যতন করিয়া বেসালি ধুইয়া সাজে সাজাদিলু দুধে। দধি সে নহিলে জল যে হইল পাইলু বড় যে দুখে।। সই, দধি কেন ছিঁড়ি গেল। কানুর পীরিতি কুলের করাতি পরাণ কাটিয়া নিল।। পীরিতি মুছিল আরতি ঘুচিল না ঘুচে কলঙ্ক জ্বালা। তবু অভাগিনী কহয়ে কাহিনী পরিবাদ দেই কালা।। বুঝিলুঁ যতনে প্রবোধি পরাণে ছাড়িলু তাহার আশ। চিতে আর কত ভাবি […]
keyboard_arrow_right