• এতেক যুবতী আছে গোকুল নগরে
    এতেক যুবতী আছে গোকুল নগরে। কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।। কখন যাহারে মুঞি দেখি নাই স্বপনে। কলঙ্ক তোলায় লোকে সে জনার সনে।। ভাদরে দেখিনু নট চাঁদে। সেই হইতে মোর উঠে পরিবাদে।। স্বামী ছায়ায় মারে বাড়ী। তার আগে কু-কথা কয় দারুণ শাশুড়ী।। ননদী দেখয় চোখের বালি। শ্যাম নাগর তুলাইয়া সদাই পাড়ে গালি এ দুখে মোর […] keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু দেখি নাই শুনি
    এমন পীরিতি কভু দেখি নাই শুনি। পরাণে পরাণ বাঁধা আপনা আপনি।। দুঁহু কোড়ে দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। তিল আধ না দেখিলে যায় যে মরিয়া।। জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে। মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে।। ভানু কমল বলি, সেও হেন নহে। হিমে কমল মরে ভানু সুখে রহে।। চাতক জলদ কহি, সে নহে তুলনা। […] keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু দেখি নাই শুনি
    এমন পীরিতি কভু দেখি নাই শুনি। পরাণে পরাণ বাঁধা আপনি আপনি।। দুঁহু কোড়ে দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। তিল আধ না দেখিলে যায় যে মরিয়া।। জল বিনে মীন জনু কবহুঁ না জীয়ে। মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে।। ভানু কমল বলি, সেও হেন নহে। হিমে কমল মরে ভানু সুখে রহে।। চাতক জলদ কহি, সে নহে তুলনা। […] keyboard_arrow_right
  • ও পারে বঁধুর ঘর বৈসে গুণনিধি
    ও পারে বঁধুর ঘর বৈসে গুণনিধি। পাখী হইয়া উড়ি যাউ পাখা না দেয় বিধি।। যমুনাতে দিব ঝাঁপ না জানি সাঁতার। কলসে কলসে ছিঁচো না ঘুচে পাথার।। মথুরার নাম শুনি প্রাণ কেমন করে। সাধ করে বড়াই গো কানু দেখিবারে।। আর কি গোকুলচাঁদ না করিব কোলে। হাতের পরশমণি হারাইনু হেলে।। আগুনিতে দেউ ঝাঁপ আগুনি নিভায়। পাষাণেতে দেউ […] keyboard_arrow_right
  • ও বড় নিঠুর শ্যামরায়
    ও বড় নিঠুর শ্যামরায়। যার লাগি মোর মন সদা করে উচাটন তারে নাকি এমতি যুয়ায়।।ধ্রু।। পূরুব পিরীতি যত তাহা না কহিব কত কহিলে কে যায় পরতীত। এবে সে জানিল দড় পিরীতি বিষম বড় অন্তরে আকুল কৈল চীত।। শুনিয়া বাঁশীর গীত স্থির নহে মোর চীত।। দুখের উপরে আরে দুখ। চিতে পরবোধ দিয়া পাষাণে বান্ধিব হিয়া আর […] keyboard_arrow_right
  • ও রূপ সুন্দর গৌর কিশোর
    ও রূপ সুন্দর গৌর কিশোর। হেরইতে নয়নে আরতি নাহি ওর।। কর পদ সুন্দর অধর সুরাগ। নব অনুরাগিণি নব অনুরাগ।। লোল বিলোচনে লোলত লোর। রসবতিহৃদয়ে বান্ধল প্রেমডোর।। পরতেম প্রেম কিরে মনমথ-রাজ। কাঞ্চনগিরি কিয়ে কুসুমসমাজ।। তছু প্রেমলম্পট শ্রীগৌরাঙ্গ রায়। শিব শুক অনন্ত ধেয়ানে নাহি পায়।। পুলকপটলবলয়িত সব অঙ্গ। প্রেমবতি আলিঙ্গনে লহরি তরঙ্গ।। তছু পদপঙ্কজ অলি সহকার। কহ […] keyboard_arrow_right
  • ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি
    ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি। পাখী হইয়া উড়ি যাউ পাখা না দেয় বিধি।। যমুনাতে দিব ঝাঁপ না জানি সাঁতার। কলসে কলসে ছিঁচো না ঘুচে পাথার।। মথুরার নাম শুনি প্রাণ কেমন করে। সাধ করে বড়াইগো কানু দেখিবারে।। আর কি গোকুলচাঁদ না করিব কোলে। হাতের পরশমণি হারাইনু হেলে।। আগুনিতে দেউ ঝাঁপ আগুনি নিভায়। পাষাণেতে দেউ কোল পাষাণ […] keyboard_arrow_right
  • ওরে কালা ভ্রমরা তোমার মুখেতে নাহি লাজ
    ওরে কালা ভ্রমরা তোমার মুখেতে নাহি লাজ। যাও তুমি মধুপুরী যথা নিদারুণ হরি আমার মন্দিরে কিবা কাজ ।।ধ্রু।। ব্রজবাসিগণ দেখি নিবারিতে নারি আঁখি তাহে তুমি দেখা দিলে অলি। বিরহঅনল একে তনু খীণ শ্যামশোকে নিভান আনল দিলা জ্বালি।। মথুরায় কর বাস থাকহ শ্যামের পাশ চূড়ার ফুলের মধু খাও। সেথা ছাড়ি এথা কেনে দুখ দিতে মোর প্রাণে […] keyboard_arrow_right
  • কত দিনে হেরব গোরাচাঁদের মুখ
    কত দিনে হেরব গোরাচাঁদের মুখ। কবে মোর মনের মিটব সব দুখ।। কত দিনে গোরা পহুঁ করবহি কোর। কত দিনে সদয় হইবে বিধি মোর।। কত দিনে শ্রবণ হইবে সুখ লীন। চাঁদমুখের বচন শুনিব নিশি দিন।। বাসু ঘোষ কহে গোরাগুণ সোঙরিয়া। ঝুরয়ে নদীয়ার লোক গোরা না দেখিয়া।। keyboard_arrow_right
  • কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে
    কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে। অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য্য পদাবলী কি জানি কেমন করে প্রাণে।। সখি হে নিশ্চয় করিয়া কহি তোরে। হা হা কুলাঙ্গনা মন গ্রহিবারে ধৈর্য্যধন যাহে হেন দশা হৈল মোরে।। শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে মোহন মুরলীধ্বনি এহ। সে শব্দ শুনিয়া কেনে হৈলা তুমি বিমোহনে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ