জলে হয় না নিবারণ জ্বলে গৈয়া গৈয়া।
মোর অন্তরে তুষের আগুন কে দিল জ্বালাইয়া।।
দেহার মাঝে জ্বলে আগুন দাহ দাহ করিয়া।
কোথায় গেল প্রাণ বন্ধু দেখাও গো আনিয়া।।
কোথায় যাব কি করিব পাই না গো ঢুরিয়া ।
দিবানিশি জ্বলে আগুন নিবাইব কি দিয়া।।
বন্ধু বিনে বাঁচি কেমনে প্রাণ যাবে উড়িয়া।
প্রাণ বন্ধু পাষাণ হল শ্যামচান কালিয়া।।
দিবানিশি ফিরি ভাসি অকূলে পড়িয়া ।
এ দেশে দরদী নাই মোর কে নিবে তুলিয়া।।
দয়াল বলে নামটি শুনি জগত জুড়িয়া।
আমারে না কইল দয়া কি দোষ জানিয়া ।।
আমি যদি যাই মরিয়া অকুলে ডুবিয়া।
দয়াল নামে হয় কলঙ্ক রিয়াছত কয় কান্দিয়া।।