• মদনোহন তনু গৌরাঙ্গ সুন্দর
    মদনোহন তনু গৌরাঙ্গ সুন্দর। ললাটে তিলক শোভে উর্দ্ধে মনোহর।। ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল। প্রাকৃত নয়ন দুই পরম চঞ্চল।। শুভ্র যজ্ঞসূত্র রহে বেঢ়িয়া শরীরে। সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলেবরে। অধরেতে মৃদু হাস শ্রীভূজ তুলিয়া। পুরুবের নিকুঞ্জ লীলা মনেতে পড়িলা।। গদাধরের সঙ্গে গৌর আনন্দে বিভোর। হেরিয়া ভকতগণ সুখের নাহি ওর।। গৌর গদাধরের কেলিবিলাস। দূরহি নেহারত গোবিন্দ […] keyboard_arrow_right
  • মধু-ঋতু রজনি উজোরল হিমকর
    মধু-ঋতু রজনি উজোরল হিমকর মলয়-সমীরণ মন্দ। কানু-আশোয়াসে চপল মনোভবে মনহি বিথারল ধন্দ।। সজনি পুন জনি সম্বাদহ কান। কালিন্দি-কুলে অবহুঁ বিরহানলে তেজব দগধ পরাণ।। কিশলয়-দহন- শেজ অব সাজহ আহুতি চন্দন-পঙ্কা। দ্বিজ-কুল-নাদ- মন্ত্রে তনু জারব দুরে যাউ প্রেম-কলঙ্কা।। চীত-রতন মঝু কানু পাশে রহু অবহুঁ না মীলল যোই। গোবিন্দদাস কহই ধনি বিরমহ আপহিঁ মীলব সোই।। keyboard_arrow_right
  • মধু-ঋতু-যামিনি সুরধুনি-তীর
    মধু-ঋতু-যামিনি সুরধুনি-তীর। উজোর সুধাকর মলয় সমীর।। সহচর সঙ্গে গৌর নট-রাজ। বিহরয়ে নিরুপম কীর্ত্তন মাঝ।। খোল করতাল-ধ্বনি নটন-হিলোল। ভুজ তুলি ঘন ঘন হরি হরি বোল।। নরহরি গদাধর বিহরই সঙ্গ। নাচত গাওত কতহুঁ বিভঙ্গ।। কোকিল মধুকর পঞ্চম ভাষ। বলরাম দাস পহুঁ করয়ে বিলাস।। keyboard_arrow_right
  • মধুঋতু যামিনি সুরধূনিতীর
    মধুঋতু যামিনি সুরধূনিতীর। উজোর সুধাকর মলয়সমীর।। সহচর সঙ্গে গৌর নটরাজ। বিহরয়ে নিরুপম কীর্ত্তন মাঝ।। খোলকরতালধ্বনি নটন হিলোল। ভুজ তুলি ঘন ঘন হরি হরি বোল।। নরহরি গদাধর বিহরই সঙ্গ। নাচত গাওত কতহুঁ বিভঙ্গ।। কোকিল মধুকর পঞ্চম ভাষ। নয়াননন্দ-পহুঁ করয়ে বিলাস।। keyboard_arrow_right
  • মধুঋতু রজনি উজোরল হিমকর
    মধুঋতু রজনি উজোরল হিমকর মলয় সমীরণ মন্দ। কানু আশোয়াশে চপল মনমথ মনহি বিথারল ধন্দ।। সজনি পুন জনি সম্বাদহ কান। কালিন্দি কূলে অবহু বিরহানলে তেজব দগধ পরাণ।। কিশলয় দহন- শেজ অব সাজহ আহুতি চন্দনপঙ্কা। দ্বিজকুল নাদ- মন্ত্রে তনু জারব দুরে যাউ প্রেমকলঙ্কা।। চীতরতন মঝু কানু পাশে রহু অবহুঁ না মীলল যোই। গোবিন্দদাসিয়া কহই ধনি বিরমহ আপহি […] keyboard_arrow_right
  • মধুপুর নারী হাসি কহত ফেরি
    মধুপুর নারী হাসি কহত ফেরি গোকুল গোপ গোঙারি।। সপ্তম দ্বার- পার যাঁহা বৈঠত তাঁহা কাহা যাওবি নারি।। ব্রজপুর দূতী বাত কহত ফেরি সোই ভকতি ভগবান্‌। ব্রজপুর নাম শ্রবণে যব শুনব তেজব রাজ-বিছান।। হাহা নাগর গোপী-জীবন -ধন দূতী ডাকত উভরায়। হৃদয়ক নাথ বাত শুনি কাতর তুরিতহি দূতী আগে ধায়।। দূতীক বদন হেরি কহতহি বেরি বেরি তুয়া […] keyboard_arrow_right
  • মধুপুর পন্থিক বিনয় করু তোয়
    মধুপুর পন্থিক বিনয় করু তোয়। মাধবে মিনতি জনায়বি মোয়।। কালি দমন করি ঘুচায়ল তাপ। পুনরপি কালিন্দি অনল সন্তাপ।। অব সব বিখ সম ভৈগেল নারি। গরলে ভরল অঙ্গ অব দুই চারি।। দিনে দিনে যুবতী তনু অবশেষ। গোপাল দাস দশমি পরবেশ।। keyboard_arrow_right
  • মন-চোরার বাঁশী বাজিও ধীরে ধীরে
    মন-চোরার বাঁশী বাজিও ধীরে ধীরে। আকুল করিল তোমার সুমধুর স্বরে।।ধ্রু।। আমরা কুলের নারী হই গুরুজনার মাঝে রই না বাজিও খলের বদনে। আমার বচন রাখ নীরব হইয়া থাক না বধিও অবলার প্রাণে।। যেবা ছিল কুলাচার সে গেল যমুনার পার কেবল তোমার এই ডাকে। যে আছে নিলাজ প্রাণ শুনিয়া তোমার গান পথে যাইতে থাকে বা না থাকে।। […] keyboard_arrow_right
  • মরকত মণি জিনি চিকন বরণখানি
    মরকত মণি জিনি চিকন বরণখানি কে ধূলা দিঞাছে শ্যাম অঙ্গে। বিহানে পরের ঘরে গেছিলে কিসের তরে বিবাদ করিলে কার সঙ্গে।। বাছা তোমার নিছনি লইঞা মরি। দুটি নয়নের তারা তিলে তিলে হই হারা এত দুখ সহিতে কি পারি।। ছল ছল দুটি আঁখি পরাণ কান্দয়ে দেখি কে তোর করিলে অপমান। তোমার মলিন মুখ দেখিঞা বিদরে বুক বল […] keyboard_arrow_right
  • মরিব মরিব সই নিচয়ে মরিব
    মরিব মরিব সই নিচয়ে মরিব। পিয়ার বিচ্ছেদ আর সহিতে নারিব।। জনমে জনমে হউ সে পিয়া আমার। বিধি পায়ে মাগো মুঞি এই বর সার।। হিয়ার মাঝারে মোর রহি গেল দুখ। মরণ সময়ে পিয়ার না দেখিলুঁ মুখ।। গোবিন্দদাসিয়া কয় চরণেতে ধরি। এখনি আনিয়া দিব তোমার প্রাণের হরি। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ