• পুলক মুকুল ভরু অঙ্গে
    পুলক মুকুল ভরু অঙ্গে। ডগমগ প্রেম তরঙ্গে।। খেনে উঠে খেনে পুন বৈসে। জ্বর জ্বর রসের আবেশে।। নাচে গৌরাঙ্গ প্রেম মণি। দীন হীন কৈল প্রেম ধনী।। স্বেদ কম্পে তনু নহ থির। ঘন ঘন গরজে গভীর।। প্রেম ভরে ঢলি ঢলি চলে। খেনে রহি হরি হরি বোলে।। কিয়ে অপরূপ ক্ষিতিতলে। গোপীপতি পতিতের কোলে।। প্রেম রসে জগজন ভাসে। বঞ্চিত […] keyboard_arrow_right
  • পুলকে পূরল তনু নিজ গুণ শুনি
    পুলকে পূরল তনু নিজ গুণ শুনি। প্রেমে অঙ্গ গরগর লোটায় ধরণী।। খেণে নরহরিঅঙ্গে অঙ্গ হেলাইয়া। গদাধরমুখ হেরি পড়ে মুরছিয়া।। খেণে মালশাট মারে খেণে বলে হরি। রাধা রাধা বলি কান্দে ফুকরি ফুকরি।। ললিতা বিশাখা বলি ছাড়য়ে নিশাসা। ধৈরজ ধরিতে নারে গোবিন্দদাসা।। keyboard_arrow_right
  • পূর্ব্বে যেই গোপীনাথ শ্রীমতী রাধিকা সাথ
    পূর্ব্বে যেই গোপীনাথ শ্রীমতী রাধিকা সাথ সে সুখ ভাবিয়া এবে দীন। ছযে করে মুরলী বায় দণ্ড কমণ্ডলু তায় কটিতটে এ ডোর কৌপীন।। অধরে মুরলী পূরি ব্রজবধূর মন চুরি করি সুখ বাড়য়ে তাহার। নয়নকটাক্ষবাণে মরমে পশিয়া হানে সে মারণে বহে অশ্রুধার।। যমুনার বনে বনে গোধন রাখাল সনে নটবেশে বিজয়ী বাথানে। নাহি জানি সেহ এবে কি জানি […] keyboard_arrow_right
  • প্রভাতে জাগিল গৌরচাঁদ
    প্রভাতে জাগিল গৌরচাঁদ। হেরই সকলে আনহি ছাঁদ।। ঘুমে ঢুলু ঢুলু নয়ন রাতা। আলসে ঈষৎ মুদিত পাতা।। আঙ্গুলি মুড়িয়া মোড়য়ে তনু। যৈছন অতনু কনক-ধনু।। দেখিতে আওল ভকতগণে। মিলিল বিহানে হরিষ মনে।। মুখ পাখালিয়া গৌরহরি। বৈসে নিজগণ চৌদিকে বেড়ি।। নদীয়ানগরে হেন বিলাস। যদুনাথ দেখে সদাই পাশ।। keyboard_arrow_right
  • প্রিয়সখি নিকটে যাই কহে দ্রুতগতি
    প্রিয়সখি নিকটে যাই কহে দ্রুতগতি শুন ধনি চতুরিণি রাধে। চন্দ্রাবলি সঞে কানু রজনি আজু কামে পুরায়ল সাধে।। ঐছন শুনইতে বাত। অরুণিত লোচন গরগর অন্তর রোখে পুরল সব গাত।।ধ্রু।। আপনক কামে কামি যেই কামিনী রসিক মরম নাহি জান। সে মঝু বিদগধ নাহক বলে ছলে কতনা কয়ল অপমান।। চঞ্চল মনহি থীর নাহি হোয়ত কামে লুবধচিত কান। ঐছন […] keyboard_arrow_right
  • বদন চাঁন্দ কোন কুন্দারে কুন্দিলে গো
    বদন চাঁন্দ কোন কুন্দারে কুন্দিলে গো কে না কুন্দিলে দুই আঁখি। দেখিতে দেখিতে মোর পরাণ যেমন করে সেই সে পরাণ তার সাখী।। রতন কাড়িয়া অতি যতন করিয়া গো কে না গঢ়িয়া দিল কানে। মনের সহিতে মোর এ পাঁচ পরাণি গো যোগী হবে উহারি ধেয়ানে।। অমিয়া মধুর বোল সুখা খানি খানি গো হাতের উপর নাহি পাঙ। […] keyboard_arrow_right
  • বঁধু তুমি সে আমার প্রাণ
    “বঁধু তুমি সে আমার প্রাণ। দেহ মন আদি তোহারে সঁপেছি কুল শীল জাতি মান।। অখিলের নাথ তুমি সে কালিয়া যোগীর অরাধ্য ধন। গোপ গোয়ালিনী হাম অতি হীনা না জানি ভজন পূজন।। পীরিতি রসেতে ঢালি তনু মন দিয়াছি তোমার পায়। তুমি মোর পতি তুমি মোর গতি মন নাহি আন ভায়।। কলঙ্কী বলিয়া ডাকে সব লোকে তাহাতে […] keyboard_arrow_right
  • বঁধু কি আর বলিব আমি
    বঁধু, কি আর বলিব আমি। মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হৈও তুমি।। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া একমন হৈয়া নিশ্চয় হইলাম দাসী।। ভাবিয়া ছিলাম এ তিন ভুবনে আর মোর কেহ আছে। রাধা বলি কেহ শুধাইতে নাই দাঁড়াব কাহার কাছে।। এ কুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। শীতল বলিয়া শরণ […] keyboard_arrow_right
  • বঁধু কি আর বলিব আমি
    বঁধু, কি আর বলিব আমি। যে মোর ভরম ধরম করম সকলি জান হে তুমি।। যে তোর করুণা না জানি আপনা আনন্দে ভাসি যে নিতি। তোমার আদরে সবে স্নেহ করে বুঝিতে না পারি রীতি।। মায়ের যেমন বাপার তেমন তেমতি বরজ পুরে। সখীর আদরে পরাণ বিদরে সে সব গোচর তোরে।। সতী বা অসতী তোহে মোর মতি তোহারি […] keyboard_arrow_right
  • বঁধু কি আর বলিব তোরে
    বঁধু, কি আর বলিব তোরে। অলপ বয়সে পীরিতি করিয়া রহিতে না দিলি ঘরে।। কামনা করিয়া সাগরে মরিব সাধিব মনের সাধা। মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে করিব রাধা।। পীরিতি করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্বতলে। ত্রিভঙ্গ হইয়া মুরলী বাজাব যখন যাইবে জলে।। মুরলী শুনিয়া মোহিত হইবা সহজ কুলের বালা। চণ্ডীদাস কয় তখনি জানিবে পীরিতি কেমন জ্বালা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ