কুলমান ডুবাইলে রে বন্ধু তুই মানবকুল ডুবাইলে, তুই আমারে এ জগতে কলঙ্কিনী কইলেরে বন্ধু নিদারুণ কঠিন বন্ধু রে। স্বপনেতে দিলায় রে দেখা না পাইলাম জাগিয়া, কি দোষ পাইয়া আমায় না চাও ফিরিয়া। মুই যদি জানিতুরে বন্ধু যাইবার রে ছাড়িয়া, সারা নিশি পোষাইতু তোরে উরেতে লইয়া। সদায় জ্বলে হিয়া রে বন্ধু তুই শ্যামের লাগিয়া, অধম জানি […]
keyboard_arrow_right