গোঁসাই আমার দিন কি যাবে এই হালে, আমি পড়ে আছি অকুলে। (তুমি) কত অধম পাপী তাপী অবহেলে তারিলে।। জগাই মাধাই দুটি ভাই কান্দা ফেলে মারলে গায় তারে তো নিলে। আমি পাপী ডাকছি সদায়, দয়া হবে কোন্ কালে।। অহল্যা পাষাণ ছিল, সেও তো মানুষ হইল তোমার চরণ ধূলাতে। আমি তোমার কেউ নহি গো তাই কি মনে […]
keyboard_arrow_right