নন্দের করুণ শুনি। পাষাণ গলিত দেখই বেকত কুরয়ে (?) কুলের ধনী।। ভূমে গড়ি যায় কান্দে নন্দরায় সম্বিত নাহিক চিতে। যেমন পাটল চৌদিগে আগল দিক্ দিশা নাহি তাথে।। “শুন হলধর, দেব দামোদর তুমি গোলোকের পতি। মানুষ গেয়ান করেছিল মন এবে সে জানল রীতি।। পরোক্ষ শুনেছি যখন জন্মিলে দেবকী-জঠর হতে। চতুর্ভুজ হয়া ক্ষোভ দেখাইয়া বুঝিতে জননী চিতে।। […]
keyboard_arrow_right