• গৌণরাস কহিল এবে কহি মহারাস
    গৌণরাস কহিল এবে কহি মহারাস শুনহ শ্রবণ পাতি। আগে কহিয়াছি পঞ্চ অধ্যায়ের ব্রহ্মরাত্রি হয় তথি।। * * * * keyboard_arrow_right
  • গৌর কি আইন আনিলে নদীয়ায়
    গৌর কি আইন আনিলে নদীয়ায়। এ তো জীবের সম্ভব নয়।। আন্‌কা বিচার,আন্‌কা আচার দেখে শুনে লাগে ভয়।। ধর্মাধর্ম বলিতে কিছুমাত্র নাই তাতে, প্রেমের গুণ গায়। জাতের বোল রাখলে না সে তো করলে একাকার ময়।। শুদ্ধ অশুদ্ধ নাইকো জ্ঞান, সাতবার খেয়ে একবার চান করেন সদায়। আবার অসাধ্যরে সাধ্য করে, জীবে না যায় ছোঁয় ঘৃণায়।। যবন ছিল […] keyboard_arrow_right
  • গৌর আজ্ঞায় বিচারিলে পাইবায় তার দরশন
    গৌর আজ্ঞায় বিচারিলে পাইবায় তার দরশন। এই তনে ছাপিয়া রইছে সেই রতন। কিতাব কোরাণ পড়ি না পাই তার দরশন। ‘ওজিফা’তে শুদ্ধ বচন চিন্‌লায় না রে অজ্ঞান মন। খানা পানি খাইয়া থাকে নিশাভাগে হয় চেতন। রূপের ঘরে রূপ জ্বল্‌তেছে বিনা চক্ষে দরশন। কহিল ফকির ছৈয়দ আলী জিতে না হইল মরণ। আঠার মোকাম ধুড়ি ত্রিপুন্নিতে দরশন। keyboard_arrow_right
  • গৌর কিশোর পুরুব রসে গরগর
    গৌর কিশোর পুরুব রসে গরগর মনে ভেল গোঠবিহার। দাম শ্রীদাম সুবল বলি ডাকই নয়নে গলয়ে জলধার।। বেত্র বিষাণ বেণু লেই সাজহ যায়ব ভাণ্ডি সমীপ। গৌরীদাস সাজ করি তৈখনে গৌর নিকট উপনীত।। ভাইয়্যা অভিরাম বদন ঘন বাওই নূপুর চরণহি দেল। নিত্যানন্দ চন্দ্র পহুঁ আগুসরি ধবলি ধবলি ধনি কেল।। নদিয়ানগরলোক সব ধাওত হেরইতে গৌরক রঙ্গ। দাস জগন্নাথ […] keyboard_arrow_right
  • গৌর গোবিন্দগুণ শুন হে রসিক জন
    গৌর গোবিন্দগুণ শুন হে রসিক জন বিষ্ণুমহাবিষ্ণুপর পঁহু। যাঁর পদনখদ্যুতি পরম ব্রহ্মের স্থিতি সুরমুনি গণের প্রাণ তহুঁ।। অন্তরে বরণ ভিন্ন বাহিরে গৌরাঙ্গ চিহ্ন শ্রীরাধার অঙ্গকান্তি রাজে। শতদল কমল হেমকর্ণিকার মাঝে বিহরই চারি দ্বারী সাজে।। গোলোক বৈকুণ্ঠ আর শ্বেতদ্বীপ নামে সার আনন্দ অপার এক নাম। বাসুদেব সঙ্কর্ষণে প্রদুম্নাানিরুদ্ধ সনে চারি দিকে সাজে চারি ধাম।। ক্ষীরোদসাগরজলে ভুজঙ্গরাজের […] keyboard_arrow_right
  • গৌর চান্দের নাম শুনিতে নাই তার বাসনা
    গৌর চান্দের নাম শুনিতে নাই তার বাসনা, ও তারে বুঝাইলে বুঝেনা গো সই জপাইলে জপে না। বলছে মোরে কানে কানে, সে জপতে পারে সে নাম বিনে, এগো এখনে বুঝিলু তারে কাল ভুজঙ্গের ছানা। যেই নামে পাষাণ গলে, সেই নামে তার অঙ্গ জ্বলে, এগো লইবে না সেই নামটি মুখে করিয়াছে কল্পনা। রাখ, মানে না থাক্‌ মানে […] keyboard_arrow_right
  • গৌর দেহ সুচারু সুবদনি
    গৌর দেহ সুচারু সুবদনি শ্যামসুন্দর নাহ রে। জলদ উপরে তড়িত সঞ্চরু সরূপ ঐছন আহ রে।। পীঠ পর ঘন দোলত শ্যাম বেণী নিরখি ঐছন ভান রে। (জনু) উজর হাটক- পাট কর গহি লিখন লেহু পাঁচবাণ রে।। খণ না থির রহ সঘন সঞ্চর মণিক মেখলা রাব রে। ময়ন রায় দুহাই কহ কহ জঘন যশ রস গাব রে।। […] keyboard_arrow_right
  • গৌর নটবর হেরি গত দিবাকর
    গৌর নটবর হেরি গত দিবাকর খেলারস তেজিল রঙ্গে। তেজি জাহ্নবিকুল নগর মুখে ধাওল নব নব দ্বিজ শিশু সঙ্গে।। কিয়ে ধূলিধূসর গৌর কলেবর সুচারু তিলক ভাল। আপাদলম্বিত সঘনে ঘন দোলত হিয়ায় বনি বনমাল।। হেরত বারি বারি নদিয়া নাগরি সুরধুনি বারি ভরি কুম্ভে। গৌর সুধাকর হেরিয়ে জর জর তেজল গতি অবিলম্বে।। মন উনমত কোই কোই জায়ত শ্রীচরণে […] keyboard_arrow_right
  • গৌর বরণ সোনা
    গৌর বরণ সোনা। ছটক চাঁদের জোনা। তরুণ অরুণ চরণে থির ভাবে বিয়াকুল মনা।। অরুণ নয়নে ধারা জনু সুরধুনী পারা। পুলকে গহন সিচয়ে সঘন মহী জিনি ভার ভরা। বদনে ঈষৎ হাসি তরুণী ধৈরজ নাশি। খেনে খেনে গদ গদ হরি বোল কাঁদনে ভুবন ভাসি।। গদাই ধরিয়া কোলে মধুর মধুর বোলে। আর কি আর কি করিয়া কাঁদয়ে না […] keyboard_arrow_right
  • গৌর বরণ হিরণ কিরণ
    গৌর বরণ হিরণ কিরণ অরুণ বসন তায়। রাতা উতপল নয়ন যুগল প্রেমধারা বহি যায়।। দেখ দেখ নবদ্বীপ রাজ। ভাবে বিভোর সদা গর গর মধুর ভকত মাঝ।।ধ্রু।। কহয়ে আবেশে পূরব বিলাসে মধুর রজনী কথা। অমিয়া ঝরণ ঐছন বচন হরল মনের বেথা।। শুনি হরষিত সকল ভকত প্রেমের সাগরে ভাসে। সে সব সোঙরি কান্দয়ে গুমরি দীন গোবর্দ্ধন দাসে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ