ধরি অনুপম বাজিকর যেন খেলার কতেক তানে। সুবল ত্রিবিট এ পীঠ-মদন মধুমঙ্গলের সনে।। কহে বিদূষক– “শুন হে সুবল, নানা যন্ত্র লেহ সঙ্গে। তবে যে খেলিব নানামত খেলা গাইব নাচিব রঙ্গে।।” নানা যন্ত্র নিলা নানা সে প্রতিমা কাঠের পুতলি লৈয়া। আর যত নিল মধুর মধুর বাদিয়া বাদির ছায়া।। নানা বেশ ধরি যেন বাজিকর নাচায় পুতলি কায়া। […]
keyboard_arrow_right