• ঠাওর নাই মোর মন-কাণ্ডারী বুঝি
    ঠাওর নাই মোর মন-কাণ্ডারী বুঝি তিরো ধারায় এবার ডুবাই তরী। যেমন মাঝি দিশে হারা, তেমনি দাঁড়ী মাল্লা তারা। এরা কে কোন্‌ দিকে বয় কেউ কারো বশ নয়, পারে যাওয়া কঠিন হলো ভারি। এক নদীর তিন বইছে ধারা, নাই কো নদীর কূল কিনারা। ও সে বেগে তুফান ধায়, দেখে লাগে ভয়, ভাসিয়েছি ডিঙ্গা উপায় কি করি। […] keyboard_arrow_right
  • ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ
    ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ শুন ভাই হঞা একমন। আশ্রয় হইঞা সেবে তারে কৃষ্ণ ভক্তি লভে আর সব মরে অকারণ।। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল আজ নাহি কেহো বলবন্ত।। তীর্থজল ত্রিভুবনে লিখিয়াছে পুরাণে সে সকল ভক্তি প্রবঞ্চন । বৈষ্ণবের পাদোদক শমন ঠেলিতে সব […] keyboard_arrow_right
  • ঠাকুর বৈষ্ণবগণ করো এই নিবেদন
    ঠাকুর বৈষ্ণবগণ করো এই নিবেদন মো বড় অধম দুরাচার। দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি চুলে ধরি মোরে কর পার।। বিধি বড় বলবান না শুনে ধরম জ্ঞান সদাই করম ফাঁসে বান্ধে। না দেখি তারণ লেশ যত দেখি সব ক্লেশ অনাথ কাতরে তেঞি কান্দে।। কাম ক্রোধ মদ যত নিজ অভিমান তত আপন আপন স্থানে টানে। ঐহুন […] keyboard_arrow_right
  • ঠাকুর গৌরাঙ্গ নাচে নদীয়া নগরে
    ঠাকুর গৌরাঙ্গ নাচে নদীয়া নগরে। শুনিয়া ত্রিবিধ লোক না রহিল ঘরে।। হেম-মণি-আভরণ শ্রীঅঙ্গেতে সাজে। চন্দনে লেপিত অঙ্গ ভাণ্ডবিন্দু মাঝে।। চাঁদে চন্দনে কিবা সুমেরু ভূষিত। মালতীর মালে গলদেশ অলঙ্কৃত।। আগে নাচে অদ্বৈত যার লাগি অবতার। বাহিরে গৌরাঙ্গ নাচে আনন্দ সবার।। নাচিতে নাচিতে গোরা যেনা দিগে যায়। লাখে লাখে দীপ জ্বলে কেহ হরি গায়।। কুলবধূ সকল ছাড়িয়া […] keyboard_arrow_right
  • ঠাকুর নিতাইচাঁদ দয়া কর মোরে
    ঠাকুর নিতাইচাঁদ দয়া কর মোরে। তোমার চরিত্র নাম দিবা নিশি অবিরাম সদা যেন কণ্ঠে মোর স্ফুরে।।ধ্রু।। হাড়াই পণ্ডিত ধাম একচক্রা নামে গ্রাম অবতার অনন্ত বৈভব। অগতি জনার বন্ধু নিতাই করুণা সিন্ধু প্রেম দিছেন হৈয়া অকৈতব।। চৈতন্যের যাহারে রোষ নিত্যানন্দ ক্ষমি দোষ হেন পাপী নিস্তার করিলা। নিজ পুরি দেখি শূন্য যম আসি করে দৈন্য মোরে অধিকার […] keyboard_arrow_right
  • ঠাকুর পণ্ডিতের বাড়ী গোরা নাচে ফিরি ফিরি
    ঠাকুর পণ্ডিতের বাড়ী গোরা নাচে ফিরি ফিরি নিত্যানন্দ বলে হরি হরি। কান্দি গৌরীদাস বলে পড়ি প্রভুর পদ-তলে কভু না ছাড়িবে মোর বাড়ী।। আমার বচন রাখ অম্বিকা নগরে থাক এই নিবেদন তুয়া পায়। যদি ছাড়ি যাবে তুমি নিশ্চয় মরিব আমি রহিব সে নিরখিয়া কায়।। তোমারা যে দুটি ভাই থাক মোর এই ঠাঞি তবে সভার হয় পরিত্রাণ। […] keyboard_arrow_right
  • ঠারে ঠোরে তারে তোরে
    ঠারে ঠোরে তারে তোরে দেখিলাম নয়ানে। কিসের কথা কৈতেছিলি নন্দের পোয়ের সনে।। যুবা মায়্যা পথে পায়্যা মধ্যে কিসের কথা। হেন বুঝি দাদার আমার হেঁট করিবি মাথা।। কিসের তর্জন কিসের গর্জন কিসের হেঁট মাথা। কখন কৈতেছিলাম নন্দের পোয়ের সনে কথা।। নন্দের পোয়ের সনে কথা কৈতেছিলাম যদি। তখন কেনে ধরিস নাই লো থুবরা গরবাখাগী।। আপ্‌নি যেমন পরকে […] keyboard_arrow_right
  • ঠালল রমণ ঠমকে বৈঠল
    ঠালল রমণ ঠমকে বৈঠল ঠারা ঠারি করে তারা। ঠাট করি রথ ঠেলা ঠেলি যত ঠালিল রমণ সারা।। ঠান বেশ ধরি ঠমকে যাইবে রথে। ঠকের ঠাকুর ঠকমকি সারা ঠাকুর বলিয়ে তারে। ঠাকুর হইলে ঠাকুরালি পনা ঠমক সে জন করে।। ঠকাইয়া এবে ঠমকে যাইবে ঠানিল গোপের রামা। ঠার নাহি চিতে অবলা বধিতে ঠারে ঠেলিব তোমা।। ঠানিল মরণ […] keyboard_arrow_right
  • ঠালল রমণ ঠমকে বৈঠল
    ঠালল রমণ ঠমকে বৈঠল ঠারা ঠারি করে তা’রা। ঠাট করি রথ ঠেলা ঠেলি যত ঠালিল রমণ সারা।। ঠান বেশ ধরি ঠমকে যাইবে রথে। ঠকের ঠাকুর ঠকমকি সারা ঠাকুর বলিয়ে তারে। ঠাকুর হইলে ঠাকুরালি পনা ঠমক সেজন করে।। ঠকাইয়া এবে ঠমকে যাইবে ঠানিল গোপের রামা। ঠার নাহি চিতে অবলা বধিতে ঠারে ঠেলিব তোমা।। ঠানিল মরণ ঠাকুর […] keyboard_arrow_right
  • ঠেকিনু দানীর হাতে
    ”ঠেকিনু দানীর হাতে। বহুদিন এই পথে আসি যাই পশরা লইয়া মাথে।। যে বলে জাগাতি যায় তার জাতি কুলের বজর পড়ি। যত করে নাট আসি এই ঘাট এই যে বড়াই বুড়ি।। বুড়ির বচনে এ পথে আসিয়া ঠেকিল দানীর ঠাঁই। কেমনে ও পারে গেলে সে আমরা আর সে আসিব নাই ।। কে জানে এমন হবে পরিণাম তবে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ