• উঠিতে কিশোরী বসিতে কিশোরী
    উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী হইল সারা। কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী নয়ানতারা।। গৃহমাঝে রাধা কাননেতে রাধা রাধাময় সব দেখি। শয়নেতে রাধা গমনেতে রাধা রাধাময় হল আঁখি।। স্নেহেতে রাধিকা প্রেমেতে রাধিকা রাধিকা আরতি পাশে। রাধারে ভজিয়া রাধাবল্লভ নাম পেয়েছি অনেক আশে।। শ্যামের বচন মাধুরী শুনিয়া প্রেমানন্দে ভাসে রাধা। চণ্ডীদাস কহে দোঁহার পীরিতি পরাণে পরাণে বাঁধা।। keyboard_arrow_right
  • উঠিতে কিশোরী বসিতে কিশোরী
    উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার। কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী-চরণ সার।। শয়নে স্বপনে গমনে কিশোরী ভোজনে কিশোরী আগে। করে করে বাঁশী ফিরি দিবানিশি কিশোরীর অনুরাগে।। কিশোরী-চরণে পরাণ সঁপেছি ভাবেতে হৃদয় ভরা। দেখো হে কিশোরি অনুগত জনে করো না চরণ-ছাড়া।। কিশোরীর দাস আমি পীতবাস ইহাতে সন্দেহ যার। কোটি যুগ যদি আমারে ভজয়ে বিফল ভজন […] keyboard_arrow_right
  • উপেখল রাই জানি বর নাগর
    উপেখল রাই জানি বর নাগর মনদুখে করল পয়ান। ছিয়ে ছিয়ে নিলজ পরাণ নহি রাখব মনহি কয়ল অনুমান।। হেনই সময়ে সব সহচরি-মণ্ডলি ধাই আয়ল তছু পাশ। রহ রহ কাহে বিমুখ ভই যায়ব হম সব পুরায়ব আশ।। শুন শুন ব্রজ-যুবরাজ। তুহুঁ লম্পটপন কবহুঁ ন ছোড়বি দগধবে রমনি-সমাজ।। তুহারি চরণ ধরি সাধলুঁ কত বেরি বৈরিক সঙ্গ তুহুঁ ছোড়। […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত
    এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত কহেন উত্তর বোল। “ইহার বচন জানিয়ে সকলি করিব এখন ওর।।” কহেন সুবল সখা। “তোমার চরিত করিব বেকত তা সনে করাব দেখা।। তোমার মরম বুঝিনু করম শুন রসময় কান। তা সনে মিলন করাব যতনে ইহাতে নাহিক আন।। তোমার মরম আমি ভালে জানি শুনহ মরম সখা। বুঝিব চরিত জানিব বেকত তোমারে করাব […] keyboard_arrow_right
  • এ সুবদনি তুয়া কি মধুর নাম
    এ সুবদনি তুয়া কি মধুর নাম। শুনইতে আধ অথির ঘনশ্যাম।। ভণইতে চপল উলস নহু ছোটি। মাগই বিহিক বয়ন কত কোটি।। বিসরল মুরলী আলাপন রীত। পেখল তিলে তিলে ভেল বিপরীত।। নরহরি কত পরবোধই তায়। তোহারি পরশ তছু জীবন উপায়।। keyboard_arrow_right
  • এই ভয় উঠে মনে এই ভয় উঠে
    এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কানুর প্রেম তিলে জানি ছুটে।। গড়ন ভাঙ্গিতে সই আছে কত খল। ভাঙ্গিয়া গড়িতে পারে সে বড় বিরল।। যথা তথা যাই আমি যত দুখ পাই। চাঁদমুখে হাসি হেরি তিলেক জুড়াই।। সে হেন বঁধুরে মোর যে জন ভাঙ্গায়। হাম নারী অবলার বধ লাগে তায়।। চণ্ডীদাস কহে রাই ভাবিছ […] keyboard_arrow_right
  • এই ভয় উঠে মনে এই ভয় উঠে
    এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কানুর প্রেম তিলে জনি ছুটে।। গড়ন ভাঙ্গিতে সই আছে কত খল। ভাঙ্গিয়া গড়িতে পারে সে বড় বিরল।। যথা তথা যাই আমি যত দূর পাই। চাঁদ-মুখের মধুর হাসে তিলেক জুড়াই।। সে হেন বঁধুরে মোর যে জন ভাঙ্গায়। হাম নারী অবলার বধ লাগে তায়।। চণ্ডীদাস কহে রাই ভাবিছ […] keyboard_arrow_right
  • এই ভয় উঠে মনে এই ভয় উঠে
    এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কানুর-প্রেম তিলে পাছে টুটে।। গড়ন ভাঙ্গিতে সই আছে কত খল। ভাঙ্গিলে গড়িতে পারে সে বড় বিরল।। যথা তথা যাই আমি যত দুখ পাই। চাঁদমুখের মধুর হাসে তিলেক জুড়াই ।। এমন বঁধুরে মোর যে জন ভাঙ্গায়। হাম নারী অবলার বধ লাগে তায়।। চণ্ডীদাস বলে রাই ভাবিছ অনেক। […] keyboard_arrow_right
  • এইরূপে নব নাগর রসিক
    এইরূপে নব নাগর রসিক করিতে রসের লীলা। গুপত পীরিতি করিতে আরতি রচিল নাগর কালা।। নানা বৃক্ষগণ করে সুশোভন বিকসি কুসুম তারা। ফুলকুল তারা তরুকুলে যত মকরন্দ ঝরে সারা।। ময়ূর ময়ূরী চাতক চাতকী হংসিনী হংস যে জোড়ে। বেড়িয়া রতন মন্দির সুন্দর কলরব বড় করে।। ভ্রমরা ভ্রমরী কুসুমে গুঞ্জরি সুধা-পানে ভেল ভোরা। যমুনার যত জলচর কত জোড়ে […] keyboard_arrow_right
  • এইরূপে নব নাগর রসিক
    এইরূপে নব নাগর রসিক করিতে রসের লীলা। গুপত পীরিতি করিতে আরতি রচিল নাগর কালা।। নানা বৃক্ষগণ করে সুশোভন বিকসি কুসুম তারা। ফুলকুল তারা তরুকুলে যত মকরন্দ ঝরে সারা।। ময়ূর ময়ূরী চাতক চাতকী হংসিনী হংস যে জোড়ে। বেড়িয়া রতন- মন্দির সুন্দর কলরব বড় রাজে।। ভ্রমরা ভ্রমরী কুসুমে গুঞ্জরি সুধাপানে ভেল তোরা। যমুনার যত জলচর কত জোড়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ