• গোরাপ্রেমে গরগর নিতাই আমার
    গোরাপ্রেমে গরগর নিতাই আমার। অরুণ নয়ানে বহে সুরধুনী ধার।। বিপুল পুলকাবলি শোহে হেম গায়। গজেন্দ্রগমনে হেলি দুলি চলি যায়।। পতিতেরে নিরখিয়া দুবাহু পসারি। কোরে করি সঘনে বোলায় হরি হরি।। এমন দয়ার নিধি কে হইবে আর। নরহরি অধমে তারিতে অবতার।। keyboard_arrow_right
  • গোরারূপ লাগিল নয়নে
    গোরারূপ লাগিল নয়নে। কিবা নিশি কিবা দিশি শয়নে স্বপনে।। যে দিকে ফিরাই আঁখি সেই দিকে দেখি। পিছলিতে করি সাধ না পিছলে আঁখি।। কি ক্ষণে দেখিলাম গোরা কি না মোর হৈল। নিরবধি গোরারূপ নয়নে লাগিল।। চিত নিবারিতে চাহি নহে নিবারণ। বাসু ঘোষ বলে গোরা রমণীমোহন ।। keyboard_arrow_right
  • গোরারূপ সদাই পড়িছে মোর মনে
    গোরারূপ সদাই পড়িছে মোর মনে। নিরবধি থুইয়া বুকে সে রসে ধাধস সুখে অনিমিখে দেখহোঁ নয়ানে।।ধ্রু।। পরিয়া পাটের যোড় বান্ধিয়া চিকুর ওর তাহে নানা ফুলের সাজনি। পরিসর হিয়া ঘন লেপিয়াছে চন্দন দেখি জিউ করিলুঁ নিছনি।। মৃগমদ চন্দন কর্পূর কুম্‌কুম মাজিয়া কে দিল ভালে ফোঁটা। আছুক আনের কাজ মদন মুগধ ভেল রহল যুবতীকুলে খোঁটা।। প্রাণ সরবস দেহ […] keyboard_arrow_right
  • গোরি সুনাগরি অধরে অধর ধরি
    গোরি সুনাগরি অধরে অধর ধরি ঘুমল বিদগধ চোর। কনয়া কমলে মাতি রহল কিয়ে হিমকরে যৈছে চকোর।। দেখ সখি গোরী শুতলি শ্যামকোর। লাগল নীলরতন কিয়ে কাঞ্চন কুবলয়ে চম্পকজোর।। অঙ্গ মনোহর পীন পয়োধর রাতুল করতল সাজে। উলটল কমল বিকচ কিয়ে ঝাপল কনয়া ধরাধর রাজে।। নাগরগুরু অরু নাগরী সাজল সুন্দর ভুজযুগ অঙ্গ। জলদে বিহরি জনু বেঢ়ি রহল তনু […] keyboard_arrow_right
  • গোল ক’রো না ও নাগরী
    গোল ক’রো না ও নাগরী, গোল ক’রো না গো। দেখি দেখি ঠাউরে দেখি কেমন গৌরাঙ্গ।। সাধু কি ও যাদুকর এসেছে এই নদেপুরী। খাটবে না হেথা জারিজুরি তাই কি ভেবেছো ।। বেদ-পুরাণে কয় সমাচার, কলিতে আর নাই অবতার। তবে সে কয় সেই গিরিধর এসেছে দেখো।। বেদে যা নাই তাই যদি হয়, পুঁথি পড়ে কে মরতে যায়। […] keyboard_arrow_right
  • গোলোক ছাড়িয়া পহু কেনে বা অবনী
    গোলোক ছাড়িয়া পহু কেনে বা অবনী। কালা রূপ কেনে হৈল গোরা বরণ খানি।। হাস বিলাস ছাড়ি কেনে পহু কান্দে। না জানি ঠেকিল গোরা কার প্রেম ফান্দে।। খেণে কৃষ্ণ কৃষ্ণ বলি কান্দে ঘনে ঘন।। খেণে সখি সখি বলি করয়ে রোদন।। মথুরা মথুরা বলি করে কি বিলাপ। খেণে বা অক্রূর বলি করে অনুতাপ। খেণে বলে ছিয়ে ছিয়ে […] keyboard_arrow_right
  • গোলোকের নাথ হৈয়া দেশে দেশে ভরমিয়া
    গোলোকের নাথ হৈয়া দেশে দেশে ভরমিয়া পাত্রাপাত্র না কৈলা বিচার। অযাচিত প্রেমধন দান কৈলা জনে জন জগতেরে করল উদ্ধার।। গোরা গোসাঞি করুণাসাগর অবতার। কেবল আনন্দ ধাম দিয়া হরেকৃষ্ণ নাম পতিতেরে করল নিস্তার।। অধম দুর্গত দেখি হৈয়া সকরুণ আঁখি মরি মরি বলি করে কোলে। হিয়ার উপরে তুলি লোটায় ধরণী ধূলি নদী বহে নয়ানের জলে।। তৃণ ধরি […] keyboard_arrow_right
  • গোষ্ঠলীলা গোরাচাঁদের মনেতে পড়িল
    গোষ্ঠলীলা গোরাচাঁদের মনেতে পড়িল। ধবলী শাঙলী বলি সঘনে ডাকিল।। শিঙ্গা বেণু মুরলী করিয়া জয়ধ্বনি। হৈ হৈ করিয়া ঘন ঘুরায় পাঁচনি।। রামাই সুন্দরানন্দ সঙ্গেতে মুকুন্দ। গৌরীদাস আদি সবে পাইল আনন্দ।। বাসুদেব ঘোষ গায় মনের হরিষে। গোষ্ঠলীলা গোরাচাঁদ করিল প্রকাশে।। keyboard_arrow_right
  • গোঁসাই আমার দিন কি যাবে
    গোঁসাই আমার দিন কি যাবে এই হালে, আমি পড়ে আছি অকুলে। (তুমি) কত অধম পাপী তাপী অবহেলে তারিলে।। জগাই মাধাই দুটি ভাই কান্দা ফেলে মারলে গায় তারে তো নিলে। আমি পাপী ডাকছি সদায়, দয়া হবে কোন্‌ কালে।। অহল্যা পাষাণ ছিল, সেও তো মানুষ হইল তোমার চরণ ধূলাতে। আমি তোমার কেউ নহি গো তাই কি মনে […] keyboard_arrow_right
  • গৌড় দেশে রাঢ় ভোমে শ্রীখণ্ড নামে গ্রামে
    গৌড় দেশে রাঢ় ভোমে শ্রীখণ্ড নামে গ্রামে মধুমতী প্রকাশ যাহায়। শ্রীমুকুন্দ দাস সঙ্গে শ্রীরঘুনন্দন রঙ্গে ভক্তিতত্ত্ব জগতে লওয়ায়।। শুনি মধুমতী নাম নিত্যানন্দ বলরাম সপার্ষদে দিল দরশন। দেখি অবধৌত চন্দ্র হইয়া পরমানন্দ নতি করি বন্দিলা চরণ।। কহে নিত্যানন্দ রাম শুনি মধুমতী নাম আসিয়াছি তৃষিত হইয়া। এত শুনি নরহরি নিকটেতে জল হরি সেই জল ভাজনে ভরিয়া।। আনিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ