কমলবয়নি কনককাঁতি। মুকুতানিকর দশনপাঁতি।। নাসা তিল মৃদু কুসুম তুল। কাজরে মাজল দিঠি দুকুল।। চললি হরিণনয়নি রাই। ত্রিভুবন জিনি উপমা নাই।। অরুণ অধরে হসন ইন্দু। চিবুকে মধুর শ্যামল বিন্দু।। উচ কুচযুগ কনক গিরি। হিয়ার মাঝারে মাণিকছিরি।। পবন তরল বসন মেলি। দামিনি বেঢ়লি চাঁদনি বেলি।। বিদ্রুমসারি রসের সাজ। রবিশিলা যত তটিনি মাঝ।। রোমলতাবলি ভুজগি ভান। নাভিসরোবরে করু […]
keyboard_arrow_right