• নিল উৎপল বরন নিরমল
    নিল উৎপল বরন নিরমল ভালে বিরাজিত শসি। আখির হিল্লোলে বঙ্কিম চাহনি অন্তরে লাগল পসি।। সই, ঠেকিলাম প্রেমের জোরে। রতন পালঙ্কে বসিল নাগর আমারে লইআ কোরে।। ষুগন্ধি চন্দন অঙ্গেতে লেপন করিল সয়ন দান। ভুজলতা দল তুরিতে বেরল সিতল করিল প্রান।। বয়ন উপরে বয়ন রাখিআ খণ্ডিল মনের দুখ। চণ্ডিদাসে কহে পরষে সিতল পাইল পরম সুখ।। keyboard_arrow_right
  • নিল মোর নাগর কে হরিআ
    নিল মোর নাগর কে হরিআ। কিরূপে রহিমু ঘরে কালারে না দেখিআ।। ধু জীবেরজীবন নাগরমোর সে বন্ধুআ। জুগল নআন কালা মোর ভাল বন্ধুআ।। বল বুদ্ধি জ্ঞান নাগর এরঙ্গ রঙ্গিআ। রসের রসিআ নাগর কে নিল ভাঁড়িআ।। হেন জদি জানি নাগর জাইবে ছাড়িআ। মনৌঅরে কহে হৈতুম তার সঙ্গে সঙ্গিআ।। keyboard_arrow_right
  • নিশাচর ঘরে গেল অরুণ উদয় ভেল
    নিশাচর ঘরে গেল অরুণ উদয় ভেল তারাপতি কাঁতি মলিন। কুমুদ মুদিত ভেল পদুম প্রকাশল পরবশ পড়ল কঠিন।। দেখিয়া দোহাঁর রীতে বৃন্দা বিকল চিতে আদেশিলা কোকিল কোকিলি। তারা সভে গান করে ভ্রমর ঝঙ্কার পূরে কেকাকেকী করয়ে বিকুলি।। কক্খটী উঠায় তান কি করহ রাধাকান শেজ তেজি করহ পয়ান। রাইরে না দেখি ঘরে জটিলা লগুড় করে বনে আসি […] keyboard_arrow_right
  • নিশি প্রভাত হৈল পিয়া না আইলা ভবনে
    নিশি প্রভাত হৈল পিয়া না আইলা ভবনে। হেদে রে মালতীর মালা কেন গাঁথিলাম যতনে।। অগুরু চন্দন চুয়া দিব কার গায়। জরজর হৈল তনু নিশি না পোহায়।। কর্পূর চন্দন চূয়া দিব কার মুখে। রজনী বঞ্চিব হাম কারে লয়ে সুখে।। নাহ নিঠুর যদি না আইসে ইহা। যমুনার জলে সব দিব ভাসাইয়া।। কার লাগি রাখিব ইহা সংযোগ করিয়া। […] keyboard_arrow_right
  • নিশি গেল দূর প্রভাত হইল
    নিশি গেল দূর প্রভাত হইল উঠল শ্যামরুচন্দ্র। মুখ শশীখানি সুবাপিত জলে ধোয়ল গোকুলচন্দ্র।। স্নেহে যশোমতী আদর স্বভাবে এ ক্ষীর নবনী আনি। কানাই-বদনে দিয়া সে যতনে কহেন মধুর বাণী– “আজু বনে তুমি যাবে যাদুমণি, শুনিতে লাগয়ে ডর। লোক-মুখে শুনি বিষম কাহিনী থাকয়ে কংসের চর।।” কানু বলে–“মাতা না কর সংশয় তোমার চরণ-আশে। কি করিতে পারে দুষ্ট কংসচরে […] keyboard_arrow_right
  • নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী
    নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী। জিএ সে জাহার পাসত পুরুষ নাহী।। আল ।। মোরে কি না ভয়িঞাঁ গেল বড়ায়ি নাএ। বিরহে বিকলী খোঁজো মোঁ নান্দের পোএ।। নিশি সপন দেখিলোঁ কাহ্ন কোলে করি স চিআয়িঞাঁ চাহোঁ নাহিক বাল গোপালে। এ মোর যৌবন ভার সকল ভৈল আসার আনল সরণ হৈবে দূতা রে।। যে ডালে করো মো ভরে […] keyboard_arrow_right
  • নিশি অবশেষ জানি নিশ্বাস ছাড়িয়া ধনি
    নিশি অবশেষ জানি নিশ্বাস ছাড়িয়া ধনি সখীগণে কহে বারে বারে। আমারে নৈরাশ করি চন্দ্রাবলীর কুঞ্জে হরি নিশি বাস কৈল তার ঘরে।। প্রভাতে আসিবে রসরাজ। সভে এক যোগ হয়ে শ্যাম পানে না চাহিয়ে শঠের পিরিতে নাহি কাজ।। আমার শপথ রাখ শ্যাম অঙ্গ নাহি দেখ চিত রাখ উমাপতি পায়। বৃন্দাবন বাস ছাড়ি চলহ কৈলাস গিরি এড়াইয়া বিরহের […] keyboard_arrow_right
  • নিশি অবশেষে কোকিল ঘন কুহরই
    নিশি অবশেষে কোকিল ঘন কুহরই জাগল রসবতি রাই। বানরি-নাদে চমকি উঠি বৈঠল তুরিতহি শ্যাম জাগাই।। শুন বর নাগর কান। তুরিতহি বেশ বনাহ বিচিত্র করি যামিনি ভেল অবসান।। শারী শুক পিকু কপোত কুহরত মউর মউরি করু নাদ। নগরক লোক জাগি সব বৈঠব তবহি পড়ব পরমাদ।। গুরুজন পরিজন ননদিনি দুরজন তুহুঁ কি না জান ইহ রীত। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • নিশি অবশেষে কোকিল ঘন কুহরত
    নিশি অবশেষে কোকিল ঘন কুহরত জাগল রসবতি রাই। বানরি নাদে চমকি উঠি বৈঠল তুরিতঁহি শ্যাম জাগাই।। শুন বরনাগর কান। তুরিতহি বেশ বনাহ যতন করি যামিনি ভেল অবসান।।ধ্রু।। শারী শুক পিকু কপোত কুহরত মউর মউরি করু নাদ। নাগরক লোক জাগি যব বৈঠব তবহি পড়ব পরমাদ।। গুরুজন পরিজন ননদিনি দুরজন তুহুঁ কি না জানসি রীত। গোবিন্দদাসিয়া কহ […] keyboard_arrow_right
  • নিশি অবশেষে জাগি বরজেশ্বরি
    নিশি অবশেষে জাগি বরজেশ্বরি হেরই বালকমুখ চান্দে। কতহুঁ উল্লাস কহই না পারিয়ে উথলই হিয়া নাহি বান্ধে।। আনন্দ কো করু ওর। শুনি ধনি নন্দ গোপেশ্বর আয়ল শিশুমুখ হেরিয়া বিভোর।।ধ্রু।। চলতহিঁ খলত উঠত খেনে গীরত কহি সব গোকুল লোকে। আয়ল বন্দিগণ ব্রাহ্মণ সজ্জন করতহিঁ জাত বৈদিকে।। দধি ঘৃত নবনি হরিদ্রা হৈয়ঙ্গব ঢালত অঙ্গন মাঝে। কহ শিবরাম দাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ