• কুসুমশেজ পর কিশোরি কিশোর
    কুসুমশেজ পর কিশোরি কিশোর। ঘুমল দুহুঁজন হিয়ে হিয়ে জোড়।। অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ। ঊরু ঊরু চরণ চরণ এক ছন্দ।। কুন্দন কনক জড়িত নিলমণি। নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনি।। চাঁদে চাঁদে কমলে কমলে একমেলি। চকোরে ভ্রমরে এক ঠাঞি করে কেলি।। শিখিকোরে ভুজঙ্গিনি নাহি দুখ শোক। যমুনার জলে কিয়ে ডূবল কোক।। অরূণে তিমিরে এক কোই […] keyboard_arrow_right
  • কুসুমাবলিভিরুপস্কুরু তল্পম্
    কুসুমাবলিভিরুপস্কুরু তল্পম্। মাল্যঞ্চামর-মণিসর-কল্পম্।। প্রিয়সখি কেলি-পরিচ্ছদ-পুঞ্জম্। উপকল্পয় সত্বরমধিকুঞ্জম্।। মণি-সম্পুটমুপনয় তাম্বূলম্। শয়নাঞ্চলমপি পীত-দুকূলম্।। বিদ্ধি সমাগতমপ্রতিবন্ধম্। মাধবমাশু সনাতন-সন্ধম্।। keyboard_arrow_right
  • কুসুমিত কানন কুঞ্জ বসী
    কুসুমিত কানন কুঞ্জ বসী। নয়নক কাজর ঘোর মসী।। নখতঁ লিখলি নলিনি দল পাত। লীখি পঠাওল আখর সাত।। প্রথমহি লিখলনি পহিল বসন্ত। দোসরেঁ লিখলনি তেসরকে অন্ত।। লিখি নহিঁ সকলৈহি অনুজ বসন্ত। পহিলহি পদ অছি জীবক অন্ত।। ভনহি বিদ্যাপতি অছর লেখ। বুধ জন হোথি সে কহএ বিসেখ।। keyboard_arrow_right
  • কুসুমিত কানন কুঞ্জকুটীরে
    কুসুমিত কানন কুঞ্জকুটীরে। তহি রস বিলসই কানু মধুরে।। ধনি কর ধরি তব বোলত কান। সুন্দরি দেহ মোরে সুরতি দান।। আজু মন মানস পুরাহ মোর। অধর সুধারস পীবউ তোর।। তুয়া কুচকলস পরশ ভেল সাধ। না করহ সুন্দরি ইহ সুখবাদ।। সো বিহি মোহে রাখব যত দিন। হাম ভেল কেবল তুহারি অধীন।। ইথে যব হাম কবহুঁ করি আন। […] keyboard_arrow_right
  • কুসুমিত কানন হেরি কমলমুখি
    কুসুমিত কানন হেরি কমলমুখি মুদি রহএ দুই নয়ান। কোকিল কলরব মধুকর ধ্বনি শুনি কর দেই ঝাঁপল কান।। মাধব সুন সুন বচন হামারি তুয়া গুন সুন্দরি অতি ভেল দূবরি গুনি গুনি প্রেম তোহারি।। ধরনী ধরিয়া ধনি কত বেরি বৈঠই পুন তহি উঠই না পারা। কাতর দিঠি করি চৌদিস হেরি হেরি নয়নে গলয়ে জলধারা।। তোহারি বিরহ দিন […] keyboard_arrow_right
  • কুসুমিত কানন হেরি শচীনন্দন
    কুসুমিত কানন হেরি শচীনন্দন ডারত কহে ঘনশ্বাস। খেনে করতর অব লম্বই মুখশশী খেনে খেনে রহত উদাস।। দেখ নব ভাব তরঙ্গ।। যো অভিলাষহি প্রকট নবদ্বীপে তাকর নাহিক ভঙ্গ।। চঞ্চল-নয়নে চাহ চপলমতি জিত-গতি মত্ত গজরাজ। পুন পুন ঐছন হেরত ফুলবন কছু নাহি বুঝিয়ে কাজ।। ঐছন ভাতি করি তারল ত্রিভুবন ভাসায়ল প্রেমামৃত দানে। রাধামোহন বিন্দু না পাওল আপনাক […] keyboard_arrow_right
  • কুসুমিত কাননে কাতর কান
    কুসুমিত কাননে কাতর কান। কামিনি লাগি কত করু অনুমান।। কি করব কহ মোর সুবল সাঙ্গাতি। কলাবতি কাহে অবধি করু আতি।। দারুণ গুরুজন কিয়ে করু রাধা। কিয়ে লাগি মানিনি ভৈ গেল রাধা।। তপনক তাপে কিয়ে চলই না পার। গুরুয়া নিতম্ব পীন কুচযুগ ভার।। স্বজন সহিতে কিয়ে বাড়ল নেহ। ইথে কিয়ে ধনি নাহি তেজল গেহ।। বিপদ সম্পদ […] keyboard_arrow_right
  • কুসুমিত কুঞ্জ কলপতরু কানন
    কুসুমিত কুঞ্জ কলপতরু কানন মণিময় মণ্ডপ মাঝ। আইলা কলাবতি সবজন সঙ্গতি করে লই পূজনসাজ।। কুঙ্কুম চন্দন কেশর অনুপম চম্পকমালতিমাল। বহুবিধ বনফুল নীর সুশীতল বহু উপহার রসাল।। ভানুভবনে ধরি রাখল সারি সারি দধি-ঘৃত রতন প্রদীপ। সহচরি মেলি কেলি কলাবতি বৈঠলি দেব-সমীপ।। নিজ রসে ভাসি হাসি ধনি বোলই শুনহ কাননদেবি। দেবপূজন বিধি যেজন জানয়ে তাহিক আনহ সেবি।। […] keyboard_arrow_right
  • কুসুমিত কুঞ্জে অলিকুল গুঞ্জে
    কুসুমিত কুঞ্জে। অলিকুল গুঞ্জে।। মলয় সমীরে। বহে ধীরে ধীরে।। রসবতী সঙ্গে। রসময় রঙ্গে।। দুহুঁ বুকে বুকে। শূতলি সুখে।। ধরি কুচকলসে। ঘূমল অলসে।। কিশোরি কিশোর। নিন্দে ভেল ভোর।। রহলি আবেশে। দিন ভেল শেষে।। কাননদেবী কোকিল সেবি।। করায়লি গানে। জাগল কানে।। ধনি উঠি বৈঠে। কচালই দীঠে।। শেখর ঠাড়ি। লই জলঝারি।। দুহুঁ মুখ চাঁদে ধোই সুছাঁদে। পান কর্পূরে। […] keyboard_arrow_right
  • কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে
    কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে পিককুল ভ্রমর ঝঙ্কারে। প্রিয় সহচরী সঙ্গে গাইয়া যাইবে রঙ্গে মনোহর নিকুঞ্জ কুটীরে।। হরি হরি মনোরথ ফলিব আমারে। দুহুঁক মন্থর গতি কৌতুকে হেরব অতি অঙ্গ ভরি পুলক অঙ্কুরে।। চৌদিগে সখীর মধ্যে রাধিকার ইঙ্গিতে চিরণি লইয়া করে করি । কুটিল কুন্তল সব বিথারিয়া আঁচরিব বনাইব বিচিত্র কবরী।। মৃগমদ মলয়জ সব অঙ্গে লেপব পরাইব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ