ভূখণ্ডমণ্ডল মাঝে তাহাতে শ্রীখণ্ড সাজে মধুমতী যাহে পরকাশ। ঠাকুর গৌরাঙ্গ সনে বিলসয়ে রাত্র দিনে নাম ধরে নরহরি দাস।। শ্রীরাধিকা সহচরী রূপে গুণে আগরি মধুর মাধুরী অনুপাম। অবনীতে অবতরি পুরুষ আকৃতি ধরি পূর্ণ কৈল চৈতন্যের কাম।। মধুমতী মধুদানে ভাসাইলা ত্রিভুবনে মত্ত কৈলা গৌরাঙ্গ নাগর। মাতিল সে নিত্যানন্দ আর সব ভক্তবৃন্দ বেদ বিধি পড়িল ফাঁফর।। যোগপথ করি […]
keyboard_arrow_right