়কার করত নব নব বধূগণ কনক কুম্ভ ভরি বারি।। আনন্দ কো করু ওর। কুলবতী চড়ি অট্টালিকা উপরি হেরইতে লুবধ চকোর।। নয়নে নয়নে কতহুঁ রস উপজল দুহুঁ মন হইল ভোর। প্রেম রতন ধন দুহেঁ দুহুঁ পায়ল দুহঁ মন দুহুঁ করু চোর।। চলইতে চরণ অথির নন্দ-নন্দন শীতল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ