নিগূঢ় লীলা রসিক জানে, সে যে অধিকারী হয় ভজনে।। অবতারে হয় কাণ্ডারী জীবের নিস্তার কারণে।। দয়া কর নিমাই-রূপী, আর আছে হজরত নবী, নিমাই-হজরত একে ভিন্ন ছবি, সাঁই একা একেশ্বর। কাহে হিন্দু কাহে মোছলমান মিলজল হও, মন, সাঁই-সেবনে।। কেহ পুরুষ, কেহ প্রকৃতি, সর্বঘটে সাঁইএর বসতি, করছে খেলা রস-রতি দেখি জগৎমর। এক দিকে হয় ব্রহ্মার সৃষ্টি, এক […]
keyboard_arrow_right