ঝরকা উপরে কৃত্তিকা সুন্দরী তা সনে সুন্দরী রাধা। দেখিতে সে খেলা মন ভেল ভোলা সকলি মানিল বাধা।। হৃদয়-ভিতরে পশি গেল রূপ ধৈরজ নাহিক রহে। “এমন মুরতি এ মহীমণ্ডলে কভু ত নাহিক হয়ে।। হেন রূপ সখি, কোথা না আছিল কে হেন আনিল নিধি। কেমন করিয়া এমন বরণ বসিয়া গড়িল বিধি।।” হৃদয়-মাঝারে পশিল ও রূপ * বিদগধি […]
keyboard_arrow_right