নিশি গেল দূর প্রভাত হইল উঠল শ্যামরুচন্দ্র। মুখ শশীখানি সুবাপিত জলে ধোয়ল গোকুলচন্দ্র।। স্নেহে যশোমতী আদর স্বভাবে এ ক্ষীর নবনী আনি। কানাই-বদনে দিয়া সে যতনে কহেন মধুর বাণী– “আজু বনে তুমি যাবে যাদুমণি, শুনিতে লাগয়ে ডর। লোক-মুখে শুনি বিষম কাহিনী থাকয়ে কংসের চর।।” কানু বলে–“মাতা না কর সংশয় তোমার চরণ-আশে। কি করিতে পারে দুষ্ট কংসচরে […]
keyboard_arrow_right