• রাধা নাম আধ শুনি চমকই
    রাধা নাম আধ শুনি চমকই ধরই না পারই অঙ্গ। লোচন লোর লহরী ভরি আকুল কো কহুঁ মরমক রঙ্গ।। সুন্দরি দূর কর হৃদয়ের বাধা। রাধা মাধব তুয়া অবধারলুঁ মাধবক তুহুঁ রাধা।। তোহারি সংবাদ- সুধারসে উনমত হাসি হসি ঘন তনু মোড়। লেখত পাঁতি দেখত নাহি কাজর গদগদ রোধল বোল।। গীমক ভঙ্গি পন্থ দরশায়ল দুহুঁ দিঠিপঞ্জজ মুদি।। গোবিন্দদাসিয়া […] keyboard_arrow_right
  • রাধানাম আধ শুনি চমকই
    রাধানাম আধ শুনি চমকই ধরই না পারই অঙ্গ। লোচন-লোর- লহরী ভরে আকুল কো কহু প্রেম-তরঙ্গ।। সুন্দরি! দূর কর হৃদয়কো বাধা। রাধামাধব তুয়া অবধারলুঁ মাধবকি তুহুঁ রাধা।। তোহারি সম্বাদ সুধারসে উনমত হসি হসি ঘন তনু মোর। লেখত পাতি দেখত নাহি কাজর গদগদ রোধল বোল।। গীমকি ভঙ্গে পন্থ দরশাওল দুহুঁ দিঠি-পঙ্কজ মুদি। গোবিন্দদাস কহই ধনি ধনি তুহুঁ […] keyboard_arrow_right
  • রাধামাধব যব দুহুঁ মেলি
    রাধামাধব যব দুহুঁ মেলি। নিদাঘক দাহ সবহুঁ দুরে গেলি।।ধ্রু।। তহিঁ পুন সরোবর-মন্দির মাঝ। জল-কণ-শীকর-নিকর বিরাজ।। সৌরভ-মিলিত গন্ধবহ মন্দ। কি করব দিনমণি-কিরণক বন্ধ।। তহিঁ বর সুরত-বাপি অবগাহ। রাধামোহন পহু রসিক সুনাহ।। keyboard_arrow_right
  • রাধার চরিত দেখি সেই সখী
    রাধার চরিত দেখি সেই সখী চলিলা আনের কাছে। সুধামুখী ধনী হয়েছে মানিনী অতি কোপমনে আছে।। তবে কি বা সুখ উঠে কত দুখ সে ধনী ত্যজিয়া কিবা। চল মোরা যাব রাধা মানাইব করিয়া তাহার সেবা।। দুই চারি সখী রাই পাশে গিয়া কহিতে লাগিলা তায়। কেন অভিমান কিসের কারণ এ দুখী হইয়াছ কায়।। শ্যাম সুনাগরে এ দেহ […] keyboard_arrow_right
  • রাধার প্রেমের ভরে বিনোদ নাগর
    রাধার প্রেমের ভরে বিনোদ নাগর। ধরি সুবলের করে কাতর অন্তর।। দোঁহে চলি আয়ল নিকুঞ্জক মাঝ। রাইকুণ্ডতীরে সে বসিলা রসরাজ।। বৃন্দা দেখি তহিঁ মীলল যাই। তাহে মিনতি বহু করল কানাই।। শুনি আওল সোই রাইক পাশ। উদ্ধব দাস কহ মধুরিম ভাষ।। keyboard_arrow_right
  • রাধিকা যতেক মিনতি করয়ে
    রাধিকা যতেক মিনতি করয়ে কিছুই না মানে হরি। যে ছিল বাসনা মনের কামনা নিজ মনোরথ ভরি।। শুন বিনোদিনি রাই। তোমা হেন ধন অমূল্য রতন বহুত যতনে পাই।।ধ্রু।। যমুনার কূলে কদম্বের তলে পূরিল মনের সাধা। দেখি সখীগণ কহিছে বচন এ কেমন দেখি রাধা।। যমুনা-হিলন বহিছে পবন কেন বা হালিছে অঙ্গ। নিমানন্দে বোলে গিয়াছিল জলে না বুঝি […] keyboard_arrow_right
  • রাধিকা সুন্দরী ভরিয়া গাগরী
    রাধিকা সুন্দরী ভরিয়া গাগরী তীরেতে উঠিল যবে। নন্দের নন্দন করিয়া যতন বসন ধরল তবে।। ছাড় হে নাগর-রাজ। কেহ যদি দেখে হইবে বিপাকে তোমার নাহিক লাজ।।ধ্রু।। করি যোড়-কর কহিছে উত্তর বড়ই লাগিছে ভয়। পথের মাঝারে এ কোন বেভারে এ তোর উচিত নয়।। ঘরে মোর বাদী শাশুড়ী ননদী মিছা কথা কত তোলে। তোমার চরিত অতি বিপরীত নিমানন্দ […] keyboard_arrow_right
  • রাধিকার মান বুঝিয়া নাগর
    রাধিকার মান বুঝিয়া নাগর কপট করিয়া কান্দে। পরিচয় দিই শুন বিনোদিনী বিষাদ করো না রাধে।। কহি সত্য বাণী শুন বিনোদিনী বনে গেলাম নিশিশেষে। বলাই দাদার সনে করি মধুপানে আসিতে লাগিল দিশে।। কোন দিগে যাই কোন দিগে চাই সত্য কহি বিনোদিনী। চন্দ্রাবলীর বাসে আসিয়া আছিনু কিছুই নাহিক জানি।। একাসনে ছিনু কিছু না জানিনু মধু মদালসে আন্ধা। […] keyboard_arrow_right
  • রূপ হেরি আঁখি মোর পুন নাহি নেওটই
    রূপ হেরি আঁখি মোর পুন নাহি নেওটই মন অনুগত নিজ লাভে। অপরশ দেই পরশসুখ সম্পদ শ্যামর সহজে সভাবে।। পিরীতি মূরতি বরদাতা। প্রতি অঙ্গে অখিল অনঙ্গ-সুখ-সায়র নায়র নিরমিল ধাতা।। লীলা-লাবণি অবনী অলয়ত কি মধুর মন্থর গমনে । লহু অবলোকনে কত কুলকামিনী শুতলি মনসিজ শয়নে।। আর এক অপরূপ হৃদয় মাঝে পৈঠল ধৈরয না ধরয়ে জীবনে। গোবিন্দদাস কহ […] keyboard_arrow_right
  • রোই রোই জপে গোরা কৃষ্ণনামমধু
    রোই রোই জপে গোরা কৃষ্ণনামমধু। অমিয়া বরিখে যেন অমলিন বিধু।। শিব বিহি নাহি পায় যার পদ ভজি। তরুতলে বৈঠল সব সঙ্গ তেজি।। ছাড়িয়া সকল সুখ ভেল অশকতি। সাতকুম্ভ কলেবর ভাব বিভূতি।। দেখিয়া সকল লোক অনুক্ষণ কাঁদে। বাসুদেব ঘোষ হিয়া থির নাহি বাঁধে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ