• নবঘন পুঞ্জ-পুঞ্জ জিতি সুন্দর
    নবঘন পুঞ্জ-পুঞ্জ জিতি সুন্দর অনুপম শ্যামর-শোভা। পীত বসন জনু বিজুরি বিরাজিত রমণী-চাতক-মন-লোভা।। পেখলুঁ সূন্দর নন্দ-কিশোর। কালিন্দী-তীরে ধীরে চলি আওত রাধা-রতি-রসে ভোর।। মণিময়-হার বিরাজিত উর পর ভালে শোভে চন্দন-বিন্দু। নীল গগনে জনু নখত বিরাজিত তাহে উজোরল ইন্দু।। ভুজযুগ কাল-ভুজগ জনু দোলত কর-তল ফণহুঁ পসারি। রসবতি-পীন-পয়োধর দংশই ধরমহি-ভেক-আহারি।। পদ-পঙ্কজ পর মণিময়-নূপুর চলত নাচনে ঘন বাজে। ধরণিক আশ […] keyboard_arrow_right
  • নবঘন বরণ উজোর
    নবঘন বরণ উজোর। হেরি লুবধ মন মোর।। তুয়া রস পাওব আশে। মাধবিলতা পরকাশে।। তোহারি পাণি যব পাব। গিরি যুগ আনল নিভাব।। নিতম্বে মিলব যব পাণি। তব পরকাশই অম্বর জানি।। গোপাল দাসের চিতে ধন্দ। ভাবই সামরূচন্দ।। keyboard_arrow_right
  • নবজলধরতনু থীর বিজুরী জনু
    নবজলধরতনু থীর বিজুরী জনু পীত বসন বনি তায়। চূড়াপরে শিখিদল বেড়িয়া মালতীমাল সৌরভে মধুকর ধায়।। শ্যামরূপ জাগয়ে মরমে। পাসরিব মনে করি যতনে ভুলিতে নারি ঘুচাইল কুলের ধরমে ।।ধ্রু।। কিবা সেই মুখশশী উগারে অমিয়ারাশি আঁখি মোর মজিল তাহায়। গুরুজনভয়ে যদি ধৈরজ ধরিতে চাহি দ্বিগুণ আগুণ উপজায়।। এ তিন ভুবনে যত রসসুধানিধি কত শ্যাম আগে নিছিয়া পেলিয়ে। […] keyboard_arrow_right
  • নয়ন ভুলিল আমার চাহি শ্যামের পানে
    নয়ন ভুলিল আমার চাহি শ্যামের পানে। কুলশীল তেয়াগিব কি করে সরমে।। এ রূপ যৌবন আমি শ্যামেরে সঁপিব। চরণে নূপুর হৈয়া সদাই বাজিব।। শ্যামেরে কহিব আমি আপনার দুখ। তোমার বিচ্ছেদে মোর ফাটি যায় বুক।। মাণিকচান্দ ঠাকুর বলে মিনতি আমার। সব সখি মেলি চল কানু অভিসার।। keyboard_arrow_right
  • নয়ন-কাজল মুছিয়া ডারল
    নয়ন-কাজল মুছিয়া ডারল কাল আভরণ যত । সখী এক সঙ্গে কহে কিছু রঙ্গে কহিছে রাধার মত।। “শুন সুধামুখি, আমার বচন তেজহ দারুণ মান। যে দেখি তোমার অভিমান অতি পাছেতে তেজহ প্রাণ।। ধৈরজ ধরহ শুনহ সুন্দরি, এতেক কেন বা মান। সরম ভরম দূরে তেয়াগিয়া কোপিত কহত আন।। যদি আছ তুমি বিরস বদনে শুনহ সুন্দরী রাই। কেন […] keyboard_arrow_right
  • নয়ান-কোণের বাণে হিয়ায় হানিলে রে
    নয়ান-কোণের বাণে হিয়ায় হানিলে রে সেই হইল পিঠের পার। জ্বালিয়া তিন কোণের খড়,দিলুঁ ও সুখের মুখে তবে আমার দুখের নাহি পার।। রসের আবেশে অঙ্গ মোড়া দিয়া হাসিয়া কথাটি কয়। কত ভঙ্গিমায় ও ভুরু নাচায় তাতে কি পারণ রয়।। বাঁশীর ফুকে বুকের ভিতরে ফুটিয়া আগুন জ্বলে। মধুর বচনে হিয়ার হিলোলে পরাণ-পুতলী দোলে।। হিয়া জর জর পরাণ […] keyboard_arrow_right
  • নরতন বেগহি ছরমিত দুহুঁ তনু
    নরতন বেগহি ছরমিত দুহুঁ তনু বহুত ঘরম বহি যায়। দুহুঁ জন কন্ধরে দুহুঁ শির হেলন তবহি চমকি মুচকায়।। সখি হে অব নহ বিলম্ব উচিত। কর অবলম্বনে দুহুঁক পধারহ শয়নক সীম তুরিত।। আভরণ বহুতর অম্বর স্বেদভর এই সব যতনে ওলাই। চীনবসন পুন কুসুম বিভূষণ পীন ঘুসৃণ পহিরাই।। মরমক বচন শ্রবণে অতি উলসিত করলহি ঐছন নিতান্ত। সুশিতল […] keyboard_arrow_right
  • না কর না কর ধনি এত অপমান
    না কর না কর ধনি এত অপমান। তরুণী হইয়া কেনে একে দেখ আন।। বংশী পরশি আমি শপতি করিয়ে। তোমা বিনা দিবা নিশি কিছু না জানিয়ে।। ফাগুবিন্দু দেখিয়া সিন্দূর বিন্দু কহ। কন্টকে কঙ্কণদাগ মিছাই ভাবহ।। এত কহি বিনোদ নাগর চলিতে চায় ঘর। চণ্ডীদাস কহে রাই কাঁপে থর থর।। keyboard_arrow_right
  • না জানি কি কৈলে মোরে
    না জানি কি কৈলে মোরে। পাসরিতে নারি তোরে।। মনে করি বুক চিরি। তাহাতে রাখিয়ে ভরি।। সদা এই মনে করি। কাজর করিয়া পরি।। লোটনে ভরিয়া রাখি। বিরলে সন্ধ্যায় দেখি।। করিয়া রতন ঝুরি। কন্ঠ ভরিয়া পরি।। বেশর করিয়া পরি। সদা এই মনে করি।। রোহিণীনন্দন সোই। নবীন প্রেমের বশ হোই।। keyboard_arrow_right
  • নাগর পীতবাস দিয়ে গলে
    নাগর পীতবাস দিয়ে গলে। চরণে ধরিয়া মিনতি করিয়া কান্দিতে কান্দিতে বলে।। শুনহ সুন্দরী না কর চাতুরী এ দুঃখ কহিয়ে তোরে। ক্ষম অপরাধ না করহ বাদ দাসখত দেহ মোরে।। তুয়া অনুগত তোমারি আশ্রিত সখীগণ তার সাখী। ধরম করম ভরম সরম তোমারি চরণে লিখি।। কিঞ্চিত লোচনে চাহ আমাপানে পুরাও মনের আশ। শুনহে কিশোরী চরণে তুহারি আমি ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ