• হেদে লো মরম-সই
    হেদে লো মরম-সই। ও রূপ দেখিতে হেন লয় চিতে নয়ান তাকিয়া রই।। এ বেশে সে দেশে তেঁই সে ভুলল যতেক বরজ-নারী। সব তেয়াগিয়া গুরু গরবিত দেখয়ে নয়ন ভরি।। কিবা সে বিনোদ চূড়ার টালনি উড়িছে ময়ূর-পাখা। নানা ফুলদাম অতি অনুপাম ইন্দ্রধনু দিছে দেখা।। নয়ন বঙ্কিমে চাহিলে যা পানে সে কিয়ে ধৈরজ ধরে। কোন কুলবতী সে কোন […] keyboard_arrow_right
  • হেদে লো মরম-সই
    “হেদে লো মরম-সই ও রূপ দেখিতে হেন লয় চিতে । নয়ান তাকিয়া রই।। এ বেশে সে দেশে তেঁই সে ভুলল যতেক বরজ নারী। সব তেয়াগিয়া গুরু-গরবিত দেখয়ে নয়ন ভরি।। কিবা সে বিনোদ চূড়ার টালনি উড়িছে ময়ূর-পাখা। নানা ফুলদাম অতি অনুপাম ইন্দ্রধনু দিছে দেখা।। নয়ন বঙ্কিমে চাহিলে যা পানে সে কিয়ে ধৈরজ ধরে। কোন কুলবতী সে […] keyboard_arrow_right
  • হেদে হে পরাণ-বন্ধু ফিরিয়া না চাহ একবার
    হেদে হে পরাণ-বন্ধু, ফিরিয়া না চাহ একবার। পাসরি সে সব সুখ উলটি না চাহ মুখ বড় নহে মহিমা তোমার।। আগু পাছু না গণিয়া সে ধনী করম খেয়া প্রেম করে পরের পুরুষে। পরিণামে পায় দুখ কখন নাহিক সুখ আগম পাথারে পড়ে শেষে।। কহিবার কথা নয় কহিলে কি জানি হয় হাতে চাঁদ দিল হাসি হাসি। পড়ে বা […] keyboard_arrow_right
  • হেদে হে পরাণ-বন্ধু, ফিরিয়া না চাহ একবার
    হেদে হে পরাণ-বন্ধু, ফিরিয়া না চাহ একবার। পাসরি সে সব সুখ উলটি না চাহ মুখ বড় নহে মহিমা তোমার।। আগু পাছু না গণিয়া সে ধনী করম খেয়া প্রেম করে পরের পুরুষে। পরিণামে পায় দুখ কখন নাহিক সুখ আগম পাথারে পড়ে শেষে। কহিবার কথা নয় কহিলে কি জানি হয় হাতে চাঁদ দিল হাসি হাসি। পড়ে বা […] keyboard_arrow_right
  • হেদে হে বিনোদ রায়
    হেদে হে বিনোদ রায়। ভাল হৈল ঘুচাইলা পিরীতের দায়।। ভাবিতে গণিতে মোর তনু হৈল ক্ষীণ। জগভরি কলঙ্ক রহিল চিরদিন।। তোমার সনে প্রেম করি কি কাজ করিলুঁ। মৈলুঁ লাজে মিছা কাজে দগদগি হইলুঁ।। না জানি অন্তরে মোর হৈল কিবা ব্যথা। একে মরি মনো দুঃখে আর নানা কথা।। শয়নে স্বপনে বন্ধু সদা করি ভয়। কাহার অধীন যেন […] keyboard_arrow_right
  • হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে
    হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে। তড়িত জড়িত যৈছে নব জলধরে।। শ্যামচান্দের উপরে ধবল চান্দের কলা। তাহার উপরে শোভে তিমিরে মালা।। তাহার উপরে কিবা ইন্দ্রধনু সাজে। এমন অদ্ভুত রূপ কেবা দেখিয়াছে ।। ইন্দ্রধনু জিনিয়া সে ভুরু-ধনু-ছটা। গোবিন্দদাসের মন করে লটপটা।। keyboard_arrow_right
  • 1
  • 44
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ