পহুঁ দ্বিজ-রাজ-বর মূরতি মনোহর রত্নাকর করি জান। প্রভু শ্রীনিবাস প্রকাশ স্বরূপ হরিনাম করতহি গান।। কনক বরণ তনু প্রেম মুরতি জনু কণ্ঠহি তুলসিক মাল। গৌর প্রেম ভরে অহনিশি আঁখি ঝুরে হেরি কাঁপয়ে কলি কাল।। শ্রীমদ্ভাগবত উজ্জ্বল গ্রন্থ যত দেশে দেশে করিলা প্রচার। পাষণ্ড অবোধগণে করুণাবলোকনে সভাকারে কয়ল উদ্ধার।। ভকত প্রিয়োত্তম ঠাকুর নরোত্তম রামচন্দ্র প্রিয় দাস। অধম […]
keyboard_arrow_right