• বিরহ বিকল মায় সোয়াথ নাহিক পায়
    বিরহ বিকল মায় সোয়াথ নাহিক পায় নিশি অবসানে নাহি ঘুমে। ঘরেত রহিতে নারি আসি শ্রীবাসের বাড়ী আঁচল পাতিয়া শুইলা ভূমে।। গৌরাঙ্গ জাগয়ে মনে নিদ্রা নাহি সব জনে মালিনী বাহির হৈয়া ঘরে। সচকিতে আসি কাছে দেখি শচী পড়ি আছে অমনি কাঁদিয়া হাতে ধরে।। উথলি হিয়ার দুখ মালিনীর ফাটে বুক ফুকারি কান্দয়ে উভরায়। দুহুঁ দোহাঁ ধরি গলে […] keyboard_arrow_right
  • বিরহ-ব্যাকুল বকুল তরু-তলে
    বিরহ-ব্যাকুল বকুল তরু-তলে পেখলুঁ নন্দ-কুমার রে। নীল-নীরজ- নয়ানে সো সখি ঝরই নীর অপার রে।। দেখি মলয়জ পঙ্ক মৃগমদ তামরস ঘন-সার রে। পাণি-পল্লবে মুন্দি লোচন ধরণী পড়ু অসম্ভার রে।। বহয়ে মন্দ সু- গন্ধ-শীতলা মঞ্জু মলয়-সমীর রে। জনু প্রলয়-কালকো প্রবল পাবক পরশে দহই শরীর রে।। অধিক বেপথু টূটি পড়ু ক্ষিতি মসৃণ মুকতার মাল রে। অনিল-তরল তমাল-তরু জনু […] keyboard_arrow_right
  • বিষম বাঁশীর কথা কহিলে না হয়
    বিষম বাঁশীর কথা কহিলে না হয়। ডাক দিয়া কুলবতী বাহির করয়।। কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে। পিয়াসে হরিণী যেন পড়য়ে সঙ্কটে।। সতী ভুলে নিজ পতি মুনির ভুলে মন। শুনি পুলকিত হয় তরুলতাগণ। কি হবে অবলা জাতি সহজে সরলা। কহে চণ্ডীদাস সব নাটের গুরু কালা।। keyboard_arrow_right
  • বিষম হইল বড় শ্যামবন্ধুর লেঠা
    বিষম হইল বড় শ্যামবন্ধুর লেঠা। লোড় করিতে ননদমাগী দেয় সেই খোঁটা।। কালি বিকাল- বেলায় আমরা যাইতেছিলাম জলে। ঠেকরা মার‍্যা কলসী কাড়্যা রাখ্‌ল লৈয়া ঘরে।। বড় ভয় কর‍্যা আর না বার‍্যালাম নাছে। মন মুরছি বসিয়া যে রহিলাম এক-পাশে।। দণ্ড চারি বেলা থাকতে আইল তার ভাই। কত কথা কৈলে তার লেখাজোখা নাই।। কি কৈলাম কোথা দেখলে কেবা […] keyboard_arrow_right
  • বিহির কি রীতি পিরিতি-আরতি
    বিহির কি রীতি পিরিতি-আরতি গোরা রূপে উপজিল। যাহার এ পতি সেই পুণবতী আনে সে ঝুরিয়া মৈল।। সজনি কাহারে কহিব কথা। নিরবধি গোরা বদন দেখিয়া ঘুচাব মনের বেথা।। সে গোরা গায় ঘাম-কিরণে নিন্দয়ে কতেক চাঁদে। গলায় রঙ্গণ- কলিকার মালা নারী-মন-বান্ধা ফান্দে।। বাহুর বলনি অঙ্গের হেলনি মন্থর চলনি-ছান্দে। আছুক আনের কাজ কি মদন বিনিয়া বিনিয়া কান্দে।। শ্রবণে […] keyboard_arrow_right
  • বিহির কি রীতি পিরীতি আরতি
    বিহির কি রীতি পিরীতি আরতি গোরারূপে উপজিল। যাহার এ পতি সেই পুণবতী আনে সে ঝুরিয়া মৈল।। সজনি কাহারে কহিব কথা। নিরবধি গোরা- বদন দেখিয়া ঘুচাব মনের বেথা।।ধ্রু।। সে গোরাগায় কিরণ ছটায় নিন্দয়ে কতেক চাঁদে। গলার রঙ্গণ- কলিকার মালা নারীমনবান্ধা ফান্দে।। বাহু্র বলনি অঙ্গের হেলনি মন্থর চলনিছান্দে। আছুক আনের কাজ কি মদন বিনায়ে বিনায়ে কান্দে।। শ্রবণে […] keyboard_arrow_right
  • বুঝাঞা বধূরে কহয়ে সত্বরে
    বুঝাঞা বধূরে কহয়ে সত্বরে দেব পূজিবার তরে। ক্ষণেক শয়ন কর সব জন আলস করহ দূরে।। পূজন সাজন কর সব জন যাহাতে দেবতা পূজি। কর্পূর চন্দন বিবিধ পক্বান্ন পাঁচফুলে ভর সাজি।। দেবতা ভবনে থাকিবে যতনে লইয়া আপন সখী। পূজন লাগিয়া যতন করিয়া বটুরে আনিবে ডাকি।। জটিলাবচনে সব সখীগণে শয়ন করিলা আসি। রাইয়েরে বাখানে সব সখীগণে শেখর […] keyboard_arrow_right
  • বৃখভানুসুতা রান্ধে পারশে রোহিণী
    বৃখভানুসুতা রান্ধে পারশে রোহিণী। বসিয়া ভোজন কৃষ্ণ করেন আপুনি।। হেন কালে নন্দ সুত রসবতি হেরি। শ্লথ রুচি অশন অনঙ্গ অঙ্গ ঘেরি।। করে কবল কৃষ্ণ খাইতে না পারে। ব্যস্ত হয়ে যশোমতি শুধাইছে তারে।। অন্ন ব্যঞ্জন মিষ্ট অতি পরিষ্কার। আমার শপতি বাছা খাও আর বার।। কৃষ্ণ বোলে ভোজন করিলু বহুতর। আর নাহি খাইতে পারি ভরিল উদর।। গোঠের […] keyboard_arrow_right
  • বৃন্দা কহে কান কর অবধান
    বৃন্দা কহে কান কর অবধান নাগরী সরসীকূলে। দেবতাপূজনে আনিলুঁ যতনে বসলি বকুল মূলে।। হের দেখ আর কুরঙ্গ তোমার মিলল কুরঙ্গী সঙ্গ। তাণ্ডবী দেখিয়া তাণ্ডব ছুটল উঠল মদনরঙ্গ।। চকোর আসিয়া চকোরী মিলল শারিকা মিলল শুক। নাগর যাইয়া নাগরী মিলহ ঘুচাহ মনের দুখ।। বিরা বৃন্দা তথি করিয়া যুগতি সুবলে মঙ্গলে লৈয়া। কদলি কানন করল গমন মাধব ইঙ্গিত […] keyboard_arrow_right
  • বৃন্দা দেবি নিজ পরিজন সঙ্গহি
    বৃন্দা দেবি নিজ পরিজন সঙ্গহি গাগরি ভরি মধু লেই। সখি সঞে রাই কানু যাহাঁ বৈঠই তাহিঁ লাই সব দেই।। ইহ অপরূপ মধুপানকি রীত। রাধা শ্যাম সবহুঁ সখিগণ সঞে পিবইতে মাতল চীত।।ধ্রু।। কাহুঁক গলিত চিকুর কোই চীরহি কোই পড়ল মহি মাতি। কানুক মোর মুকুট মুরলী খসি মুখ সঞে খিতি গড়ি যাতি।। রাইক বেণি গলিত কুচঅম্বর শ্যাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ