চিতান–সখি সনে স্ব ভবনে বসে আছেন রাই। এমন সময় কালে, জয়রাধা শ্রীরাধাবলে, বংশীধ্বনি করিলেন কানাই। লহর–শুনে সেই বাঁশরী ধৈর্যহারা রাই কিশোরী, পড়িলেন ঢলে, অম্নি ধেয়ে সখি সকলে, কোলে তুলে রাই রতনে,জিজ্ঞাসে মধুর বচনে, এমন হলে কি কারণে, বল্ গো মন খুলে।। মিল–ললিতার গলে ধরি কমলিনী কয় নারীর প্রাণে আর কত সয়, নিদারুণ বাঁশীর আকর্ষণ। মহড়া–আর […]
keyboard_arrow_right