• কুলবত কোই নয়নে জনি হেরই
    কুলবত কোই নয়নে জনি হেরই হেরত পুন জনি কান। কানু হেরি জনি প্রেম বাঢ়াওই প্রেম করই জনি মান।। সজনি অতয়ে মানিয়ে নিজ দোখ। মান-দগধ জিঁউ অবহু না নিকসয়ে কানু সঞে কি করব রোখ।। যো মঝু চরণ- পরশ-রস-লালসে লাখ মিনতি মুঝে কেল। তাকর দরশন বিনে তনু জরজর পরশ পরশ-সম ভেল।। সহচরি মেলি লাখ সমুঝাওলি সো নাহি […] keyboard_arrow_right
  • কুলবতি হইআ পিরিতি করিলাম
    কুলবতি হইআ পিরিতি করিলাম জাহারে পাইবার আষে। সে বন্ধু নাগর আমারে ছারিবে হারাইলাম করম দোসে।। বিধি কি আর বলিব তোরে। রসিক-সিকর পরম দুর্ল্লব পুননি মিলিবে মরে।। আমি তো অবলা কুলবতি বালা ভালমন্দ নহে জানি। এমত নাগর রসিক-সিকর কেবা মিলাইবে আনি।। জাহার কারন আমার পরান আর কিছু নহে আষে। অনেক যতনে পাইবে নাগর কহে দিজ চণ্ডিদাষে।। keyboard_arrow_right
  • কুলমান ডুবাইলে রে বন্ধু তুই মানবকুল ডুবাইলে
    কুলমান ডুবাইলে রে বন্ধু তুই মানবকুল ডুবাইলে, তুই আমারে এ জগতে কলঙ্কিনী কইলেরে বন্ধু নিদারুণ কঠিন বন্ধু রে। স্বপনেতে দিলায় রে দেখা না পাইলাম জাগিয়া, কি দোষ পাইয়া আমায় না চাও ফিরিয়া। মুই যদি জানিতুরে বন্ধু যাইবার রে ছাড়িয়া, সারা নিশি পোষাইতু তোরে উরেতে লইয়া। সদায় জ্বলে হিয়া রে বন্ধু তুই শ্যামের লাগিয়া, অধম জানি […] keyboard_arrow_right
  • কুলের ধরম ভরম সরম
    কুলের ধরম ভরম সরম সকলি হইনু ছাড়া। হাসিতে হাসিতে পীরিতি করিনু এবে সে হইল গাঢ়া।। কে জানে এমন পরিণামে হবে পাইব এমনি দুখ। তবে কি পীরিতে করিতাম রতি এহেন প্রেমের সুখ।। যা দেখি যা ধারা প্রাণ হব হারা বাঁচিতে সংশয় ভেল। আছিল আমার সোনার বরণ কালি যে হইয়া গেল।। চণ্ডীদাসে বলে শ্যামের পীরিতি যে ধনী […] keyboard_arrow_right
  • কুলের ধরম ভরম সরম
    কুলের ধরম ভরম সরম সকলি হৈল ছাড়া। হাসিতে হাসিতে পীরিতি করিনু এবে সে হইল গাঢ়া।। কে জানে এমন পারিণামে হব এমন পাইব দুখ। তবে কি পীরিতি করিমু আরতি এ হেন প্রেমের সুখ।। এই দেখি ধারা প্রেম হৈল হারা বাঁচিতে সংশয় ভেল। আছিল আমার সোনার বরণ কাল হৈয়া গেল।। চণ্ডীদাস বলে শ্যামের পীরিতি যে ধনী করিয়াছে। […] keyboard_arrow_right
  • কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ
    কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ। সুগন্ধি ফুলের মালা কেনে বা গাঁথিলুঁ।। কেনে বা কুসুম-শেজ সাজাইলি তোরা। কেনে বা চন্দন ভরি ধরিলুঁ কটোরা।। রজনী চলিয়া যায় বুকে শেল বাজে। কত না পাইলুঁ দুখ লম্পটের কাজে।। মনে মনে মনোরথ করিলাম যত। কানু বিনে সকলি হইল অনরথ।। নিশি পোহাইলে যার রহিবে জীবন। সেজন করিবে কালি কানু দরশন।। […] keyboard_arrow_right
  • কুলের বৈরি হইল মুরলী
    কুলের বৈরি হইল মুরলী করিল সকল নাশে। মদন কিরাতি মধুর যুবতী ধরিতে আইল দেশে।। সই, জীবন মন নেয় বাঁশী। পীরিতি আটা ননদী কাঁটা আনলা হইল বাঁশী।। বৃন্দাবনমাঝে বেড়ায় সেজে ধরিতে যুবতী জনা। যমুনার কূলে গাছের তলে বসিয়া করিল থানা।। এক পাশ হৈয়া থাকি লুকাইয়া দেখে যে বসিল পাখী। ধীরি ধীরি যায় তার পানে চায় আনলা […] keyboard_arrow_right
  • কুলের বৈরি হইল মুরলী
    কুলের বৈরি হইল মুরলী সকলি করিল নাশে। মদন-কিরাতি মধুর মূরতি ধরিতে আইল শেষে।। সই, জীবন যে নেয় বাঁশী। পীরিতির আঠা ননদিনী কাঁটা পড়সী হইল ফাঁসী ।। ধ্রু।। বৃন্দাবন-মাঝে বেড়ায় যে সাজে ধরিতে যুবতী-জনা। যমুনার কূলে কদম্বের তলে আসিয়া করিল থানা।। এক পাশ হৈয়া হাতে শান্‌ দিয়া দেখে যে বসিল পাখী। ধীরি ধীরি বায় ভঙ্গি করি […] keyboard_arrow_right
  • কুলের বৈরী হইল মুরলী
    কুলের বৈরী হইল মুরলী সকলি করিল নাশে। মদন কিরাতে মধুর যুবতী ধরিতে আইল দেশে।। সই জীব না এমন বাসি। পিরীতি আঁঠা ননদী কাঁটা পড়সী হইল ফাঁসী।। বৃন্দাবন মাঝে বেড়ায় সে সাজে ধরিতে যুবতী জনা। যমুনার কূলে গাছের তলে আসিয়া করিল থানা।। গাছের ডালে বসিয়া ভালে তাক করে এক দিঠে। জড়াল আঁঠা না যায় ছাড়া লাগিল […] keyboard_arrow_right
  • কুশলের কি কাজ আছে নাথ
    কুশলের কি কাজ আছে নাথ। যে জন শুইত সোনার খাটে সে লুটে যমুনার ঘাটে।। আধ অঙ্গ ললিতার কোলে। আধ অঙ্গ যমুনার জলে।। ব্রজগোপীর নয়ন নীরে। যমুনা উথলে তীরে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ