নাচে গোরা প্রেমে ভোরা
ঘন ঘন বলে হরি।
খেনে বৃন্দাবন করয়ে স্মরণ
খেনে খেনে প্রাণেশ্বরী।।
যাবক বরণ কটির বসন
শোভা করে গোরা রায়।
কখন কখন যমুনা বলিয়া
সুরধুনী-তীরে ধায়।
তাতা থৈ থৈ মৃদঙ্গ বাজই
ঝন ঝন করতাল।
নয়ন-অম্বুজে বহে সুরধুনী
গলে দোলে বনমাল।।
আনন্দ-কন্দ গৌর চন্দ্র
অকিঞ্চনে বড় দয়া।
গোবিন্দদাস করত আশ
ও পদ-পঙ্কজ -ছায়া।।