গোপাল আর গোষ্ঠে যাবে না। যারে যা বলাই তোরাই সবে যা।। কু-স্বপন দেখেছি সে যে গোপাল যেন হারিয়েছে। বনে বনে ফিরছি কেঁদে খুঁজে পেলাম না।। অভাগিনীর আর কেহ নাই সবে মাত্র একা কানাই। সে ধন হারা হই রে বলাই, কিসের ঘরকন্না।। বনে আছে অসূরের ভয়, কখন, যেন কি দশা হয়। দিবা-রেতে তাইতে সদায় সন্দ ঘোচে […]
keyboard_arrow_right