• নজানো নচিনো কেবা জমুনার কুলে
    নজানো নচিনো কেবা জমুনার কুলে। দূরেথাকি বাজাএ বাঁশী ফুলের মালা গলে।। ধু খেণে হাটে খেণে বাটে খেণে তরুমূলে। খেণে খেণে তার বাঁশী রাধা রাধা বোলে।। খেণে খেণে বান্ধে চূড়া খেণে খেণে খোলে। খেণে খেণে বাঁশীর নাদে জল তোলে কূলে।। মোহম্মদ হাসিমে কহে ভুবন মোহিলে । কার বাঁশী হেন হি বুলিবে ব্রজকুলে ।। keyboard_arrow_right
  • নটন ছন্দ শ্যাম অঙ্গ
    নটন ছন্দ শ্যাম অঙ্গ অঙ্গে অঙ্গে অনঙ্গ রঙ্গ মণি আভরণ চমকি চালি তহিঁ ফিরায়ত বাঁশিয়া। গৌরিক গান অতি সুতান সঙ্গিনি মান তহিঁ মিশান অতিহুঁ সুভগ দেত তালি নটিনি গরব নাশিয়া।। নবকিশোর নটত ভোর কত বিমোহ নহত ওর তবহি অঙ্গ সঙ্কোচকারি তবহি অতি বিথারিয়া। নবিন নারি পুরত তারি নব সুতান কত সঞ্চারি তবহিঁ সূর সুখসোঁ গাই […] keyboard_arrow_right
  • নটন বিভঙ্গে ফাগুরঙ্গে মাতল
    নটন বিভঙ্গে ফাগুরঙ্গে মাতল নাগর অভিনব নাগরি সঙ্গ। ঋতুপতি রীত চীত উমতায়ল হেরি নবীন বৃন্দাবন রঙ্গ।। ফাগুয়া খেলত নওল কিশোর। রাধারমণ রমণিমনচোর।।ধ্রু।। সুন্দরিবৃন্দ- করে কর মণ্ডিত মণ্ডলি মণ্ডলি মাঝহি মাঝ। নাচত নারিগণ ঘনপরিরম্ভণ চুম্বন লুবধল নটবর রাজ।। কানুপরশ রসে অবশ রমণিগণ অঙ্গে অঙ্গে মিলি ঝাঁপি রহু। পূরল সবহুঁ মনোরথ মনোভব মোহন গোবিন্দদাসিয়া পহু।। keyboard_arrow_right
  • নটবর বেশ কেশপাশ
    নটবর বেশ কেশপাশ ভূষণ চঞ্চল চম্পকচূর। তাহে বেঢ়ি গুঞ্জ পুঞ্জে পুঞ্জে লম্বিত তাহে বেঢ়ি রঙ্গিণ ফুল।। রতি রঙ্গে সস্মিতা ভঙ্গিলা গোপী সঙ্গে রঙ্গে নৃত্যতি গোপাল। কিং কিং কিঙ্কিণি কিং কিং মন্দিরা ছন্দর নিনাদ বিশাল।। তাথৈ থৈ ঝুমুকু ঝুমুকু ঝুমদি ঝনাঝনা দিস্তাথা। তাধিক তাধিক থৈ থৈ মধুর মৃদুধ্বনি রঙ্গে ভঙ্গে পড়ে পা।। নটুয়া জিনিয়া নটী নটিনী […] keyboard_arrow_right
  • নটবর গোরা রায় ভুবন মোহন
    নটবর গোরা রায় ভুবন মোহন। প্রেমের সাগর প্রভু পতিত পাবন।। প্রেমানন্দে নাচে গায় বলে হরি বোল। গৌর অঙ্গে দিছে ফাগু নাগরী সকল।। গোরা অঙ্গে ফাগু দিয়া বলি হরি হরি। প্রভু অঙ্গ নিরখয়ে যতেক নাগরী।। বদন হেরিয়া সবে আনন্দে মগন। পদধূলি আশা করে দীন অকিঞ্চন।। keyboard_arrow_right
  • নটবর নব কিশোর রায়
    নটবর নব কিশোর রায় রহিয়া রহিয়া যায় গো। ঠমকি ঠমকি চলত রঙ্গে ধূলি ধূসর শ্যাম-অঙ্গে হৈ হৈ হৈ ঘনয়ে বোলত মধুর মুরলী বায় গো।। নীল কমল বদন চান্দ ভাঙর ভঙ্গিম মদন ফান্দ কুটিল অলকা তিলক ভাল কলিত ললিত তায় গো। চূড়ে বরিহা গোকুলচন্দ কিবা পবন বায় মন্দ মন্দ মধুকর মন হয়ে বিভোর নিরখি নিরখি ধায় […] keyboard_arrow_right
  • নটবর রসিক রমণি-মনমোহন
    নটবর রসিক রমণি-মনমোহন কত শত বেশ বিলাস। শ্যাম বরণ পর গৌর কলেরব অখিল ভুবন পরকাশ।। দেখ দেখ অদভুত পহুক বিলাস। রঙ্গিণি-সঙ্গ-রঙ্গ-রস-রঙ্গিত হেন জন করিল সন্ন্যাস।। নায়রি-কুচ-তট-কুঙ্কুম-মণ্ডিত বসন বেশ ধরু সাধে। গোরিক থোরি বদন-বিধু চুম্বন হৃদয় গহন উনমাদে।। তাকর গাঢ় আলিঙ্গন সঙ্গমে পুলকিত অতি অবসাধে। মনসিজ-সমরে পরাভব অন্তরে তেঁ অতি করয়ে বিষাদে।। মকরত-বরণ রতন-মণি-ভূষণ তেজি অব […] keyboard_arrow_right
  • নটবরী ভঙ্গী ফাগু-রঙ্গী
    নটবরী ভঙ্গী ফাগু-রঙ্গী নাগর অভিনব নাগরি সঙ্গ। ঋতুপতি গীত চীত উমতায়ল হেরি বদন বৃন্দাবন-রঙ্গ।। ফাগুয়া খেলত নওল কিশোর। রাধা-রমণ রমণি-মন-চোর।। সুন্দরি-বৃন্দ- করে কর মণ্ডিত মণ্ডলি মণ্ডলি মাঝহি মাঝ। নাচত নাগরিগণ ঘন পরিরম্ভণ চুম্বন-লুবধল নটবর-রাজ।। কানু-পরশ-রসে অবশ রমণিগণ অঙ্গে অঙ্গে মিলি কাঁপি রহু। পূরল সবহুঁ মনোরথ মনভব মোহন গোবিন্দদাস পহু।। keyboard_arrow_right
  • নটহি নটবর রাসমণ্ডলে
    নটহি নটবর রাসমণ্ডলে রমণিমণ্ডল মাঝ রে। হেমকরিণী নিকর অন্তরে বিহরে কুঞ্জররাজ রে।। কনয়া কঙ্কণ ঝনর ঝন ঝন রতন কিঙ্কিণি বোল রে।। দ্রিমিকি দ্রিমি দ্রিমি তাল তাণ্ডব রাসরসে মন ভোর রে।। গোরি গোপিনি বাহু সুবলনি শ্যাম তরুণ তমাল রে। যৈছে যমুনাক মাঝে বিহরই কনকময় মিরিণাল (মৃণাল)রে।। সুভগ আনন ঘামকণময় মুদিত মনসিজ অঙ্গ। দাস অনন্ত কহে ও […] keyboard_arrow_right
  • নদি বহ নয়নক নীর
    নদি বহ নয়নক নীর। পললি বহএ তাহি তীর।। সব খন ভরম গেআন। আনি পুছিঅ কহ আন।। মাধব অনুদিনে খিনি ভেলি রাহি। চৌদসি চান্দ হু চাহি।। কেও সখি রহলি উপেখি।। কেও সির ধুনি ধনি দেখি।। কেও কর সাসক আস। ময়ঁ ধউলিহু তুঅ পাস।। বিদ্যাপতি কবি ভানি। এত সুনি সারঙ্গ পানি।। হরষি চলল হরি গেহ। সুমরিএ পুরুব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ