• তোমারে বুঝাই বঁধু তোমারে বুঝাই
    তোমারে বুঝাই বঁধু তোমারে বুঝাই। ডাকিয়া সুধায় মোরে হেন জন নাই।। অনুক্ষণ গৃহে মোরে গঞ্জয়ে সকলে। নিশ্চয় জানিহ মুই ভখিব গরলে ।। এছার পরাণে মোর কিবা আছে সুখ। মোর আগে দাঁড়াও তোমার দেখি চাঁদমুখ।। খাইতে সোয়াস্তি নাই, নাহি টুটে ভুক। কে মোর ব্যথিত আছে কারে কর দুখ । চণ্ডীদাস কহে রাই ইহা না যুয়ায়। পরের […] keyboard_arrow_right
  • তোমারে বুঝাই বঁধু তোমারে বুঝাই
    তোমারে বুঝাই বঁধু তোমারে বুঝাই। ডাকিয়া সুধায় মোরে হেন জন নাই।। অনুক্ষণ গৃহে মোরে গঞ্জয়ে সকলে। নিচয় জানিমু মুই তথিব গরলে।। এ ছার পরাণে মোর কিবা আছে সুখ। মোর আগে দাঁড়াও তোমার দেখি চাঁদমুখ।। খাইতে সোয়াস্তি নাই নাহি টুটে ভুক। কে মোর ব্যথিত আছে কারে কব দুখ।। চণ্ডীদাস কহে রাই ইহা না জুরায়। পরের বোলে […] keyboard_arrow_right
  • তোমারে বুঝাই বন্ধু তোমারে বুঝাই
    তোমারে বুঝাই বন্ধু তোমারে বুঝাই। ডাকিয়া সুধায় মোরে হেন জন নাই।। অনুক্ষণ গৃহে মোরে গঞ্জয়ে সকলে। নিশ্চয় জানিও মুঞি ভখিমু গরলে।। এ ছার পরাণে আর কিবা আছে সুখ। মোর আগে দাঁড়াও তোমার দেখি চাঁদমুখ।। খাইতে সোয়াস্তি নাই নাহি টুটে ভুখ। কে মোর ব্যথিত আছে কারে কব দুখ।। চণ্ডীদাস কহে রাই ইহা না জুয়ায়। পরের বোলে […] keyboard_arrow_right
  • থির বিজুরি বরণ গৌরী
    থির বিজুরি বরণ গৌরী পেখিনু ঘাটের কূলে। কানড়া ছাঁদে কবরী বাঁধে নব মল্লিকার মালে ।। সই মরম কহিয়ে তোরে। আড় নয়নে ঈষৎ হাসিয়া বিকল করল মোরে।। ফুলের গেরুয়া লুফিয়া ধরয়ে সঘনে দেখায় পাশ। উচ কুচযুগ বসন ঘুচায়ে মুচকি মুচকি হাস।। চরণ কমলে মল্লতোড়ল। সুন্দর যাবক রেখা। কহে চণ্ডীদাস হৃদয়ে উল্লাস পালটি হইবে দেখা।। keyboard_arrow_right
  • থির বিজুরি সম যে গৌরী
    থির বিজুরি সম যে গৌরী পেখিলুঁ ঘাটের কূলে। কানড় ছান্দে কবরী বান্ধে নবমল্লিকার মালে।। সই মরম কহিলুঁ তোরে। আড় নয়নে ঈষৎ হাসিয়া বিকল করিল মোরে।।ধ্রু।। ফুলের গেঁড়ুয়া লুফিয়া ধরয়ে সঘনে দেখায় পাশ। উচ কুচযুগ — বসন ঘুচায়ে মুচকি মুচকি হাস।। চরণ-কমলে মল্লতোড়ল সুন্দর যাবক -রেখা। কহে চণ্ডীদাস — হৃদয়ে উল্লাস পালটি হইবে দেখা।। keyboard_arrow_right
  • দুহুঁকর অচেতন দেখি বনদেবী
    দুহুঁকর অচেতন দেখি বনদেবী। চেতন করাওল সমীরণ সেবি।। কহতহি শুন শুন যুগল কিশোর। ঋতুরাজ যো কিছু কহলহি থোর।। আজু দিনহিঁ দুহুঁ সখিগণ মেলি। সকল করহ মোহে করি রসকেলি।। শুনইতে আনন্দ সব জন গেল। দাস গোবিন্দদাস সঙ্গহি লেল।। keyboard_arrow_right
  • নব অবতারে অবতার চূড়ামণি
    নব অবতারে অবতার চূড়ামণি। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কোথাও না শুনি।। ভারতীয় কর্ণে মন্ত্র কহিয়া আপুনি। সন্ন্যাসী হইলা পহুঁ সেই মন্ত্র শুনি।। শিক্ষাগুরু হইয়া হইলা তাঁর শিষ্য। হেন অদভূত লীলা অশ্রুত অদৃশ্য।। নিত্যানন্দ অদ্বৈত পণ্ডিত গদাধর। নরহরি আদি সঙ্গে প্রেমে গরগর।। প্রকট করিলা কলিযুগ অবতার। হরি নামে উদ্ধারিলা সকল সংসার।। দাস হরেকৃষ্ণ মাত্র রহিল পড়িয়া। কেনেবা […] keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরী
    নবীন কিশোরী মেঘের বিজুরী চমকি চলিয়া গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদয় ভেল।। সই দেখি নাই হেন নারী। ভঙ্গিম রঙ্গিম ঘন সে চাহনি গলে যে মোতিম হারি।। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে ঝঙ্কার করয়ে যাই। অঙ্গের বসন ঘুচায় কখন কখন ঝাঁপয়ে তাই।। মনের সহিতে মরম কৌতুকে সখীর কান্ধেতে বাহু। হাসির চাহনি দেখাল কামিনী পরাণ হারানু […] keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরি
    নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়ে গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদিত ভেল।। সই জনমিয়ে দেখি নাই হেন নারী। রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাহনি গলে যে মোতিম হারি।। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে ঝঙ্কার করয়ে তাই। অঙ্গের বসন ঘুচায়ে কখন সঘনে ঝাঁপয়ে তাই।। মনের সহিতে মনের কৌতুকে সখীর কাছেতে যাই। হাসির চাহনি দেখালে কামিনী পরাণ […] keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরি
    নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চাহিয়ে গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদিত ভেল।। সই, জনমিয়ে দেখি নাই হে নারী। রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাহন গলে সে মোতিম হারি।। অঙ্গের বসন ঘুচায়ে কখন সঘনে ঝাঁপয়ে তাই।। মনে সহিতে মরম কৌতুকে সখীর কাছেতে যাই। হাসির চাহনি দেখালে কামিনী পরাণ হারানু ভাই।। চলন ভঙ্গিম অতি সুরঙ্গিম চাপটিলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ