• জলদবরণ কানু দলিত অঞ্জন তনু
    জলদবরণ কানু দলিত অঞ্জন তনু উদইছে শুধু সুধাময়। নয়ন চকোর মোর পিতে করে উতরোল নিমিখে নিমিখ নাহি সয়।। সই, দেখিনু শ্যামের রূপ যাইতে জলে। ভালে সে গোকুলনারী হইয়াছে পাগলী সকল লোকেতে বলে।। কিবা সে চাহনি ভূবনভুলনী শোভিত গলের মাল। মধুর লোভে ভ্রমরা বুলে বেড়িয়া তহি রসাল।। দুইটী লোচন মদনের বাণ দেখিতে পরাণ হানে। পশিয়া মরমে […] keyboard_arrow_right
  • জলধর অম্বর ছা্য়ল রে
    জলধর অম্বর ছা্য়ল রে পাউষ ঋতু পরবেশ। হেরি হেরি হিয়া ডাডরায়ল রে নাহ নাহিক নিজ দেশ।। কি মোহে ধরল দুরভানে। জানলো বিহি ভেল বামে।। হাম সে কুমুদিনী পিয়া সে শশধর এ মোহে আছল অভিলাষে। এতএ বিচারি হাম জীউ রাখব কবহুঁ করব পরকাশে।। জীউক পিরীতি নিরাশ। জীবইতে না তেজব আশ।। জগমাহা জলে জনু এক। জ্ঞানদাস কহ […] keyboard_arrow_right
  • জলধর অম্বর রুচি পহিরাউলি
    জলধর অম্বর রুচি পহিরাউলি সেত সারঙ্গ কর বামা। সারঙ্গ অদন দাহিন কর মণ্ডিত সারঙ্গ গতি চলু রামা।। মাধব তোরে বোলে আনল রাহী। সারঙ্গ ভাস পাস সয়ঁ আনলি তুরিত পঠাবহ তাহী।। সম্ভু ঘরিনি বেরি আনি মেরাউলি হরি সুত সুত ধুনি ভেলা। অরুনক জোতি তিমির পিড়ি ঊগল চাঁদ মলিন ভএ গেলা।। keyboard_arrow_right
  • জলধি মাগএ রতন ভঁডার
    জলধি মাগএ রতন ভঁডার। চাঁদ অমিয় দে সবর সসার।। নাগর জে হোঅ কি করত চাহি। জকরা জে রহ সে দে তাহি।। সাজনি কি কহব আপন গেআঁন। পর অনুরোধে কতএ রহ মান।। বিনু পওলে তকরাহু দুর জাএ। দুহু দিস পাএ অনুতাপ জনাএ।। পওলে অমর হোএ দহু কোএ। কাঠ কঠিন কুলিসহু সত হোএ।। keyboard_arrow_right
  • জলধি সুমেরু দুঅও থিক সার
    জলধি সুমেরু দুঅও থিক সার। সব তহ গনিঅ অধিক বেবহার।। মালতি তোহে জদি অধিক উদাস। ভমর গঞো সঞো আবে কমলিনি পাস।। লাথ করসি কত অবসর পাএ। দেহরি ন হোঅএ হাথে ঝপাএ।। কুচ জুগ কঞ্চন কলস সমান। মুনি জন দরসনে উগএ গেআন।। তঞে বর নাগরি অপনে গূন। কওনক দেলে হো বড় পূন।। keyboard_arrow_right
  • জলপান করি কান মুখে দিয়া গুয়াপান
    জলপান করি কান মুখে দিয়া গুয়াপান খড়িকে চলিলা গো-দোহনে। গাভীগণ স্তনভরে ঘন হাম্বারব করে কানুপথ নিরখে সঘনে।। আইলা গোকুল চাঁদ করে ধরি ডোরি ছাঁদ আর গোপ আসি তার সঙ্গে। ছাড়ি দিলা বৎস সব গোঠে উঠে হাম্বারব শুনিতে বাঢ়িল বহু রঙ্গে।। দেখিয়া কানুর মুখ ধেনুর হইল সুখ বৎস পিয়ে হরষিত মনে। পিশঙ্গী মাণিকস্তনী দোহে কানু গুণমণি […] keyboard_arrow_right
  • জলে তোরা কে যাবে গো আয়
    জলে তোরা কে যাবে গো আয়। ঐ শোন রাধা রাধা বলে প্রাণবন্ধে বাঁশী বাজায়।। সখি যদি যাও জলে কলসী লও কাকে তুলে গো। রাধিকার বন্ধুরে পাইলে ইসারাতে দেখাই বায়।। প্রাণ বন্ধের বাঁশীর টান আকুল করিল প্রাণ গো। আমার ধর্মে কর্মে নাই অবধান যাই চল গো যমুনায়।। যদি বন্ধে দেখা করে জনমের মত দেখব তারে গো। […] keyboard_arrow_right
  • জলে হয় না নিবারণ জ্বলে গৈয়া গৈয়া
    জলে হয় না নিবারণ জ্বলে গৈয়া গৈয়া। মোর অন্তরে তুষের আগুন কে দিল জ্বালাইয়া।। দেহার মাঝে জ্বলে আগুন দাহ দাহ করিয়া। কোথায় গেল প্রাণ বন্ধু দেখাও গো আনিয়া।। কোথায় যাব কি করিব পাই না গো ঢুরিয়া । দিবানিশি জ্বলে আগুন নিবাইব কি দিয়া।। বন্ধু বিনে বাঁচি কেমনে প্রাণ যাবে উড়িয়া। প্রাণ বন্ধু পাষাণ হল শ্যামচান […] keyboard_arrow_right
  • জলেনি যাইবায় সখী গো চল প্রাণেশ্বরী
    জলেনি যাইবায় সখী গো চল প্রাণেশ্বরী, যমুনার ঘাটে বাজে মোহন মুররী। কাংখেতে কলসী লইয়া না কর বিরাজ, অবিলম্বে গিয়া সবে দেখি যুবরাজ। মুররী বাজায় কালা নামে নামে ডাকে, কলসী লইয়া চল যার মনে থাকে। সব সখী চালে গেল দিয়া প্রেম মালা, আনন্দে মিলল আসি শ্যাম চিকন কালা। গোকুলের যত নারী আনন্দ রঙ্গেতে, কাংখেতে কলসী লইয়া […] keyboard_arrow_right
  • জলের ঘুরণী বড় তরণী আমার দড়
    জলের ঘুরণী বড় তরণী আমার দড় অশ্ব গজ কত নরনারী। দেবতা গন্ধর্ব্ব যত পার করি শত শত যুবতীযৌবন এত ভারি।। ভূবনমোহন শ্যামচন্দ। ভানুসুতা পানে চেয়ে হাসি হাসি কথা কহে শুন শুন যুবতীর ছন্দ।। উমড়িয়া শ্যাম মেঘে ঘিরি নিল চারিদিকে পবনে কাঁপায় সব তনু। ঘন উছলিছে জল নৌকা করে টলমল তরুণী তরণী ভার দুনু।। আমার বচন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ