• থর থর কাঁপই নাম শ্রবণে ধনী
    থর থর কাঁপই নাম শ্রবণে ধনী দর দর লোচনে নীর। জর জর অন্তর স্মরশর লাগল ভাঁগল আগল ধীর।। লোর সমারি কোরে মুখ রাখত হেরি বদন সখী চাহ। যাকর নাম কহলি তুহুঁ মঝু পত্র তাকর রূপ শুনাহ।। পিশুন বাণে বিকল মৃগী ঝুমত তাহে জানি বাজল শেল। তৈখনে রূপ সহ নাম শুনল ধনী মরমে ভেদি রহি গেল।। […] keyboard_arrow_right
  • থর থর কাঁপল লহু লহু ভাস
    থর থর কাঁপল লহু লহু ভাস। লাজে ন বচন করএ পরকাস।। আজু ধনি পেখল বড় বিপরীত। খন অনুমতি খন মানএ ভীত।। সুরতক নামে মুদএ দুই আখি।। পাওল মদন মহোদধি সাখি।। চুম্বন বেরি করএ মুখ বঙ্কা। মিলন চাঁদ সবোরুহ অঙ্কা।। নীবিবন্ধ পরসে চমকি উঠে গোরী।। জানল মদন ভণ্ডারক চোরী।। ফুয়ল বসন হিয়া ভুজে রহু সাঁঠি। বাহিরে […] keyboard_arrow_right
  • থরহরি কাঁপয়ে গদগদ ভাষ
    থরহরি কাঁপয়ে গদগদ ভাষ। লাজে বচন নাহি করে পরকাশ।। শুন শুন কানু করয়ে ধনি ভীত। কবহুঁ না জানই সুরতকি রীত।। তুহুঁ হোয়বি চন্দন-সম শীত। তোহে সোঁপল ইহ বাল-চরীত।। রভস করবি বুঝি বিদগধ-রায়। যৈছনে সুকুমারি দুখ নাহি পায়।। নিয়ড়ে রাখি ইহ হাম সব যাই। এত কহি সব সখি রহল ছাপাই।। দুহুঁ কর কেলি-দরশক আশে। কব হেরব […] keyboard_arrow_right
  • থাক না মন একান্ত হয়ে
    থাক না মন একান্ত হয়ে। গুরু গোঁসাইর বাক লয়ে।। চাতকের প্রাণ যদি যায় তবু কি অন্য জল খায় ঊর্ধমুখে থাকে সদায় নব-ঘন জল চেয়ে। তেমনি মন হলে সাধন সিদ্ধি হবে এই দেহে।। এক নিরিখ দেখ ধনি সূর্যগত কমলিনী দিনে বিকিশত তেমনি নিশিতে মুদিত রহে। তেমনি যেন ভক্তের লক্ষণ একরূপে বাঁধে হিয়ে।। বহু বেদ পড়াশুনা সম্বিতে […] keyboard_arrow_right
  • থাকি থাকি থাকি বেথিত অন্তর
    থাকি থাকি থাকি বেথিত অন্তর কান্দিয়া কান্দিয়া উঠে। থির নাহি চিতে থাকিয়া বেথিত যেমন আনল ছুটে।। থোর দরশন থাকিত থোকিত থির থির নাহি মান। থাপিল তোমার যুগল চরণ থল সে নাহিক জান।। থির করি চিত থর থর করে থাকি থাকি কেন কাঁদে। থাকুক থাকুক তোমার পীরিতি থির আর নাহি বাঁধে।। থল না রাখিলে থুইবে খেয়াতি […] keyboard_arrow_right
  • থাকি থাকি থাকি বেথিত অন্তর
    থাকি থাকি থাকি বেথিত অন্তর কান্দিয়া কান্দিয়া উঠে। থির নাহি চিতে থাকিয়া বেথিত যেমন আনল ছুটে।। থোর দরশন থাকিত থোকিত থির থির নাহি মান। থাপিল তোমার যুগল চরণ থল সে নাহিক জান।। থির করি চিত থর থর করে থাকি থাকি যেন কাঁদে। থাকুক থাকুক তোমার পীরিতি থির আর নাহি বাঁধে।। থল না রাখিলে থুইবে খেয়াতি […] keyboard_arrow_right
  • থির পদ পরিহরিএ জে জন অথির মানস লাব
    থির পদ পরিহরিএ জে জন অথির মানস লাব। সব চাহিন দিনে দিনে খেলরত পরতর পাব। সাজনি থির মন কএ থাক। হটেঁ জে জখনে করম করিঅ ভল নহি পরিপাক। বুধজন মন বুঝি নিবেদএ সবে সংসারেরি ভাব। জখনে জতে বিভব রহএ তখনে তেহিঁ গমাব। ভন বিদ্যাপতি সুন তঞে জুবতি চিতেঁ ন ঝাঁষহি আন। keyboard_arrow_right
  • থির বিজুরি বরণ গৌরী
    থির বিজুরি বরণ গৌরী পেখিনু ঘাটের কূলে। কানড়া ছাঁদে কবরী বাঁধে নব মল্লিকার মালে ।। সই মরম কহিয়ে তোরে। আড় নয়নে ঈষৎ হাসিয়া বিকল করল মোরে।। ফুলের গেরুয়া লুফিয়া ধরয়ে সঘনে দেখায় পাশ। উচ কুচযুগ বসন ঘুচায়ে মুচকি মুচকি হাস।। চরণ কমলে মল্লতোড়ল। সুন্দর যাবক রেখা। কহে চণ্ডীদাস হৃদয়ে উল্লাস পালটি হইবে দেখা।। keyboard_arrow_right
  • থির নহি জউবন থির নহি দেহ
    থির নহি জউবন থির নহি দেহ। থির নহি রহএ বালভু সঞো নেহ।। থির জনু জানহ ই সংসার। এক পএ থির রহ পর উপকার।। সুন সুন সুন্দরি কএলহ মান। কী পরসংসহ তোহর গেআন।। কউলতি কএ হরি আনল গেহ। মূর ভাঁগল সন কএলহ সিনেহ।। আরতি আনল বিঘটিত রঙ্গ। সুতরিক রাব সরিস ভেল সঙ্গ।। বিমুখি চললি হরি বুঝি […] keyboard_arrow_right
  • থির বিজুরি সম যে গৌরী
    থির বিজুরি সম যে গৌরী পেখিলুঁ ঘাটের কূলে। কানড় ছান্দে কবরী বান্ধে নবমল্লিকার মালে।। সই মরম কহিলুঁ তোরে। আড় নয়নে ঈষৎ হাসিয়া বিকল করিল মোরে।।ধ্রু।। ফুলের গেঁড়ুয়া লুফিয়া ধরয়ে সঘনে দেখায় পাশ। উচ কুচযুগ — বসন ঘুচায়ে মুচকি মুচকি হাস।। চরণ-কমলে মল্লতোড়ল সুন্দর যাবক -রেখা। কহে চণ্ডীদাস — হৃদয়ে উল্লাস পালটি হইবে দেখা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ