সজহই কাঞ্চন গোরা মদন-মনোহর বয়সে কিশোর। তাহে ধরু নটবর-বেশ প্রতি অঙ্গে তরঙ্গিত ভাবের আবেশে।। নাচত নবদ্বিপ-চন্দ। জগ-মন নিমগন প্রেম-আনন্দ।। বিপুল পুলক অবলম্বে। বিকশিত ভেল তহিঁ ভাব-কদম্বে।। নয়নে গলয়ে ঘন লোর।। খেনে হাসে খেনে কান্দে ভকতহি কোর।। রস-ভরে গদগদ বোল চরণ-পরশে মহি আনন্দ-হিলোল।। পূরল জগ-জন আশ বঞ্চিত ভেল তহিঁ গোবিন্দদাস।।
keyboard_arrow_right