• ঘন মেঘ বরিখয়ে বিজুরী চমকে
    ঘন মেঘ বরিখয়ে বিজুরী চমকে। তাহা দেখি প্রাণ মোর থরহরি কাঁপে।। ছোড় ছোড় আঁচর নীলজ মুরারী। লাজ নাহিক তোর হাম পরনারী।। ঝাঁপল বনতল তিমির আসিয়ে। একসরি আকুল পথ নাহি পাইয়ে।। নিবারিয়ে নীরধার বসন অঞ্চলে। নিরজন জানিয়া আয়লুঁ তরুতলে।। বিপতি সময়ে তব এবা কোন ঢঙ্গ। গোবিন্দদাস কহে লাগয়ে চঙ্ক।। keyboard_arrow_right
  • ঘন শ্যাম শরীর কেলি রস
    ঘন শ্যাম শরীর কেলি রস যমুনাক তীর বিহার বনি। শ্রীদাম সুদাম ভায়া বলরাম সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিণী।। ঘন চন্দন ভাল কানে ফুল ডাল অঙ্গে গিরি লাল কিয়ে চলনি। লুফিছে পাচনি বাজিছে কিঙ্কিণী পদ নূপুর ঝুনু ঝুনু শুনি।। কত যন্ত্র সুতান কলা রস গান বাজায়ত মান করি সুমেলে। যব বেণু পুরে মৃগ পাখী ঝুরে পুলকে তরু […] keyboard_arrow_right
  • ঘন শ্যাম শরীর কেলি-রস
    ঘন শ্যাম শরীর কেলি-রস যমুনাক তীর বিহার বনি। শ্রীদাম সুদাম ভায়া বলরাম সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিনী।। ঘন চন্দন ভাল কানে ফুল-ডাল অঙ্গে গিরি-লাল কিয়ে চলনি। লুফিছে পাঁচনি বাজিছে কিঙ্কিনী পদ-নূপুর ঝুনু ঝুনু শুনি।। কত যন্ত্র সুতান কলারস গান বাজায়ত মান করি সুমেলে। যব বেণু পূরে মৃগ পাখী ঝুরে পূলকে তরু পল্লব-পুষ্প-ফলে।। কেহ রূপ চাহে কেহ […] keyboard_arrow_right
  • ঘন-শ্যামর-তনু তুহুঁ কিয়ে ভোরি
    ঘন-শ্যামর-তনু তুহুঁ কিয়ে ভোরি। ঘোর-বিরহ-জ্বরে মুরছিত গোরি।। ঘন ঘন সুন্দরি তুয়াপথ জোই। ঘেরল সকল সখীগণ রোই।। ঘর মাহা রহইতে রহই না পারি। ঘুরত যৈছে পিঞ্জরমাহা সারি।। ঘন ঘনাসর চন্দন হিয়ে লাই। ঘুমক সাধে শয়ন অবগাই।। ঘাতক মদন ততহিঁ ভেল বাম। ঘর ঘর শবদে লেই তুয়া নাম।। ঘাম-কিরণ সম মানই চন্দ। ঘূণে বিন্ধল হিয়া পাঁজর-বন্ধ।। ঘন […] keyboard_arrow_right
  • ঘর গুরুজন পুর পরিজন জাগ
    ঘর গুরুজন পুর পরিজন জাগ। কাহুক লোচন নিন্দও ন লাগ।। কোন পরিজুগুতি গমন হোএত মোর। তম পিবি বাঢ়ল চাঁদ উজোর।। সাহসে সাহিঅ প্রেম ভঁডার। অবহু ন আবএ করম চন্দার।। দুহু অনুমান কএল বিহি জোর। পাঁখি নহি দেল বিধাতা ভোর।। ভনই বিদ্যাপতি জদি মন জাগ। বড়ে পুনে পাবিঅ নব অনুরাগ।। keyboard_arrow_right
  • ঘর ঘর ভরমি জনম নিত
    ঘর ঘর ভরমি জনম নিত তনিকাঁ কেহন বিবাহ। সে অব করব গৌরী বর ই হোয় কতয় নিবাহ।। কতয় ভবন কত আগন বাপ কতয় কত মাএ। কতহু ঠহোর নহি ঠেহর ককর এহন জমায়।। কোন কয়ল এহো অসুজন কেও ন হিনক পরিবার। জে কয়ল হিনক নিবন্ধন ধিক থিক সে পজিয়ার।। কুল পরিবার একো নহি জনিকা পরিজন ভূত […] keyboard_arrow_right
  • ঘর নহে ঘোর হেন ঘরের বসতি
    ঘর নহে ঘোর হেন ঘরের বসতি। বিষ হেন লাগে মোরে পতির পিরীতি।। বিরলে ননদী মোরে যতেক বুঝায়। কানুর পিরীতি বিনে আন নাহি ভায়।। সখি মোর নব অনুরাগে। পরবশ জীউ না উবরে পুণভাগে।। আঁখে রৈয়া আঁখে নহে সদা রহে চিতে। সে রস বিরস নহে জাগিতে ঘুমিতে।। এক কথা লাখ হেন মনে বাসি ধান্দি। তিলে কতবার দেখোঁ […] keyboard_arrow_right
  • ঘরে হৈতে আইলাম বাঁশী শিখিবারে
    ঘরে হৈতে আইলাম বাঁশী শিখিবারে। নিজ দাসী বলি বাঁশী শিখাহ আমারে।। কোন্‌ রন্ধ্রেতে শ্যাম গাও কোন্‌ তান। কোন্ রন্ধ্রের গানে বহে যমুনা উজান।। কোন্ রন্ধ্রেতে শ্যাম গাও কোন্ গীত। কোন্ রন্ধ্রের গানে রাধার হরিলে হে চিত।। কোন্‌ রন্ধ্রের গানেতে কদম্ব ফুল ফুটে। কোন্ রন্ধ্রের গানেতে রাধার নাম উঠে।। ভাল হইল আইলে রাই মুরলী শিখাব। জ্ঞানদাসের […] keyboard_arrow_right
  • ঘরে কি হয় না ফকীরী
    ঘরে কি হয় না ফকীরী । কেন হলি রে নিমাই আজ দেশান্তরী।। ভ্রমি বার বসে তের, আরও তো হতে পারে কার, বলে গেলে হয় , সে ও তো কথা নয় মন না হলে নির্বিকারী।। মন না মুড়ায়ে কেন মুড়ালে তাইতে কি রতন মেলে, মনে দিয়ে বেঁধেছ যে জন তারি কাছে সদায় বাঁধা হরি।। ফিরে ঘরে […] keyboard_arrow_right
  • ঘরে ঘরে উকটিতে পদচিহ্ন দেখি পথে
    ঘরে ঘরে উকটিতে পদচিহ্ন দেখি পথে সকরুণ-নয়ানে নেহারে। আহা মরি হায় হায় মূরছিয়া পড়ে তায় কান্দে পদচিহ্ন লৈয়া কোরে।। মায়েরে কর‍্যাছ রোষ সঙ্গিয়ারে কিবা দোষ কোথা আছ বোল ডাক দিয়া। যদি থাকে মনে রোষ ক্ষেম ভাই সব দোষ যশোদা মায়ের মুখ চায়্যা।। শুনিয়া শ্রীদামের কথা মরমে পাইয়া বেথা তুরিতে আইলা নীলমণি। মরণ-শরীরে যেন পাইল পরাণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ