• নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি
    নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি মাএর সুখে ডাঁড়াইল। করতলে কর জুড়ি মলিন বদন করি গদ গদ কহিতে লাগিল।। জননি গো নাচিঞা চরণ হল্য ভারি। এই না ক্ষুধার বেলা খস্যা পড়ে পীত ধরা আর আমি নাচিতে না পারি।। ক্ষীর সর দেহ যদি তবে নাচি নিরবধি ঘন ঘন চরণ তুলিঞা। ঝুনুর ঝুনুর স্বর বাজিবে নূপুর মোর […] keyboard_arrow_right
  • নাচে কানু ঘুমিঘুমি রমণীর সমাজে
    নাচে কানু ঘুমিঘুমি রমণীর সমাজে। ঝুঘুরু ঘুগুরু ঝাকে ঝলকিত বাজে। ধু কিনিকিনি কিঙ্কিণী নপুর কি রিমিঝিমি ঝুনুঝুনু পুনুপুনু পুরে রসবাণী। মৃদঙ্গ করতালিআ নাচে তাধিংতাধৈআ ঝিঙ্কিটীঝিমিকীটি বাজে থাব্বর থৈআ। ঝাকে উড়ে পড়ে শশি ঝলকএ রাশি রাশি ঝাকে উড়ে ঝাকে পড়ে সঙ্গে শ্যাম বাঁশী। রসময় নাটপুরে মথুরায় নটবরে ভজ রঙ্গে তা ধনী ভণে মনৌঅরে। keyboard_arrow_right
  • নাচে গোরা প্রেমে ভোরা
    নাচে গোরা প্রেমে ভোরা ঘন ঘন বলে হরি। খেনে বৃন্দাবন করয়ে স্মরণ খেনে খেনে প্রাণেশ্বরী।। যাবক বরণ কটির বসন শোভা করে গোরা রায়। কখন কখন যমুনা বলিয়া সুরধুনী-তীরে ধায়। তাতা থৈ থৈ মৃদঙ্গ বাজই ঝন ঝন করতাল। নয়ন-অম্বুজে বহে সুরধুনী গলে দোলে বনমাল।। আনন্দ-কন্দ গৌর চন্দ্র অকিঞ্চনে বড় দয়া। গোবিন্দদাস করত আশ ও পদ-পঙ্কজ -ছায়া।। keyboard_arrow_right
  • নাচে গোরা প্রেমে ভোরা
    নাচে গোরা প্রেমে ভোরা ক্ষণে বলে হরি হরি। ক্ষণে বৃন্দাবন করয়ে স্মরণ ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী।। যাবকবরণ কটির বসন শোভা করে গোরা গায়। কখন কখন যমুনা বলিয়া সুরধুনীতীরে ধায়।। তাথই তাথই মৃদঙ্গ বাজই ঝনঝন করতাল। নয়নঅম্বুজে বহে সুরনদী গলে দোলে বনমাল।। আনন্দ-কন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে বড় দয়া। (দীন) কৃষ্ণদাস করত আশ ও পদপঙ্কজছায়া।। keyboard_arrow_right
  • নাচে গোরা প্রেমে ভোরা
    নাচে গোরা প্রেমে ভোরা ঘন ঘন বলে হরি। খেণে বৃন্দাবন করয়ে স্মরণ খেণে খেণে প্রাণেশ্বরী।। যাবক বরণ কটির বসন শোভা করে গোরা গায়। কখন কখন যমুনা বলিয়া সুরধুনীতীরে ধায়।। তাতা থৈ থৈ মৃদঙ্গ বাজই ঝন ঝন করতাল। নয়ন অম্বুজে বহে সুরধুনী গলে দোলে বনমাল।। আনন্দকন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে বড় দয়া। গোবিন্দদাসিয়া করত আশ ও পদপঙ্কজছায়া।। keyboard_arrow_right
  • নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া
    নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া। বামে প্রিয় গদাধর শ্রীবাস অদ্বৈতবর পারিষদ তারাগণ জিনিয়া।।ধ্রু।। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভাল গগন ভরিল হরিধ্বনিয়া। চন্দন চর্চ্চিত গায় ফাগু বিন্দু বিন্দু তায় বনমালা দোলে ভাল বনিয়া।। গলে শুভ্র উপবীত রূপ কোটি কামজিত চরণে নূপুর রনরনিয়া। দুই ভাই নাচি যায় সহচরগণ গায় গদাধর অঙ্গে পড়ে ঢুলিয়া।। পূরুব রভসলীলা এবে […] keyboard_arrow_right
  • নাচে পহুঁ কলধৌত গোরা
    নাচে পহুঁ কলধৌত গোরা। অবিরত পূর্ণকল মুখ বিধুমণ্ডল নিরবধি প্রেমরসে ভোরা।।ধ্রু।। অরুণ কমল না কি জিনি রাঙ্গা দুটী আঁখি ভ্রমরযুগল দুটিী তারা। সোনার ভূধরে যৈছে সুরনদী বহে তৈছে বুক বাহি পড়ে প্রেমধারা।। কেশরীর কটি জিনি তাহাতে কৌপীনখানি অরুণ বসন বহির্ব্বাস। গলায় দোনার মালা করিছে ভুবন আলা নাসা তিলকুসুম বিকাশ।। কনক মৃণালযুগ সুবলিত দুটী ভুজ করযুগ […] keyboard_arrow_right
  • নাচে পহুঁ নিত্যানন্দ ভুবন-আনন্দ-কন্দ
    নাচে পহুঁ নিত্যানন্দ ভুবন-আনন্দ-কন্দ বৃন্দাবন গুণ শুনিয়া। বাহু যুগ তুলি সঘনে বলে হরি চলত মোহন ভাতিয়া।। কিবা সে মাধুরী বচন-চাতুরী রহত গদাধর হেরিয়া। মাধব গৌরীদাস। মুকুন্দ শ্রীবাস গাওত সময় বুঝিয়া।। নাচে নিত্যানন্দ চান্দ রে। প্রেমে গদগদ চলে আধ পদ ধরিয়া গদাধর হাত রে।।ধ্রু।। ও চান্দ বদনে হাস ঘনে ঘনে অরুণ লোচন-ভঙ্গিয়া। কুসুম-হার হৃদি দোলত সুঘর […] keyboard_arrow_right
  • নাচে শচীনন্দন দেখি রূপ সনাতন
    নাচে শচীনন্দন দেখি রূপ সনাতন গান করে স্বরূপ দামোদর। গায় রায় রামানন্দ মুকুন্দ মাধবানন্দ বাসুঘোষ গোবিন্দ শঙ্কর।। প্রভুর দক্ষিণ পাশে নাচে নরহরি দাসে বামে নাচে প্রিয় গদাধর। নাচিতে নাচেতে প্রভু আউলাঞা পড়য়ে কভু ভাবাবেশে ধরে দুঁহার কর।। নিত্যানন্দ মুখ হেরি বলে পহুঁ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ ডাকে উচ্চৈঃস্বরে। সোঙরি শ্রীবৃন্দাবন প্রাণ করে উচাটন পরশ করয়ে […] keyboard_arrow_right
  • নাচে শচীনন্দন ভকতজীবন ধন
    নাচে শচীনন্দন ভকতজীবন ধন সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস বাসুঘোষ রায় রামানন্দ।। নিত্যানন্দ মুখ হেরি বোলে পহুঁ হরি হরি প্রেমায় ধরণী গড়ি যায়। প্রিয় গদাধর আসি প্রভার বাম পাশে বসি ঘন নরহরিমুখ চায়।। পহুঁ নাহি মেলে আঁখি কহে মোর কাঁহা সখী কাহাঁ পাব রাই দরশন। কহ কহ নরহরি আর সম্বরিতে নারি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ