কন্দল কুসুম সুকোমল কাঁতি। মাথে ময়ূর শিখণ্ডক পাঁতি।। আকুল অলিকুল বকুলক মাল। চন্দন চাঁদ বিরাজিত ভাল।। মদনমোহন মূরতি কান। হেরি উনমত ভেল যুবতি পরাণ।।ধ্রু।। ভাঙ বিভঙ্গিম লোচন ওর। নাসা উন্নত মোতি উজোর।। বঙ্কিম গীম অমিয়া মিঠ বোল। কাঞ্চন কুণ্ডল গণ্ডহি লোল।। মণিময় আভরণ অঙ্গে বিরাজ। পীত নিচোল তাহি পর সাজ।। অরুণ চরণে মণিমঞ্জির বায়। গোবিন্দদাসিয়া […]
keyboard_arrow_right