• যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া
    যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া। তবধরি আহার ছাড়িল বিষ্ণুপ্রিয়া।। দিবা নিশি পিয়ে গোরানাম সুধাখানি। কুভু শচীর অবশেষে রাখয়ে পরাণি।। বদন তুলিয়া কার মুখ নাহি দেখে। দুই এক সহচরী কভু কাছে থাকে।। হেন মতে নিবসয়ে প্রভুর ঘরণী। গৌরাঙ্গ বিরহে কান্দে দিবস রজনী।। প্রবোধ করয়ে কেহো কহি তার কথা। প্রেমদাস হৃদয়ে রহিয়া গেল বেথা।। keyboard_arrow_right
  • রতন মন্দির মাহা বৈঠলি সুন্দরি
    রতন মন্দির মাহা বৈঠলি সুন্দরি সখি সঞে রস পরথায়। হসইতে খসয়ে কত যে মণি মোতিম দশন-কিরণ অব ছায়া।। শুন সজনি কহইতে না রহে লাজ। সো বর নারি হামারি মন-বারণ বান্ধলি কুচ-গিরি মাঝ।। মঝু মুখ হেরি ভরম ভরে সুন্দরি ঝাঁপ ঝাঁপল দেহা। কুটিল কটাখ- বিশিখে তনু জরজর জীবনে না বান্ধই থেহা।। করে কর জোরি মোরি তনু-বল্লরি […] keyboard_arrow_right
  • রতনমঞ্জরী যতন করি
    রতনমঞ্জরী যতন করি। রতন আসন পাতল সারি।। সুগন্ধি সলিলে পূরিয়া ঝারি। আসন নিকটে রাখল ধরি।। লবঙ্গমঞ্জরী লাড়ুর থালা। আনিয়া ধরিল দুধের বেলা।। দধি কদলক আচার যত। পৃথক করিয়া রাখল কত।। আসিয়া আসনে বসিলা রাধা। দেখিতে মনের পূরল সাধা।। কানু অবশেষে পরশ পাই। অমিয়া সাগরে সাঁতারে রাই।। পুলকে পূরল রাইক তনু। পিয়ারস-মধু পায়ল জনু।। অধর অথির […] keyboard_arrow_right
  • রাই তুমি সে আমার গতি
    রাই, তুমি সে আমার গতি। তোমার কারণে রসতত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি।। নিশি দিশি বসি গীত আলাপনে মুরলী লইয়া করে। যমুনা-সিনানে তোমার কারণে বসি থাকি তার তীরে।। তোমার রূপের মাধুরী দেখিতে কদম্ব-তলাতে থাকি। শুনহ কিশোরি চারি দেখি হেরি যেমত চাতক পাখী।। তব রূপ গুণ মধুর মাধুরী সদাই ভাবনা মোর। করি অনুমান সদা করি গান তব […] keyboard_arrow_right
  • রাই রাই নাম আর সব আন
    রাই রাই নাম আর সব আন চিবুকে মুরলী দিয়া। রাধা নাম দুটি আঁখর জপিছে কোথা হে রসের প্রিয়া।। ক্ষেণে রাধারূপ ধেয়ান করয়ে অন্তরে ও রূপ দেখি। ক্ষেণেক নিশ্বাসে অতি সে হুতাশে রাধা নাম তাহে লিখি।। মুদিত নয়ন সদা রাধা নাম গাইয়া আপন মনে। ত্যজল সকল বেশ পরিপাটী রহই একটি ধ্যানে।। করের অঙ্গুলি জপি কত বেরি […] keyboard_arrow_right
  • রাই, তুমি সে আমার গতি
    “রাই, তুমি সে আমার গতি । তোমার কারণে রসতত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি।। নিশি দিশি বসি গীত আলাপনে মুরলী লইয়া করে। যমুনা-সিনানে তোমার কারণে বসি থাকি তার তীরে।। তোমার রূপের মাধুরী দেখিতে কদম্বতলাতে থাকি। শুনহ কিশোরি, চারি দিকে হেরি যেমনত চাতক পাখী।। তব রূপ গুণ মধুর মাধুরী সদাই ভাবনা মোর। করি অনুমান সদা করি গান […] keyboard_arrow_right
  • রাইক দশমী দশা শুনি কান
    রাইক দশমী দশা শুনি কান। চৌঁকি চপলমতি বিকল পরাণ।। লোচনকমলে গলয়ে জলধার। ধিক ধিক জীবন ভণই অনিবার।। সো কুলবতী সতী অতি অনুরাগী। তাকর মিলন মানি বহুভাগি।। নরহরি যুগতি বিরচি অব ভাল। তেজব তুরিতে আপন বনমাল।। keyboard_arrow_right
  • রাইক বয়স বরণ বেশ সমতুল
    রাইক বয় বরণ বেশ সমতুল সুবল বিনোদিনী সাজ। রন্ধন পরিবেশন গৃহ লেপন অবধি কয়ল সব কাজ।। সুবল রসময় চতুর সুজান। যমুনা-জল-অব- গাহন ছল করি কুঞ্জে করল পয়ান।। গাগরি বারি ঢারি ভরি মোদক পুরি ঝুরি বিবিধ মিঠাই। তাম্বুল কর্পূর লেই চলু খরতর গুরুজন নয়ন ছাপাই।। চঞ্চল বাম নয়ন ঘন চাহনি বাম চরণ গতি মন্দ। ও পদ-পঙ্কজ- […] keyboard_arrow_right
  • রাইয়ের দশমী দশা দেখি জীবনের আশা
    রাইয়ের দশমী দশা দেখি জীবনের আশা তেজিয়াছে সকল সুন্দরী। ভূতলে পড়িয়া কান্দে কেশ-পাশ নাহি বান্ধে উচ্চ স্বরে হাহাকার করি।। শ্যাম কুলিশ সমান তোর হিয়া। হেন প্রেমবতী-জনে না জানি কেমন-মনে কেমনে রয়্যাছ পাসরিয়া।।ধ্রু।। ললিতা বিরহানলে পড়িয়া ধরণী-তলে নিশি-দিশি নাহিক চেতন। বিশাখা আপন-শিরে কঙ্কণ আঘাত করে মুক্ত-কণ্ঠে করয়ে রোদন।। চিত্রা চম্পকলতা পড়ি আছে মুরছিতা সব অঙ্গ শিথিল […] keyboard_arrow_right
  • রাইর মুখেতে দুখের কথনা
    রাইর মুখেতে দুখের কথনা শুনি প্রিয় সখি যান। ইসত হাসিয়া সকলে ত্বরিতে ভাঙ্গাইতে কানু মান। শুনহ নাগর কান। একি অদভূত শুনিয়ে চরিত প্রিয়াকে কর‍্যাছ মান।।ধ্রু।। বিদগধ হৈয়া কি দোষ দেখিয়া বাঁকা কৈলে নিজ মুখ। রাই পালটিয়া গমন করিলা মরমে পাইয়া দুখ।। দূতীর চাতুরী বুঝিয়া কংসারি মান মন কথা কর। কহে হরেকৃষ্ণ সখীর বচনে রাইরে সদয় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ