• কোন সখা বলে শুন রসময়ী
    কোন সখা বলে– “শুন রসময়ী আজু সে বিষম বড়ি। মাঝ রাজপথে হেদে আচম্বিতে কেমনে যাইব এড়ি।। এত দিন মোরা করি আনাগোনা জগাত নাহিক শুনি। কেবা সিরজিল জগাত বলিয়া আমরা নাহিক জানি।।” বড়াই কহিছে– “ভয় দেখাইছে এ বড় বিষম দানী। এ দধি দুধের নহে সে কাঙ্গাল ঐছন যাদুয়া মণি।। যার ঘরে আছে দুধের সাগর নন্দঘোষ যার […] keyboard_arrow_right
  • কোন সখী করে বেশের বন্ধনে
    কোন সখী করে বেশের বন্ধনে পদ আভরণ করে । করের কঙ্কণ নূপুর বলিয়া আপন চরণে পরে।। কেহ পরে এক নয়ানে অঞ্জন কুণ্ডল পরল এক। ভালের সিন্দুর চিবুকে পড়ল দেখ হয় পরতেক।। গলে গজমতি হার মনোহর পরিছে নিতম্ব মাঝে। বাহু আভরণ যে ছিল ভূষণ তাহাই করেতে সাজে।। আপন বেশ পরিপাটি করিয়া সকল জনে। হরষ হইয়া রাধারে […] keyboard_arrow_right
  • কোন সখী নৃত্যগীতে শ্রান্তিযুক্ত হয়া
    কোন সখী নৃত্যগীতে শ্রান্তিযুক্ত হয়া। কুচ ভার কর পদ আর পায় লয়া।। কপাল কুণ্ডল স্বর্ণে শ্বেত উৎপল। সর্ব্বাঙ্গ ভিজিয়া গেল নিজ অঙ্গ জল।। এইরূপে গোয়ালিনী লৈয়া বনমালী। মোহিয়া আপন রঙ্গে করে নানা কেলি যেন সীধু পরিহাস লৈয়া নিজ ছায়া। তেন নিজ রঙ্গেতে রঙ্গিণী ব্রজমায়া।। শত শত গোপনারী মাঝে এক কানু । তুষিয়া প্রেমের রসে হৈয়া […] keyboard_arrow_right
  • কোনো বিঘটনে না দেখি যে দিনে
    কোনো বিঘটনে না দেখি যে দিনে তোমার ও চান্দ মুখ। কে জানে সে দিনে কত উঠে মনে দুখের উপরে দুখ।। ধনি পরাণ-পুতলি তুমি। শিরে হাথ দিঞা বলি দঢ়াইঞা তোমা না ছাড়িব আমি।। অগতির গতি তোমার পিরীতি পাঞাছি অনেক সাধে। ও মুখ মলিন সজল নয়ন দেখিঞা পরান কান্দে।। জল বিনে মীন মরএ যেমন তোমা না দেখিলে […] keyboard_arrow_right
  • কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধিনী ঘরে রহে একেশ্বরী।। ধিক্‌ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি না মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • কোন্ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধীন ঘরে রহে একেশ্বরী।। ধিক্ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি না মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • কোন্ রসে প্রেম সেধে হরি
    কোন্ রসে প্রেম সেধে হরি গৌর বর্ণ হলো সে। না জেনে সে প্রেমের অর্থ প্রেম যাজন কবে হয় কিসে।। প্রভুর যে মত ঐ মত সার আর যত সব যায় ছারখার। আমি তাইতে ঘুরি কিবা করি ব্রজের পথ না পাই দিশে। অনেকে কয় অনেক মতে ঐক্য হয় না মনের সাথে। ও সে ব্রজতত্ত্ব পরম অর্থ, ফিরি […] keyboard_arrow_right
  • কোপ করএ চাহ
    কোপ করএ চাহ নয়নে নিহারি বহ ধরিঅ ন পারয় হাসে। ন বোল পুরুস বাক ন মুখ অরুন থাক চাঁদ কি জলই হুতাসে।। এ সখি মান করিবা ন জানে। কত খন সিখাউবি আনে।। ন ন ন ন ন ন ভন পিয়কে নখরে হন জেও জান তথিহু লজাই। ন কর ভৌহ ভঙ্গ ন ধরি মোলই অঙ্গজ খনহি […] keyboard_arrow_right
  • কোপহৃদয়ে মঝু অঙ্গ না হেরসি
    কোপহৃদয়ে মঝু অঙ্গ না হেরসি ভাল ভাঁতি আঁখি পসারি। খল-জন-বচনহিঁ কছু নাহি শুনসি সাঁচহুঁ বচন হামারি।। মানিনি যব কোপ করি অন্তরায়। গুণ অবগুণ ভাল মন্দ বিচারণ তবহি বুঝন ভাল যায়।। ঐছন ভাঁতি নিজ নয়ন কোণে পুন হেরসি হামারি নয়ান। হামারি হৃদয় হৃদয়ে অবধারিয় নখ-পদ অছু অনুমান।। ইথে যদি দোষ লেশ তুহুঁ পারবি তবহুঁ করবি অপমান। […] keyboard_arrow_right
  • কোমল কমল কাঞি বিহি সিরিজল
    কোমল কমল কাঞি বিহি সিরিজল মো চিন্তা পিয়া লাগী। চিন্তা ভরে নীন্দে নহি সোঅওঁ রয়নি গমাবওঁ জাগী।। বর কামিনি হো কাম পিয়ারী নিসি অন্ধিয়ারি ডরাসী। গুরু নিতম্ব ভরে ল নহি ন পারসি কামক পীড়লি জাসী।। সাওঁন মেহ ঝিমি-ঝিমি বরিসএ বহল ভমএ জল পূরে। বিজুরি লতা চক চক মক কর ডীঠী ন পসরএ দূরে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ