• কি হৈল কি হৈল মোরে কানুর পীরিতি
    কি হৈল কি হৈল মোরে কানুর পীরিতি। আঁখি ঝোরে পুলকেতে প্রাণ কাঁদে নিতি।। শুইলে সোয়াস্তি নাই নিঁদ গেল দূরে। কানু কানু করি প্রাণ নিরবধি ঝুরে।।ধ্রু। নবীন পাউসের মীন মরণ না জানে। নব অনুরাগে চিত নিষেধ না মানে।। এনা রস যে না জানে সে না আছে ভাল। হৃদয়ে বিঁধিল মোর কানু-প্রেম-শেল।। নিগূঢ় পীরিতিখানি আরতির ঘর। ইথে […] keyboard_arrow_right
  • কেবা আইসে দূর পর হই
    “কেবা আইসে দূর পর হই না দেখি আছিনু ভাল। তোমারে দেখিতে হৃদয়ে আনল দিগুন জ্বলিয়া গেল।। কাননে আনল জলিলে নিভায়ে জদি বা মেঘের লেহা। বারি পরসনে দারূন কাননে নিভায়ে তিলেক দেহা।। এমতি আনল হিয়ায়ে পসিল কিসেতে নিভায়ে বল। ভস্ম আৎসাদনে তাহে ঘৃত দিয়া অধিক করিয়া জাল।। ধিকি ধিকি সদা অন্তর-আনল জলছে এ রাতি দিনে। তাহে […] keyboard_arrow_right
  • কোথায় রে সাজিয়েছ
    “কোথায় রে সাজিয়েছ। কাহার জনম সফল করিতে এ বেশ বনায়েছে।।” চাঁদমুখ চেয়ে যশোদা জননী পড়ে মুরছিত হয়ে। “কেমনে বাঁচিব তিলেক না জীব দেখহ বেকত হয়ে।। কিসের কারণে এ ঘর-করণে আগুনি ভেজায়ে দিয়া। তোমার বিহনে মরিব সঘনে যাব সে বাহির হয়া।। কেবল নয়ন- তারার পুতলি তোমা না দেখিলে মরি। যখন দেখিয়ে ও চাঁদ বদন তবে সে […] keyboard_arrow_right
  • কোথারে সাজিয়েছ
    কোথারে সাজিয়েছ। কাহার জনম সফল করিতে এ বেশ বনায়েছ।। চাঁদমুখ চেয়ে যশোদা জননী পড়ে মূরছিত হয়ে। কেমনে বাঁচিব তিলেক না জীব দেখহ বেকত হয়ে।। কিসের কারণে এ ঘর করণে আগুনি ভেজায়ে দিয়া। তোমার বিহনে মরিব সঘনে যাব সে বাহির হয়া।। কেবল নয়ান তারার পুতলি তোমা না দেখিলে মরি। যখন দেখিয়ে ও চাঁদ-বদন তবে সে চেতন […] keyboard_arrow_right
  • চম্পক বরণী বয়সে তরুণী
    চম্পক বরণী বয়সে তরুণী হাসিতে অমিয়া ধারা। সুচিত্র বেণী দুলিছে জনি কপিলা চামর পারা।। সখি, যাইতে দেখিনু ঘাটে জগত-মোহিনী হরিণ-নয়নী ভানুর ঝিয়ারি বটে।। হিয়া জর জর খসিল পাঁজর এমতি করিল বটে। চলল কামিনী বঙ্কিম চাহনি বিঁধিল পরাণ তটে।। না পাই সমাধি কি হৈল বেয়াধি মরম কহিব কারে। চণ্ডীদাসে কয় ব্যাধি সমাধি হয় পাইবে যবে তারে।। keyboard_arrow_right
  • চম্পক-বরণী বয়সে তরুণী
    চম্পক-বরণী বয়সে তরুণী হাসিতে অমিয়া ধারা। সুচিত্র বেণী দুলিছে জানি কপিলা-চামর-পারা।। সখি, যাইতে দেখিলুঁ ঘাটে। জগত-মোহিনী হরিণ-নয়নী ভানুর ঝিয়ারি বটে।। হিয়া জর জর খসিল পাঁজর এমতি করিল বটে। চলল কামিনী বঙ্কিম চাহনি বিঁধিল পরাণ-তটে।। না পাই সমাধি কি হৈল বেয়াধি মরম কহিব কারে। চণ্ডীদাসে কয় ব্যাধি কিছু নয় যবে সে পাইবে তারে।। keyboard_arrow_right
  • জয় নাগরবরমানসহংসী
    জয় নাগরবরমানসহংসী। অখিল রমণীহৃদি মদবিধ্বংসী।। জয় জয় জয় বৃষভানুকুমারী। মদনমোহনমনপঞ্জরশারী।। জয় যুবরাজহৃদয়বনহরিণী। শ্রীবৃন্দাবনকুঞ্জরকরিণী।। কুঞ্জভুবনসিংহাসনরাণী। রচয়তি মাধব কাতরবাণী।। keyboard_arrow_right
  • তড়িতবরণী হরিণনয়নী
    তড়িতবরণী হরিণনয়নী দেখিনু আঙ্গিনা মাঝে। কিবা বা দিঞা অমিয়া ছানিয়া গড়িল কোন্ বা রাজে।। সই কিবা সে সুন্দর রূপ। চাহিতে চাহিতে পশি গেল চিতে বড়ই রসের কূপ।। সোনার কটোরি কুচযুগ গিরি কনকমন্দির লাগে। তাহার উপরে চূড়াটি বানালে সে আর অধিক ভাগে।। কে এমন কারিগর বানাইলে ঘর দেখিতে নারিনু তারে। দেখিতে পাইতুঁ শিরোপা করিতুঁ এমতি মন […] keyboard_arrow_right
  • তড়িৎ বরণী হরিণী নয়নী
    তড়িৎ বরণী হরিণী নয়নী দেখিনু আঙ্গিনা মাঝে। কিবা সে দিয়া অমিয়া ছানিয়া গড়িল কোন বা রাজে।। সই, কিবা সে সুন্দর রূপ। চাহিতে চাহিতে পশি গেল চিতে বড়ই রসের কূপ।। সোনার কটোরি কুচযুগ গিরি কনক-মন্দির লাগে। তাহার উপর চূড়াটি বনালে সে আর অধিক ভাগে।। কে এমন কারিগর বনাইলে ঘর দেখিতে না পানু তারে। দেখিতে পাইথু শিরোপা […] keyboard_arrow_right
  • তড়িৎ-বরণী হরিণী-নয়নী
    “তড়িৎ-বরণী হরিণী-নয়নী দেখিনু আঙ্গিনা-মাঝে। কি জানি কি দিয়া অমিয়া ছানিয়া গড়িল কোন বা রাজে।। সই কিবা সে সুন্দর রূপ। চাহিতে চাহিতে পশি গেল চিতে বড়ই রসের কূপ।। সোনার কটোরি কুচযুগ-গিরি কণক মন্দির লাগে। তাহার উপর চূড়াটি বনালে হিয়ার অবর ভাগে।। এমন কারিগর বনাইলে ঘর দেখিতে না পানু তারে। দেখিতে পাইথুঁ শিরোপা যে দিথুঁ এমতি মন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ