• সখি নাহি বোলহ আর
    সখি নাহি বোলহ আর। হাম ফল পায়লুঁ তার।। সহজই মতি গতি বাম। তৈছন হই পরিণাম।। যৈছে গরবে হিয়া পূর। সো অব হোয়ল চূর।। অবহুঁ না রহত পরাণ। সমুচিত কয়লহি মান।। যৈছে রহয়ে মঝু দেহ। সোই করহ অব থেহ।। তুহুঁ যদি না পুরবি আশ। কি কহব বলরাম দাস।। keyboard_arrow_right
  • সখি মন কেন এমন হৈল
    (সখি) মন কেন এমন হৈল। মন এমন নাহি ছিল।। মনকে কে কি কর্যা দিল। কাহার সঞে বাদ ছিল।। কে বাদ সাধিয়া নিল। পিরীতে বিচ্ছেদ কৈল।। না দেখিলে ফাটে প্রাণ। দেখিলে বাড়য়ে মান।। মান ভুজঙ্গ হবে। উলটি আমারে খাবে।। রাসানন্দ কহে শুন বাণী। পুন আসি মিলব আপনি।। keyboard_arrow_right
  • সখি হে গোরা কেন নিঠুরাই মোহে
    সখি হে গোরা কেন নিঠুরাই মোহে। জগতে করিল দয়া দিয়া সেই পদছায়া বঞ্চল এ অভাগীরে কাহে।।ধ্রু।। গৌরপ্রেমে সঁপি প্রাণ জিউ করে আনচান স্থির হৈয়া রইতে নারি ঘরে। আগে যদি জানিতাম পিরীতি না করিতাম যাচিঞা না দিতু প্রাণ পরে।। আমি ঝুরি যার তরে সে যদি না চায় ফিরে এমন পিরীতে কিবা সুখ। চাতক সলিল চাহে বজর […] keyboard_arrow_right
  • সখি!আজু কি শুনায়লি রে
    সখি!আজু কি শুনায়লি রে? পাঁজর জরজর অন্তর কাতর তাসহ কঠিন পিরিতি রে। একে কুলবতী করি বিড়ম্বিলা বিধি। আর তাহে দিল হেন পিরিতের ব্যাধি।। কি হল কি হল সই কিবা সে করিনু। কানুর কথায় কেন শেজ বিছাইনু।। শয়নে স্বপনে মনে নাহি জানি আন। সে নব নাগর বিনে কাঁদয়ে পরাণ।। কত না সহিব আর হিয়ার পোড়নি। কহিতে […] keyboard_arrow_right
  • সজনি অব কি করব বিচারি
    সজনি অব কি করব বিচারি। মনমথ বধিক অধিক অব হানত চেতন হরল হামারি।। বরজ ভুজঙ্গম রঙ্গ করু কাননে কত কত যুবতীকো কোর। প্রেমকো আগি লাগি অব এতনু ভেল ভসম সম মোর।। নিজ কুল ধরম করম সব তেজলু পাওলু তাকর শাতি। অলী পিক পুঞ্জ কুঞ্জ গিরি কাননে রোই রহলু মধু রাতি।। তোহু বচন মানি আন নাহি […] keyboard_arrow_right
  • সজনি এতদিনে ভাঙ্গল ধন্দ
    সজনি এতদিনে ভাঙ্গল ধন্দ। তুয়া অনুরাগ তরঙ্গিণী রঙ্গিণী কোন করব অব বন্ধ।। ধৈরজ লাজ কূলতরু ভাঙ্গই লঙ্ঘই গুরু গিরি রোধে। মাধব কেলি সুধারস সাগরে লাগত বিগত বিরোধে।। করু অভিসার হার মণিভূষণ নীলবসন ধরু অঙ্গে। এ সুখযামিনী বিলসহ কামিনী দামিনী জনু ঘন সঙ্গে।। তুয়া পথ চাই রাই রাই বলি গদগদ বিকল পরাণ। ক্ষণ এক কোটি কোটি […] keyboard_arrow_right
  • সজনি ও কথা কহিল নয়
    সজনি ও কথা কহিল নয়। শ্যাম সুনাগর গুণের সাগর পড়িলুঁ কোরে ঘুমায়।।ধ্রু।। কত পরকারে চেতন করায় চেতন না ভেল মোর। অভিমান করি পাশ মোড়ি ফেরি দুখেতে চলল ভোর।। উঠিলুঁ জাগিয়া দেখি নাহি পিয়া হৃদয়ে বাজিল শেল। আহা মরি মরি মদনবাণেতে জর জর ভৈ গেল।। সে সব সোঙরি চিত বেয়াকুল কেমনে আছয়ে পিয়া। জ্ঞানদাস কহে এ […] keyboard_arrow_right
  • সজনি কি পুছসি হামারি অভাগি
    সজনি কি পুছসি হামারি অভাগি। ব্রজকুলনন্দন চান্দ উপেখলু দারুণ মানকি লাগি।। যাকর চরণ মুখ রুচি হেরইতে মুরছই কত কোটি কাম। সো মঝু পদতলে ধরণি লোটাওই পালটি না হেরনু হাম।। কাতর দিঠি মিঠ বচনামৃতে কত রীতে সাধল নাহ। সো হাম শ্রবণসীমে নাহি শুনলু হিয়া তুষ-দহনকী দাহ।। কৈছে হৃদয় করি কাঁহা সেবহু হরি দিবস লাগি মন ঝুর। […] keyboard_arrow_right
  • সজনি লো গোরারূপ জনু কাঁচা সোনা
    সজনি লো গোরারূপ জনু কাঁচা সোনা। দেখিয়া যুবতী ত্যজে ঘরের বাসনা।। বাঁকা ভুরু বাঁকা আঁখি চেনা সে চাহনি। ও রূপে নয়ন দিলে হরে মান মণি।। নয়নে লেগেছে রূপ না যায় পাশরা। যেদিকে চাই দেখিতে পাই শুধুই সেই গোরা।। চিনি চিনি লাগে কিন্তু চিনিতে না যায় পারা। বাসু কহে নাগরি ঐ গোপীর মনচোরা।। keyboard_arrow_right
  • সজহই কাঞ্চন গোরা
    সজহই কাঞ্চন গোরা মদন-মনোহর বয়সে কিশোর। তাহে ধরু নটবর-বেশ প্রতি অঙ্গে তরঙ্গিত ভাবের আবেশে।। নাচত নবদ্বিপ-চন্দ। জগ-মন নিমগন প্রেম-আনন্দ।। বিপুল পুলক অবলম্বে। বিকশিত ভেল তহিঁ ভাব-কদম্বে।। নয়নে গলয়ে ঘন লোর।। খেনে হাসে খেনে কান্দে ভকতহি কোর।। রস-ভরে গদগদ বোল চরণ-পরশে মহি আনন্দ-হিলোল।। পূরল জগ-জন আশ বঞ্চিত ভেল তহিঁ গোবিন্দদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ