• পতিতপাবন অবতরি
    পতিতপাবন অবতরি। কলি-ভুজঙ্গম দেখি হরিনাম দিয়া রাখি আপনে হইলা ধন্বন্তরি।। কলিযুগে চৈতন্য অবনী করিল ধন্য পতিতপাবন যাব বানা। পুরবে রাধার ভাবে গৌর হইলা এবে নিজরূপে যেন কাঁচা সোনা।। গদাধর আদি যত মহামহাভাগবত তারা সব হরিগুণ গায়। অখিলভুবন-পতি গোলোকে যাহার স্থিতি হরি বলি অবনী লোটায়।। সোঙরি পুরব গুণ মুরুছয়ে পুনপুন পরশে ধরণী উলসিত। চরণকমল কিবা নখচন্দ্র […] keyboard_arrow_right
  • পতিতপাবন প্রভুর চরণ
    পতিতপাবন প্রভুর চরণ শরণ লইল যে। ইহলোক পরলোক সুখে লীলা পাওল সে।। শুন শুন সুজন ভাই ভাঙ্গল সকল ধন্দ। মনের আঁধার সব দূরে গেল ভাবিতে ও রূপচন্দ।। ও রূপলাবণি সে দিঠি চাহনি সে মন্দ-মধুর হাসি। ও ভুরু ভঙ্গিম অধর রঙ্গিম উগারয়ে পীযূষরাশি।। ও পদ চাঁদে কত না ছন্দে লীলা উড়ুর গণে। বিবিধ বিলাসে বিনোদ বিলাসে […] keyboard_arrow_right
  • পতিতপাবনী ধনি শ্রীরাধা ঠাকুরাণী
    পতিতপাবনী ধনি শ্রীরাধা ঠাকুরাণী বারেক কৃপা করিতে জুয়ায়। দূরে না ফেলিহ মোরে রাখিহ সখির মেলে মিছা কাজে এ জনম যায়।। কি কহিব মহিমা ত্রিভুবনে নাহি সীমা ব্রজেন্দ্র-নন্দন-মন-মোহিনী।। এতেক মহিমা শুনি স্মরণ লইনু পুনি ব্রজকূল-উদ্ধার-কারিণী।। মোর কি এমন হব শ্রীরাধার চরণ পাব সখি সঙ্গে কুঞ্জে করু বাস। অন্ধকূপ গৃহ-মাঝে ডুবি রৈনু মিছাকাজে নিবেদিল গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • পত্রাবলিমিহ মম হৃদি গৌরে
    পত্রাবলিমিহ মম হৃদি গৌরে। মৃগমদ-বিন্দুভিরর্পয় শৌরে।। শ্যামল সুন্দর বিবিধ-বিশেষৎ। বিরচয় বপুষি মমোজ্জ্বল-বেশং।।ধ্রু।। পিঞ্ছ-মুকুট মম পিঞ্ছ-নিকাশং। বরমবতংসয় কুন্তল-পাশং।। অত্র সনাতন শিল্প-লবঙ্গং। শ্রুতি-যুগলে মম লম্ভয় সঙ্গং।। keyboard_arrow_right
  • পথ গতি নয়নে মিলল রাধা কান
    পথ গতি নয়নে মিলল রাধা কান। দুহুঁমনে মনসিজ পূরল সন্ধান।। দুহুঁমুখ হেরইতে দুহুঁ ভেল ভোর। সময় না বুঝত অচতুর চোর।। বিদগধ সঙ্গিনি সব রস জান। কুটিল নেহারি করল সাবধান।। চললি রাজপথে দুহুঁ উরঝাই। কহ কবিশেখর সখী চতুরাই।। keyboard_arrow_right
  • পথ পানে চাইয়া রইলাম মনের অভিলাষ গো
    পথ পানে চাইয়া রইলাম, মনের অভিলাষ গো দেখি, বন্ধু আসে কি না আসে; সখি গো, দিবারাত্র এই ভাবনা মনসায়রে ভাসে। আইল না মোর প্রাণবন্ধু রইল কার মন্দিরে গো, দেখি, বন্ধু আসে কি না আসে।। সখি গো, আইত যদি কালাচান্দ বসাইতাম সামনে; এগো কইতাম মনের দুখ মুই ধরিয়া চরণে গো। দেখি, বন্ধু আসে কি না আসে।। […] keyboard_arrow_right
  • পথ-গতি পেখনু মো রাধা
    পথ-গতি পেখনু মো রাধা। তখনুক ভাব পরান পরিপীড়লি রহল কুমুদনিধি সাধা।। ননুআ নয়ন নলিনি জনি অনুপম বঙ্ক নিহারই থোরা। জনি সৃঙ্খল মেঁ খগবর বাঁধল দীঠি নুকাএল মোরা।। আধ বদন-সসি বিহসি দেখাওলি আধ পীহলি নিঅ বাহূ।। কিছু এক ভাগ বলাহক ঝাঁপল কিছুক গরাসল রাহূ।। কর-জুগ পিহিত পয়োধর-অঞ্চল চঞ্চল দেখি চিত ভেলা। হেম-কমলন জনি অরুনিত চঞ্চল মিহির-তর […] keyboard_arrow_right
  • পথে জড়াজড়ি দেখিলুঁ নাগরী
    পথে জড়াজড়ি দেখিলুঁ নাগরী সখীর সহিতে যায়। সকল অঙ্গ মদন-তরঙ্গ হসিত বদনে চায়।। সই, কে বল মোহিনী সেহ। বিধি পাই সহায় এমতি হয় তা সনে করি যে লেহ।। ধ্রু নীল মুকুতার হার মনোহর শোভিত দেখি যে গলে। যেন তারাগণ উদিত গগন চাঁদেরে বেড়িয়া জ্বলে।। কুচ যে মণ্ডলী কনক কটোরি বনালে কেমন ধাতা। হাসির যে রাশি […] keyboard_arrow_right
  • পথে জড়াজড়ি দেখিনু নাগরী
    পথে জড়াজড়ি দেখিনু নাগরী সখিরি সহিতে যায়। সকল অঙ্গ মদন তরঙ্গ হসিত বদনে চায়।। সই, কেমন মোহিনী সে। যদি পাই সহায় এমনি হয় তা সনে করি যে লে।। নীল মুকুতার হার লম্বিত শোভিত দেখি যে ভাল। যেন তারাগণ উদিত গগন চাঁদেরে বেড়িয়া জাল।। কুচ যে মণ্ডলী কনক কটোরি বনালে কেমন ধাতা। হাসির রাশি মনের খুসি […] keyboard_arrow_right
  • পথেতে যাইতে চন্দ্রাবলী সাথে
    পথেতে যাইতে চন্দ্রাবলী সাথে দেখিনু নাগর কানু। মদনে বিভোর সে শ্যাম নাগর তা দেখি আকুল তনু।। ভাল দেখিলাম আপন নয়নে কি আর বলিব মুখে। শঠ জন সনে পিরীতি করিয়া সদাই থাকয়ে দুখে।। চন্দ্রাবলী সনে যত সখীগণে আনন্দে মগন তায়। কেহ সে তাম্বূল সুগন্ধি চন্দন দিছেন শ্যামের গায়।। এসব দেখিয়া মনেতে ভাবিয়া ফিরিয়া আইল দূতী। কহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ